![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুভ সন্ধ্যা! কেমন আছেন সবাই? আমার নতুন সিরিজ কুবুদ্ধির ব্লগ এর দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম। আমার আজকের টপিক কিভাবে ডিজিটাল ওয়েট স্কেলে ওজনে কম দিবেন, রাতারাতি বড়লোক হবেন।
আপনিও কি এখন আপনার ছোট্ট মুরগীর দোকানটিতে ডিজিটাল ওয়েট স্কেল দিয়ে মুরগী বিক্রয় করছেন? কিন্তু আগের মত বাটখারা,পাথর না থাকার কারণে আর ওজনে কম দিতে পারছেন না? নো চিন্তা ডু ফুর্তি। আমি চলে এলাম আপনাদের জন্য ওজনে কম দেয়ার নতুন কুবুদ্ধি নিয়ে। এই পদ্ধতি অনুসরণ করে আপনি ক্রেতার চোখের সামনে ওজনে কম দিয়ে দিবেন আর ক্রেতা মনের খুশিতে নাচতে নাচতে বাড়ি চলে যাবে।
মাত্র সহজ তিনটি বিষয় মাথায় রাখলেই হচ্ছে:
১। কখনো মুরগীকে সরাসরি ওয়েট স্কেলের উপর রেখে ওজন করবেন না।
২। কখনো ওয়েট স্কেলের উপর আগে ঝুড়ি কিংবা বালতি রেখে তারপর তাতে মুরগী রেখে ওজন করবেন না।
৩। প্রথমে মুরগীকে একটা ঝুড়ি কিংবা বালতিতে রাখুন, তারপর মুরগী সহকারে ঝুড়িটাকে ওয়েট স্কেলের ওপর রাখে ওজন করুন।
চলুন এবার দেখে নেয়া যাক প্রথম দুটো কাজের অসুবিধা আর শেষ কাজের সুবিধা:
আপনি যদি প্রথম পদ্ধতি অনুসরণ করে থাকেন অর্থাৎ মুরগিকে সরাসরি ওয়েট স্কেলের উপর রেখে ওজন করে থাকেন। তবে আপনি শুধু মুরগীর ওজনই পাবেন। কোন ফাঁকি দেয়ার সুযোগ থাকছে না। তাছাড়া মুরগী যদি স্কেলের উপর হাগুমুতু করে করে দেয়! কি বিপদ!
আপনি যদি দ্বিতীয় পদ্ধতি অনুসরণ করে থাকেন অর্থাৎ প্রথমে স্কেলের উপর একটা বালতি বা ঝুড়ি রাখেন এবং তারপর মুরগিটাকে ঝুড়িটাতে বসিয়ে ওজন করেন। তবে হাগুমুতুর যন্ত্রণা থেকে বেঁচে যাবেন কিন্তু আপনার ডিজিটাল ওয়েট স্কেল ঝুড়ির ওজনকে শূন্য ধরে শুধু মাত্র মুরগীর ওজনটাই দেখাবে। আর যদি নাও দেখায় ক্রেতার চোখে সহজেই ধরা পড়বে এখানে ৩২০ গ্রামের একটা ঝুড়ি আগে থেকে ছিল। সুতরাং এভাবেও ওজনে কম দেয়া যাচ্ছে না।
কিন্তু আপনি যদি আমার কথা মত ৩য় পদ্ধতিটি অনুসরণ করে থাকেন। অর্থাৎ প্রথমে মুরগিটিকে একটি বালতি বা ঝুড়িতে রেখে তারপর ঝুড়িকে মুরগী সহকারে স্কেলের ওপার রেখেন তাহলে আপনি যে ওজনটা দেখতে পাবেন সেটা হবে মুরগীর ওজন আর বালতির ওজনের যোগফলের সমান। মানে বালতির ওজনের টাকাটা পুরোই লাভ! বালতির ওজন যত বেশি তত বেশি লাভ।
সতর্কতা:
১। স্কেল থেকে নামানোর সময়ও ঝুড়িও মুরগী এক সাথে নামাবেন।
২। যথা সম্ভব চেষ্টা করুন মুরগীটাকে দোকান থেকেই জবাই করে দিতে। যাতে করে বাসায় নিয়ে ওজন করে কেউ আপনাকে দোষ দিতে না পারে।
৩। আর যদি কোন সতর্ক ক্রেতার চোখে ধরা পরেও যান সাথে সাথে সরি খেয়াল করি নি বলে উপরের প্রথম দুটো পদ্ধতির যে কোন একটি মেনে ওজন করে দিয়ে দিন। কাহিনী খতম!
কৃতজ্ঞতা স্বীকার: এই কুবুদ্ধির স্বত্ব আমার নিজের নয়। সুবিদবাজারে মুরগী কিনতে কিনতে অভিজ্ঞতার আলোকে লিখা।
আজ এই পর্যন্তই। আবারো হাজির হয়ে যাবো। অন্য কোন দিন। অন্য কোন কুবুদ্ধি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন।
এই সিরিজের অন্যান্য পর্ব:
কুবুদ্ধির ব্লগ-১। ভিডিও লুপ ব্যবহার করে অনলাইন ক্লাস/মিটিং পালানোর সহজ পদ্ধতি
২৪ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:০৫
ফাহিম সাদি বলেছেন: কি করমু! যতই চেষ্টা করি কু ছাড়া সু বুদ্ধি আসে না
২| ২৪ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:০৪
পুলক ঢালী বলেছেন: হা হা হা আপনার এই কু-বুদ্ধি তেমন কাজ করবে বলে মনে হচ্ছেনা। সিলেটের মানুষকে বোকা বানানো গেলেও ঢাকার মানুষকে বোকা বানাতে খবর হয়ে যাবে।
ঢাকায় গরুর বা খাসীর গোস্ত কিনতে গেলে দেখা যায় কসাইরা আগে থেকেই একটা প্লাষ্টিকের বোল স্কেলে বসিয়ে রাখে ঐ বোলে ২৫০ থেকে ৩০০ গ্রাম চর্বি/হাড্ডি/বাজে গোস্ত দিয়ে রাখে, এবং, আপনি যাতে স্কেল দেখতে না পারেন সেজন্য একটু আড়াআড়ি করে রাখবে অথবা ইচ্ছে করেই অজান্তের ভাব করে লুঙ্গী দিয়ে স্কেলের কিছুটা আড়াল করে রাখবে। তারপর শিক থেকে বা রান থেকে আপনার পছন্দ করা গোস্ত কেটে ঐ বোলে রেখে ওজন ও মূল্য বলবে এবং স্কেলটা একটু ঘুরিয়ে আপনাকে দেখাবে, তারপর ওদের যেন বসতে খুব অসুবিধা হচ্ছে এমন একটা ভাব করে স্কেলটা আগের পজিশনে আপনার দৃষ্টি আড়ালে নিয়ে রেখে গোস্ত পিস পিস করে সব একসাথে দিয়ে দেবে। আপনি জানলেন না কি গোস্ত নিলেন।
আমি একবার গোস্ত কিনতে গিয়ে ওদের কে বলেছিলাম, স্কেল ঘুরান, ঘুরাবার পর দেখলাম ২৫০ গ্রাম উঠে আছে, বললাম, জিরো করেন, কসাই রাজী হলো না বললো, আপনার গোস্ত বোলে নয় পলিথিনে ঢুকিয়ে ওজন করে দিচ্ছি।
কিছু করার নেই গোলমাল না করে কসাই রাজ্য ত্যাগ করে চলে এলাম।
আপনার কু-বুদ্ধিটা যদি মেশিনের ক্যালিব্রেশন নড়চড় করে করার পদ্ধতি হতো তাহলে কাজে দিতো।
ঐ কু-বুদ্ধিকে চ্যালেঞ্জ করার জন্য স্ট্যান্ডার্ট ১ কেজির বাটখারা দিয়ে মাপলে রিডিং যাচাই হয়ে যেতো। হা হা হা
যাই হোক আপনার এই কু-বুদ্ধি পোষ্ট মানুষকে আশাকরি সচেতন করবে। ভাল থাকুন।
২৪ শে আগস্ট, ২০২০ রাত ৮:২৩
ফাহিম সাদি বলেছেন: আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য ধন্যবাদ পুলক ভাই। আপনিও অনেক অনেক ভালো থাকুন।
৩| ২৪ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৪৭
শুভ_ঢাকা বলেছেন: হাতি কা দাঁত দেখানে কে লিয়ে এক অর খানে কে লিয়ে আরেক। যতই তুমি কুবুদ্ধি টাইপ লেখা দাও না কেন। বস্তুত: তুমি মানুষকে সচেতন করতে চাও, অধিকন্তু মজাও দিতে চাও। লাভ ইউ কিড ব্রো। গড ব্লেস ইউ।
পুলক ভাই, আমি আপনার অসাধারণ কমেন্টের ফিদা always.
পুলক ভাইয়ের জন্য view this link
২৪ শে আগস্ট, ২০২০ রাত ৮:২৬
ফাহিম সাদি বলেছেন: লাভ ইউ টু শুভ ভাই। অনেক দিন পর আপনার দেখা পেলাম ! সব সময় ভালো থাকুন এই কামনা করি।
পুলক ভাইয়ের মন্তব্যে আমিও ফিদা!
আপনার জন্য: view this link
৪| ২৪ শে আগস্ট, ২০২০ রাত ৮:০৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চিন্তার বিষয় !!!
,মুরগী আলাতো ওই কাজ্ই করে !!
মুরগীকে আগে ঝুড়ির মধ্যে বসিয়ে ওজন করে।
বলে আগেই নাকি ঝুড়ির ওজন মাইনাস করা আছে!
কথা কি সত্যি ?
২৪ শে আগস্ট, ২০২০ রাত ৮:২৮
ফাহিম সাদি বলেছেন: আগেই যদি ওজন মাইনাস করা থাকে তবে খালি ঝুড়ির ওজন শূন্য হওয়ার কথা। সেটা একটু দেখাতে বললেই হবে।
পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ নূরু ভাই। অনেক ভালো থাকুন ।
৫| ২৪ শে আগস্ট, ২০২০ রাত ৮:৩০
রাজীব নুর বলেছেন: সামান্য চুরী করলে করুক। কি আসে যায় তাতে। দেশে তো চোর দিয়ে ভরা। এক চোরের কাছ থেকে বাচলে অন্য চোরের কাছ থেকে বাঁচা যাবে না।
২৫ শে আগস্ট, ২০২০ রাত ২:১২
ফাহিম সাদি বলেছেন: সেটাই ভাই। পত্রিকা খুললেই শুধু এগুলোই দেখি। বাজার, অফিস, হাসপাতাল, পরীক্ষার হল, থানা পুলিশ। কোথায় নেই?
৬| ২৪ শে আগস্ট, ২০২০ রাত ১০:৪৯
পুলক ঢালী বলেছেন: শুভ ভাই আমার কোন মন্তব্যের জন্য ফিদা ? আমি কত জায়গায় কত মন্তব্য করি আমি নিজেই জানিনা। তবে আমার নিজের ব্লগে যদি কখনো ভুল করে ঢুকে পড়ি তখন দেখি কোথায় কোথায় মন্তব্য করেছিলাম।
আমার ব্লগে আপনাকে তো দেখিইনা প্রায় মন্তব্য করতে ভয় পান ?
আমি অবশ্য লেখালেখিও করিনা ভাল লাগেনা মনে হয় লিখে কোন দেশোদ্ধার হবে হা হা হা?
দুজনের শেয়ার করা গান দুটিই লিজেন্ডারী, যেমন কন্ঠ, তেমন লিরিক, তেমনই সুর।
অনেকদিন পর শাবানা আজমীকে দেখলাম অভিনেত্রী কাহাকে বলে !!!
জিন্দেগী আউর কুচ ভী নেহীর নায়ক নায়িকার কথা মনে নেই। আমাদের ছোটবেলা থেকেই এই গান গুলির জনপ্রিয়তা দেখে আসছি। এখনো ভাল লাগে আসলে কখনোই এগুলো পুরনো হবে না। জীবনটা আসলেই শুধু আসা এবং যাওয়ার মাঝে কয়েক পল আর এই কয়েক পলকে আমরা কত অপব্যবহার করি অপচয় করি এমন গান শুনলে দার্শনিক দার্শনিক ভাব মনের মধ্যে জাকিয়ে বসতে চায় যেন।
গান দুটি শেয়ার করার জন্য ধন্যবাদ।
শুভ ভাই কার গানের ভক্ত ছিলেন যেন, ভুলে গেছি ওটা কি হিনা খান ছিলো ??
হে হে হে পুরাই অঃটঃ মানে আড্ডা।
২৫ শে আগস্ট, ২০২০ রাত ২:৩৪
ফাহিম সাদি বলেছেন: গান পছন্দ হয়েছে জানে খুশি ভালো লাগছে পুলক ভাই। দার্শনিক দার্শনিক ভাব জেকে থাকুক সবসময়।
ওই দিন ট্রেনে একজন আফগান ভদ্রলোকের সঙ্গে আলাপ জমে উঠেছিল। ওনি আমাদের উপমহাদেশের গানের অনেক প্রশংসা করলেন। বাংলাদেশের কথা শুনে রুনা লায়লার একটা গান গেয়ে শুনালেন। আর আমিও বাসায় এসে গানগুলোর মর্ম উদ্ধারের চেষ্টায় নামলাম।
view this link
৭| ২৪ শে আগস্ট, ২০২০ রাত ১১:১০
নুরুলইসলা০৬০৪ বলেছেন: বাঙ্গালীদের এসব শিখাতে হবে না,এমনিতেই তারা ওস্তাদ ।
২৫ শে আগস্ট, ২০২০ রাত ২:৩৬
ফাহিম সাদি বলেছেন: কথা সইত্য! আমি এই পদ্ধতি যার কাছ থেকে শিখছি তিনি একজন বাঙ্গালি।
আমি নিজেও একজন বাঙ্গালি।
৮| ২৪ শে আগস্ট, ২০২০ রাত ১১:২৭
আনমোনা বলেছেন: এই কুবুদ্ধি ঢাকায় চলে, জার্মানিতেও কি চলে?
২৫ শে আগস্ট, ২০২০ রাত ২:৩৭
ফাহিম সাদি বলেছেন: একবার এসে ট্রাই করে দেখবেন নাকি দিদি?
৯| ২৪ শে আগস্ট, ২০২০ রাত ১১:৪৪
শুভ_ঢাকা বলেছেন: পুলক ভাই,
আমি ব্লগে আসলে সাম্প্রতিক মন্তব্যে যদি আপনার কোন কমেন্ট দেখি তখনই সেই মন্তব্যটি পড়ি। সচরাচর যা হয় পোস্ট পরি না। কিন্তু যার পোস্টে মন্তব্য করেছেন আপনার সেই মন্তব্যটি পড়ি। দুই/তিনটি কারণে পড়ি ১. আপনি এলমোস্ট যতটা সম্ভব আইনের মারপ্যাঁচের ঝুঁকি বাঁচিয়ে মনের কথা ব্যক্ত করেন। ২. পোস্ট রিলেটেড আপনার জ্ঞান/পাণ্ডিত্য ৩. ভাষার প্রতি আপনার দক্ষতা। এলমোস্ট আপনি শব্দ ভাষা নিয়ে জাগলিং করেন। আর এই কারণে আপনার কমেন্টের ফিদা হু ম্যায়। ফর এন এক্সসাম্পুল একটুক্ষণ আগে A country cannot have a religion... পোস্টে যে কমেন্টটি করলেন।
view this link
২৫ শে আগস্ট, ২০২০ রাত ৩:১১
ফাহিম সাদি বলেছেন: view this link
১০| ২৫ শে আগস্ট, ২০২০ রাত ২:২৪
নেওয়াজ আলি বলেছেন: চুরি করলেও দেশের টাকা দেশে থাকুক
২৫ শে আগস্ট, ২০২০ রাত ৩:১২
ফাহিম সাদি বলেছেন: আর যারা দিনরাত পরিশ্রম করে বিদেশ থেকে টাকা দেশে পাঠায়, বিমানবন্দরে তাদের লাগেজর তালা ভাঙা পাওয়া যায়।
১১| ২৫ শে আগস্ট, ২০২০ সকাল ৯:১৫
রাশিয়া বলেছেন: আরেকটা বুদ্ধি কানে কানে শিখিয়ে দেই। মুরগির কেজি যদি ১৫০ টাকা হয়, তাহলে মুরগি বসিয়েই তাড়াতাড়ি করে টাইপ করুন ১৫৮। ক্রেতা ওজন দেখতেই বেশি ব্যস্ত থাকবে বলে রেট আর দেখবেনা। টাকার অঙ্ক বলেই চটপট মুরগি নামিয়ে জবাই করে ফেলুন। দিনে ৫০ টা মুরগিতে এপ্লাই করতে পারলেও আপনার এডিশনাল ৪০০ টাকা লাভ।
২৬ শে আগস্ট, ২০২০ রাত ৩:৪০
ফাহিম সাদি বলেছেন: বাহ! এটাতো আর ভালো কুবুদ্ধি!
ধন্যবাদ জনাব রাশিয়া ভাই।
১২| ২৫ শে আগস্ট, ২০২০ দুপুর ২:০৬
রাজীব নুর বলেছেন: সেই বঙ্গবন্ধুর আমলের কম্বল চোর। আজকের ত্রানের তেল চাল চোর। চোর আছেই, থাকবেই।
২৬ শে আগস্ট, ২০২০ রাত ৩:৪০
ফাহিম সাদি বলেছেন:
১৩| ২৫ শে আগস্ট, ২০২০ দুপুর ২:৫৪
পুলক ঢালী বলেছেন: ফাহিম তোমার শেয়ার করা গান গুলি অতীত সময় মনে করিয়ে দেয়।
শুভ ভাই আমার মন্তব্য সাম্প্রতিক মন্তব্যের নোটিফিকেশনে কখনো খুঁজে পাইনা তাই আমার ব্লগে ঢুকে মাঝে মাঝে দেখতে হয়।
৯ নং মন্তব্যে আপনি এত বাড়িয়ে বাড়িয়ে বলেছেন যে ব্লগের সত্যিকারের পন্ডিত ব্যাক্তিরা অসম্মানিত বোধ করতে পারেন।
আপনার পক্ষপাতদুষ্ট কিন্তু উচ্ছ্বাসে ভরা মন্তব্যের বোঝা বইবার সামর্থ আমার নেই, আমি দুঃখীত।
আইনের মারপ্যাচের উপমা দেখে আমি হাসতে হাসতে শেষ। আপনি বলতে চাইছেন আমি ধরি মাছ না ছুঁই পানি টাইপ মন্তব্য করি অথবা পাঁকাল মাছ কাদায় বসবাস করলেও গায়ে কাদা লাগেনা !!!?
এই ভিডিওটা পাইলেন কৈ ? উৎপলদত্ত এবং রবিঘোষ উভয়েই শক্তিমান কমেডি অভিনেতা, আমি এখনও মাঝে মাঝে
অমল পালেকর এবং টিনা মুনিমের বাতো বাতো মে ছবিটা দেখি।
এ প্রসঙ্গে একটা প্রশ্ন মনে পড়লো রবি ঘোষের পরিবারের আর কেউ কি অভিনয় জগতে আছে ?
আমার ৬নং কমেন্টের শেষ প্রশ্নটা এড়িয়ে গেলেন কেন ?
আনমোনা জী এই কারবার মেরীল্যান্ডেও চলে নাকি ? মেরীল্যান্ডে আসলে আমি কিছু কিনিনি তাই জানিনা, তবে নিউইয়র্কের ম্যানহাটনে যে চলে সেটা দেখেছি তবে বিষয়টি ওজনে নয় দামে চক্ষুলজ্জার বালাই তেমন আছে বলে মনে হলো না।
রাশিয়া ভাইয়ের বুদ্ধিটাও তো মন্দ নয়। এত কু-বুদ্ধি যখন পাওয়া গেল ভাবছি কালকে থেকে মুরগীর ব্যবসায় নামবো কিনা !!?
২৬ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:১৯
ফাহিম সাদি বলেছেন: এত কু-বুদ্ধি যখন পাওয়া গেল ভাবছি কালকে থেকে মুরগীর ব্যবসায় নামবো কিনা !!?
ঠিক আছে নামেন! শুধু ভাবীকে জানাইয়েন না।
১৪| ২৫ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৪০
শুভ_ঢাকা বলেছেন: আপনি এত বাড়িয়ে বাড়িয়ে বলেছেন যে ব্লগের সত্যিকারের পন্ডিত ব্যাক্তিরা অসম্মানিত বোধ করতে পারেন।
পুলক ভাই, আমি এতো অগ্রপশ্চাৎ ভেবে বলিনি। সাধারণ অর্থে বলেছি। আমি যা করি তাই বলেছে। হ্যাঁ আপনার কথা সত্যতা আছে। উদাহরণস্বরূপ ড. এম এ আলী। পোস্টের কথা ছেড়েই দিলাম। এক একটা কমেন্ট কত ইনফরমেটিভ উনার জ্ঞান পাণ্ডিত্য এগুলো নিয়ে কথা বলা আমার সাঁজে না। আমি একুরিয়ামের মাছ। পুকুরই আমার কাছে সমুদ্রতুল্য।
এখানে উল্লেখ্য আমি চাঁদগাজি ভাইয়ের কমেন্ট খুব ইনজয় করি।
আমি জীবনে দুইটি হিন্দি সিরিয়াল দেখেছি। দেখেছি মানে শুরুর দিকে কিছু এপিসোড। প্রথম হিন্দি সিরিয়ালের নায়িকা ছিল askshara (হেনা খান)। প্রথম ভাল লাগা। যদিও এখন উনার চেহারা আর আগের মত নেই।
view this link
উৎপল দত্তের হিন্দি ছবি গোল মাল দেখেছেন কিনা জানিনা। যদি সময় করে দেখেন। দায়িত্ব নিয়ে বলছি আনন্দ পাবেন।
view this link
ফাহিমের ৬ নং প্রশ্নে প্রতি উওরে গানটা অসাধারণ। কিড বো'র পোস্টের ব্লগে আড্ডা দিচ্ছি। একটুও সংকোচ লাগছে না।
২৬ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:২২
ফাহিম সাদি বলেছেন: কিড বো'র পোস্টের ব্লগে আড্ডা দিচ্ছি। একটুও সংকোচ লাগছে না।
শরম লাগলেও ঝামেলা না। রুমাল আছে।
১৫| ২৫ শে আগস্ট, ২০২০ রাত ৯:৩৩
পুলক ঢালী বলেছেন: কিড ব্রো'র পোস্টে আড্ডা দিচ্ছি। একটুও সংকোচ লাগছে না।
আমনের কিড ব্রো'র পোষ্টে মন খুলে কথা বলবেন এতে সংকোচের কি আছে ?
আপনার উদাহরনে আরো অসংখ্য নাম যোগ করা যায় এটা বুঝতে পেরেছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আপনার হাতের কি অবস্থা ওটা সেড়েছে ? সাবধান হইয়া যান, বিয়ের আগেই প্রেমিকা থুইয়া শ্যালিকা জেসমিনরে নিয়া মটরসাইকেলে কইরা হাওয়ায় উড়তে চাইলে ইমুনই হইবো।
আমার ধারনা নাজনীন (আমনের প্রেমিকা) বদ দোয়া দিসিলো কিন্তুক এমুন বেশী তেজ ছিলোনা বাট আমনে ফাডা কপাইল্লা বইলা হাত ভাঙ্গছে
এইডা অইলো গিয়া হুশিয়ারি সংকেত পরেরবার আকাশে উড়তে চাইলে এক্কেরে উপ্রে যাইবেন গিয়া অতএব সাধু সাবধান ।
view this link
১৬| ২৬ শে আগস্ট, ২০২০ সকাল ৭:০৩
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কুবুদ্ধি ব্লগের পরের পর্বে মফিজ কিভাবে আবুলের বউকে কুবুদ্ধি দিয়ে ভাগিয়ে নিল সেটা জানতে চাই।
২৭ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৪৮
ফাহিম সাদি বলেছেন: উহু! হেনা ভাই। এ ব্যাপারে আমি আপনার সাথে মোটেও একমত নই। বউ ভাগানো এই পৃথিবীর অতি আদি ও অকৃত্রিম মহৎ কাজগুলোর একটি। এটাকে আমি কোন ভাবেই কুবুদ্ধির পর্যায়ে ফেলতে পারছি না। যদি পরজন্মে কোন দিন সুমতির ব্লগ লিখি তবে প্রথম পর্বেই বউ ভাগানো নিয়ে লিখবো।
১৭| ২৬ শে আগস্ট, ২০২০ সকাল ৮:৪৮
পুলক ঢালী বলেছেন: আরে, আরে, আরে! ওস্তাদজী রে দেখতাছি !
হা হা হা কু-বুদ্ধির ব্লগ যখন তখন সব কু-বুদ্ধি নিয়াই পোষ্ট দিতে হবে, বৌ-ভাগানি, প্রেমিকা-চুরি, বিয়ে-ভাঙ্গানি কু-বুদ্ধির তো শেষ নাই সব বিষয় নিয়াই লিখতে হবে অতীত অভিজ্ঞতা বর্তমান এবং ভবিষ্যতে কারো বৌ-রে ক্যামনে ফুসলানো যাবে তারও তড়িকা, তয় অভিজ্ঞ মানুষ হিসাবে হেনাভাউ শুরু করলে মন্দ হয়না।
শুভ ভাই মটর সাইকেলে এক্সিডেন্ট করছে এই প্রসঙ্গে মনে পইরা গেল আমাগো ওস্তাদজী মানে হেনাভাই একদিন ওনার কুমড়ো-পটাশ শ্যালিকাকে নিয়ে মটরবাইকে যাচ্ছেন সামনে স্পীড-ব্রেকার স্লো করেছেন কিন্তু কুমড়ো-পটাশ নিয়ে মটর-বাইক স্পীড-ব্রেকার পাড় হওয়ার শক্তি হারিয়ে ব্রেকারে আটকে গেল ।
হা হা হা দুরাবস্থা আর কাহাকে বলে! শ্যালিকার সামনে দুলাভাইয়ের ইজ্জত পাংচার হা হা হা
Song For Hena Vai
২৭ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:১২
ফাহিম সাদি বলেছেন: অতীত অভিজ্ঞতা বর্তমান এবং ভবিষ্যতে কারো বৌ-রে ক্যামনে ফুসলানো যাবে তারও তড়িকা, তয় অভিজ্ঞ মানুষ হিসাবে হেনাভাউ শুরু করলে মন্দ হয়না।
হেনা ভাই তুমি এগিয়ে চলো
আমরা নাই তোমার সাথে ...
১৮| ২৬ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৫৭
শুভ_ঢাকা বলেছেন: হাতের কি অবস্থা
পুলক ভাই,
হাতের অবস্থা ভাল। হাড় জোড়া লেগে গেছে। তবে আগের মত strenth ফিরে পেতে আর কিছুদিন সময় লাগবে।
ঋত্বিক রৌশন। গ্রীক গড। উনার ছোটবেলায় ভাল রকমের তোতলামি ছিল। তাকে স্পীচ থ্যারাপীস্টের কাছে নিয়ে যাওয়া হয়। তারপর নানান ধরনের অনুশীলন টাং টুইস্টটার এইসব করে এই থেকে মুক্তি পান। ছবিতে সাফল্য পাওয়ার পরও stammering জন্য তাকে অনেক যুদ্ধ করতে হয়েছে। ভাবা যায়!
©somewhere in net ltd.
১|
২৪ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৪৬
পদ্মপুকুর বলেছেন: ঘটনা কি! আপনি সব কুবুদ্ধি দিচ্ছেন যে? আগের পোস্টে অনলাইন ক্লাস বাং করার বুদ্ধি, এখানে মুরগির ওজন বাড়াচ্ছেন....