নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফাহিম সাদি

ফাহিম সাদি › বিস্তারিত পোস্টঃ

সামুপাগলার আড্ডাঘরের পাঁচ বছর পূর্তি !!! :D

২৭ শে জুন, ২০২১ ভোর ৪:০৬




২৭ জুন ২০১৬ । আজ থেকে ঠিক পাঁচ বছর আগে আজকের এই দিনে জনপ্রিয় ব্লগার সামু পাগলা০০৭ এর ব্লগ বাড়িতে যাত্রা শুরু একটা আড্ডা পোস্ট। ঈদের আমেজকে সামনে রেখে শুরু হওয়া সেই আড্ডা ছিল গান, কবিতা, ছড়া, গল্প, ধাঁধা আর কৌতুকে ভরপুর তাই অতি অল্প সময়ের মাঝেই আড্ডাবাজদের নিয়মিত আস্তানায় পরিণত হয়। ব্লগার আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম ভাই তার কথার যাদু দিয়ে সব সময় আড্ডা মাতিয়ে রাখতেন বলে অচিরেই আড্ডার সর্দার উপাধিতে ভূষিত হন।

নিয়মিত অনিয়মিত মিলিয়ে দেড়শোর বেশি আড্ডাবাজের আনাগোনায় মন্তব্যের সংখ্যা হু হু করে বাড়তে থাকে। ৪৮৫২টি মন্তব্য এবং ৩৩১১টি প্রতিমন্তব্যের পর সামু ক্লান্ত হয়ে আর কমেন্ট লোড করতে পারছিলো না (এখনো পারে না :P ) । ফলে এক রকম বাধ্য হয়েই আড্ডার দ্বিতীয় পর্ব হিসেবে আরও একটি পোস্ট দেয়া হয়, সিদ্ধান্ত হয় এখন থেকে নিয়মিত বিরতিতে একটি করে নতুন আড্ডা পোস্ট দেয়া হবে, যাতে কোন মন্তব্য হারিয়ে না যায়। এরই ধারাবাহিকতায় পরবর্তীতে এক এক করে মোট ৯টি পোষ্ট হয়।

সামুর ইতিহাসে সব চেয়ে দীর্ঘস্থায়ী এই আড্ডার হোস্ট নিজে কানাডাতে থাকলেও বাংলাদেশে অবস্থানরত আড্ডাবাজদের মধ্যে যোগাযোগ বাড়তে থাকে। আড্ডার সর্দার হেনা ভাই উপহার হিসেবে ওনার নিজের জীবনের গল্প দিয়ে সাজানো স্বপ্ন বাসর বইটি আড্ডাবাজদের ডাকযোগে পাঠান। বইটি সবাইকে এতোটাই আকর্ষণ করে যে মোটামুটি প্রত্যেকেই এক বসাতেই বইটি পড়ে শেষ করেন। তার মধ্যে দুজন ব্লগা্রতো (একজন চট্টগ্রাম এবং অন্যজন সিলেট থেকে) হেনা ভাইকে চমকে দিতে হেনা ভাইয়ের বাড়ি রাজশাহী পর্যন্ত চলে যান।

সম্পূর্ণ অপরিচিত দুজন মানুষ থেকে থেকে প্রায় প্রতিদিন নিয়ম করে খোঁজ খবর রাখা বড় ভাই ছোট ভাই সম্পর্ক গড়ে উঠা, আপনি আপনি থেকে তুই তুই করা ভালো বন্ধু, অন্তত হালি খানেক ব্লগারের প্রথম চাকরি পাওয়া, প্রথম বিবাহ:P দেশ-বিদেশ ভ্রমণ, পরিবারের নতুন মেহমানের আগমন সহ হাজারো ছোট ছোট আনন্দ, ছোট ছোট বেদনার সাক্ষী এই আড্ডা ঘর।

হেনা ভাইকে হারিয়ে সেই আড্ডাঘর আজ ফাঁকা :( । আড্ডার হোস্ট সামু পাগলা০০৭ অজ্ঞাত করণে ব্লগ বিমুখ। যাপিত জীবনের ব্যস্ততায় কারোরই আর আড্ডায় আসার সময় হয় না। তবু বিদেশ বিভূয়ে শত ব্যাস্ততার মাঝেও ব্লগ থেকে হৃদয়ে জায়গা করে নেয়া মানুষগুলোর জন্য মন কাঁদে। থেমে যাওয়া এই আড্ডা ঘরে আবার কখনো আড্ডা হবে কিনা জানি না, তবে সৃষ্টিকর্তার কাছে একটাই চাওয়া যে যেখানেই থাকুক তিনি যেন সবাইকে ভালো রাখেন, শান্তিতে রাখেন।

আড্ডাবাজদের প্রিয় কিছু গান:
আবার জমবে মেলা
ভালোবাসবো বাসবো রে বন্ধু
আমার সারাটা দিন মেঘলা
মাঝ রাতে চাঁদ যদি
অলির কথা শুনে বকুল হাসে
Spice Girls - Viva Forever











মন্তব্য ২০ টি রেটিং +৮/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০২১ সকাল ৮:৪৩

মোস্তফা সোহেল বলেছেন: আড্ডাঘরকে অনেক মিস করি।
ফাহিম ভাই অনেক দিন পরে আপনাকে দেখে ভাল লাগছে।আপনি কেমন আছেন?
সামু পাগলার তো কোন খোঁজ দেখিনা।উনার খবর কি জানেন আপনি?

২৮ শে জুন, ২০২১ রাত ২:২৬

ফাহিম সাদি বলেছেন: আলহামদুলিল্লাহ্‌ সোহেল ভাই। আমি ভালো আছি। অনেক দিন পর আপনাকে দেখেও ভালো লাগছে। আপনি কেমন আছেন? না ভাই, ওর খবর জানি না। একটা ইমেইল এড্রেস ছিলো ওটাতে অনেকেই যোগাযোগের চেষ্টা করে পায় নি যতদূর জানি।

২| ২৭ শে জুন, ২০২১ সকাল ৯:৫৩

হাবিব বলেছেন: সামু পাগলার খবর পাই না অনেক দিন!!

২৮ শে জুন, ২০২১ রাত ২:৩১

ফাহিম সাদি বলেছেন: হ্যাঁ ভাই, সে গত বছরের অক্টোবর পর থেকে ব্লগে আসছে না।

৩| ২৭ শে জুন, ২০২১ সকাল ১০:২৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আহা আড্ডাঘর। মাঝে মাঝে এখনো ডু মারি। ধন্যবাদ পোস্ট দেয়ায়।

২৮ শে জুন, ২০২১ রাত ২:৩২

ফাহিম সাদি বলেছেন: আমিও ভাই। অভ্যাসবশত প্রতিদিনই একবার করে ঘুরে আসি। আপনাকেও ধন্যবাদ !

৪| ২৭ শে জুন, ২০২১ সকাল ১১:১৫

মিরোরডডল বলেছেন:



থেমে যাওয়া এই আড্ডা ঘরে আবার কখনো আড্ডা হবে কিনা জানি না, তবে সৃষ্টিকর্তার কাছে একটাই চাওয়া যে যেখানেই থাকুক তিনি যেন সবাইকে ভালো রাখেন, শান্তিতে রাখেন।


সেটাই, সবাই যে যেখানে আছে ভালো থাকুক ।
সামু পাগলা পিচ্চুটাকে মিস করি ।
ঘর আছে, প্রাণবন্ত মানুষটা নেই :(



২৮ শে জুন, ২০২১ রাত ২:৩৯

ফাহিম সাদি বলেছেন: ধন্যবাদ মিরোরডডল আপু। পড়াশোনা নিয়ে হয়তো ব্যস্ত তাই আসছে। আপাদত এর বাইরে আর কিছু ভাবতে পারছি না। সব ব্যস্ততা গুছিয়ে জলদি ফিরে আসুক :D

৫| ২৭ শে জুন, ২০২১ সকাল ১১:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আড্ডা আবার জমে উঠুক এই কামনা করি

২৮ শে জুন, ২০২১ রাত ২:৪০

ফাহিম সাদি বলেছেন: ধন্যবাদ আপু। তবে হেনা ভাইয়ের শূন্যতাটা সব সময় থেকেই যাবে :|

৬| ২৮ শে জুন, ২০২১ রাত ২:৫১

শায়মা বলেছেন: সামু পাগলা আপুটা কোথায়???

জেসনভাইয়া কি করি আজ ভেবে না পাই ভাইয়া কোথায়???


সব খানে খুঁজি ....... পাইনা ...... :(

২৯ শে জুন, ২০২১ রাত ১০:৫০

ফাহিম সাদি বলেছেন:

৭| ২৮ শে জুন, ২০২১ রাত ১১:৩৩

পুলক ঢালী বলেছেন: ভাল পোষ্ট ইতিহাস খুড়ে বের করে আনা। ফাাহিম ভাই আপনাকে ব্লগে বহুদিন দেখিনা কেমন আছেন? ভাল আছেন নিশ্চয়ই।

২৯ শে জুন, ২০২১ রাত ১০:৫৩

ফাহিম সাদি বলেছেন: পুলক ভাই!!!! আমি ভালো আছি ভাই । আপনি কেমন আছেন ?

গান শুনুন: view this link

৮| ২৯ শে জুন, ২০২১ রাত ১:০৮

সেলিম আনোয়ার বলেছেন: অভিনন্দন বর্ষপূর্তির। শুভ কামনা।

২৯ শে জুন, ২০২১ রাত ১০:৫৫

ফাহিম সাদি বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই।

৯| ২৯ শে জুন, ২০২১ রাত ১০:৫৪

শায়মা বলেছেন: মন তো আরও খারাপ করে দিলে ভাইয়া...

কোথায় খুঁজে পাবো তাদেরকে???

৩০ শে জুন, ২০২১ বিকাল ৪:০৪

ফাহিম সাদি বলেছেন: মন খারাপ করে দেয়ার জন্য দুঃখিত, শায়মা আপু!

কোথায় খুঁজে পাবো, আপনার এই প্রশ্নের জবাব আমার জানা নেই :(
যদি ওনাদেরও আমাদের কথা আবার কখনো মনে পড়ে তাহলে নিশ্চয়ই ফিরে আসবেন।

১০| ৩০ শে জুন, ২০২১ দুপুর ১২:০৫

আরাফআহনাফ বলেছেন: ফাহিম ভাই !!!
ভালো হলো - একটা পোস্ট থাকলো - ৫ বছর পুর্তির।

হেনা ভাইকে বেশী বেশী মিস করছি - আল্লাহ তাঁকে জান্নাত নসীব করুন - আমীন।

ঢালী ভাই, সোহেল ভাইসহ পরিচিত সবাইকে দেখে ভালো লাগলো।
ভালো থাকুন সবাই।

৩০ শে জুন, ২০২১ বিকাল ৪:১১

ফাহিম সাদি বলেছেন: ফয়সাল ভাই, আপনাদের দেখে আমারও অনেক ভালো লাগছে। হেনা ভাইয়ের জন্য মাঝে মধ্যেই মন কেমন করে। আমারও একটাই চাওয়া ওনাকে আল্লাহ্‌ শান্তিতে রাখুক। আপনিও ভালো থাকুন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.