![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফ্রাঙ্কফুর্টের রাস্তার পাশে মাঝে মধ্যে এমন সাদা রঙ করা সাইকেল চোখে পড়ে। রাস্তার পাশে রেখে দেয়া এই সাদা সাইকেলগুলো মনে করিয়ে দেয় রাস্তায় চলাচলের ক্ষেতে আমাদের আরও সাবধান হতে হবে। মনে করিয়ে দেয়, এখানে একজন সাইকেল আরোহী সড়ক দুর্ঘটনায় মারা গিয়ে ছিলেন যা একটু সচেতন হলে প্রতিরোধ করা সম্ভব হতো। আমার দেখা আজকের এই সাইকেলটি একটু বেশিই হৃদয় বিদারক। এটি একটি বাচ্চার সাইকেল।
লিখার এই অংশে দেশের সড়ক দুর্ঘটনা, সেরাজনগর স্কুলের পণ্ডিত স্যারের সাইকেলের সাথে ট্রাকের ধাক্কার ফলে স্যারের নির্মম মৃত্যু, নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার খসে পড়া, কিংবা দুদিন পর পর মানুষের রক্তে ঢাকার জেব্রা ক্রসিং লাল হয়ে যাওয়া নিয়ে লিখার ইচ্ছা ছিল। তারপর মনে হল, নাহ! কি দরকার !
প্রথম আলো সহ আরও কয়েকটা জনপ্রিয় দৈনিক পত্রিকাতে দেখালাম “আজকের সড়ক দুর্ঘটনা ” নামে আলাদা সেকশনই আছে । মানে ধরেই নেয়া হচ্ছে কোথাও না কোথাও তো আজ সড়ক দুর্ঘটনা হবেই। আল্লাহ্ সবাইকে নিরাপদ রাখুন ।
০৫ ই জুলাই, ২০২৩ রাত ১:০০
ফাহিম সাদি বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ। ভালো থাকুন।
২| ০৪ ঠা জুলাই, ২০২৩ সকাল ৭:১২
ইফতেখার ভূইয়া বলেছেন: এই প্রথা আমাদের এখানেও দেখা যায়। আমার বাসা থেকে দু'মিনিট হাটা দূরত্বে তিন রাস্তার মাথায় একটা সাইকেল বাধা আছে। লোকটা ঠিক কবে মারা গেছেন তা অবশ্য জানিনা। বেশ আগে সম্ভবত। সাইকেলটা সাদা রং করা রয়ে গেছে এখনো। কেউ হয়তো মাঝে মধ্যে এসে রং করে দিয়ে যায়। দুঃখজনক বৈ কি!
০৫ ই জুলাই, ২০২৩ রাত ১:০২
ফাহিম সাদি বলেছেন: ধন্যবাদ ইফতেখার ভাই। নাম পরিচয় , বয়স মৃত্যুর তারিখ ওরা ডাটা প্রটেকশনের জন্য কিছুই শেয়ার করে না । পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।
৩| ০৪ ঠা জুলাই, ২০২৩ সকাল ১০:০৪
কামাল১৮ বলেছেন: মানুষের ব্যস্ততা যেমন বেড়েছে সাথে পাল্লাদিয়ে বেড়েছে সড়ক দুর্ঘটনা। একটু সাবধান হলে অনেক দর্ঘটনার হাত থেকে বাঁচা যায়।
২৭ শে আগস্ট, ২০২৩ রাত ১:২১
ফাহিম সাদি বলেছেন: দুঃখিত কামাল ভাই। নানা ব্যস্ততার কারণে ব্লগে আসিনি। তাই উত্তর দিতে দেরি হয়ে গেছে। পড়া এবং মন্তব্য করার জন্য ধন্যবাদ.
৪| ০৪ ঠা জুলাই, ২০২৩ সকাল ১০:০৭
শেরজা তপন বলেছেন: এরকম আমাদের এখানে হলে সাইকেল নয় হাজার হাজার মোটর সাইকেল সাদা রঙ করে রাস্তার পাশে রাখতে হবে। সেই মোটর সাইকেল দেখতে গিয়ে, সেলফি তুলতে গিয়ে, টিকটক কিংবা রিল করতে গিয়ে ফের শত শত মোটরসাইকেল এক্সিডেন্ট হবে। এইভাবে দেশ ভরে যাবে সাদা রঙের মোটর সাইকেলে তবুও হুশ হবে না কোনদিন।
০৫ ই জুলাই, ২০২৩ রাত ১:০৫
ফাহিম সাদি বলেছেন: যথার্থ বলেছেন ভাই।
৫| ০৪ ঠা জুলাই, ২০২৩ দুপুর ১২:০৭
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: মিউনিখেও এমন সাইকেল অহরহ চোখে পড়ে। সাত সকালে আপনার ছবিটা দেখে মন খারাপ হয়ে গেল।
০৫ ই জুলাই, ২০২৩ রাত ১:০৮
ফাহিম সাদি বলেছেন: মন খারাপ করাতে চাই নি ।
৬| ০৪ ঠা জুলাই, ২০২৩ দুপুর ১২:০৯
কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: মন খারাপ করা সাইকেলের ছবি।
১৬ ই জুলাই, ২০২৩ রাত ২:১৫
ফাহিম সাদি বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।
৭| ০৪ ঠা জুলাই, ২০২৩ রাত ৮:৫৪
এইযেদুনিয়া বলেছেন: মনটা বিষন্ন হলো।
১৬ ই জুলাই, ২০২৩ রাত ২:১৬
ফাহিম সাদি বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকুন।
৮| ০৫ ই জুলাই, ২০২৩ রাত ১:০২
রাজীব নুর বলেছেন: প্রতিটা দূর্ঘটনা আমাদের শিক্ষা দিয়ে যায়। অথচ আমরা সচেতন হই না।
৯| ০৫ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৫২
পুলক ঢালী বলেছেন: এই বিষয়টি আমি জানতাম না ! (আমেরিকায় বেড়ানোর সময় এটা আমার চোখে পড়েনি অথবা পড়লেও অর্থ বুঝতে পারিনি।) সাদা রং করা সাইকেল যেন কবরের এপিটাফ, যা বলছে," আমিও একদিন এই সাইকেলটা চালাতাম, এখন আমি স্মৃতি, অতএব তোমরা সতর্ক হও, রাস্তায় দায়িত্ববান হও, যাতে আমার মত জীবনে বেচেঁ থাকার সব সাধ আহ্লাদ অপূর্ণ রেখে আর কাউকে চলে যেতে না হয়। (এই আহ্বানের বানী নিভৃতেই কাঁদে, তাইতো দুর্ঘটনা থেমে নেই, তারুন্যের উদ্দামতায় ওভার স্পীডের কারনে সড়ক দুর্ঘটনায় কত মায়ের কোল খালি হয়ে যাচ্ছে প্রতি নিয়ত) (তুমি মনে হয় লেফারান্দোর তোমার সহকর্মীর কথা স্মরন করেছো)
ভাল থাকো।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুলাই, ২০২৩ ভোর ৬:৫৩
সামরিন হক বলেছেন: আমীন।
শুভেচ্ছা রইল।