নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেষ অক্ষর

ফাইয়াজ আহমেদ শাওন

ফাইয়াজ আহমেদ শাওন › বিস্তারিত পোস্টঃ

কিছুই বুঝলাম না

০৩ রা মার্চ, ২০১৫ দুপুর ১:৫৮

সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে ফেসবুকের সাথেই প্রথম পরিচয় । একটু একটু করতে ফেসবুকের প্রতি আসক্তি ।
তারপর আস্তিক নাস্তিক ইত্যাদি ইত্যাদি ।
সবচেয়ে মজা পেয়েছিলাম ব্লগ নামক শব্দটাই । ব্লগার গুলার যেন অপর নামই নাস্তিক ।
যে হিন্দু সেও নাস্তিক আবার যে মুসলিম সেও নাস্তিক । Thats mean সবাই নাস্তিক । কিন্তু ছোট বেলা থেকেই জানতমা ঈশ্বরকে যে বিশ্বাস করে না তাকে বলা হয় নাস্তিক ।
এক জন হিন্দু বা সনাতনী ধর্মাবলম্বী যদি তার ভগবানকে বিশ্বাস না করে তবে সে তার ধর্মের কাছে নাস্তিক । এতে মুসলিম দের তো কোন মাথা ব্যথা থাকে না । কে বিবর্তনবাদে বিশ্বাসী আর কে অবিবর্তন বাদে বিশ্বাসী তাতে কিবা আসে যায় । যদি একান্তই আসে যায় তবে দেশের প্রচলিত আইন আছে । ব্যাক্তিগত আক্রমন Why ?
জানতে ইচ্ছা করে মানুষ হত্যা করে কি নাস্তিক্যবাদ বন্ধ করা সম্ভব ।? কোনো ধর্ম কি এই RULES দিয়েছে ।

ওহে অস্ত্রধারী বিপদগামী ব্যাক্তিগন তোমাদের ওই অস্ত্রের শানে আর কত রক্ত লাগালে এ পৃথিবী নাস্তিক্য মুক্ত হবে ?

আর ওহে বিপর্তনবাদে বিশ্বাসী মুক্তমনা লেখক গন তোমাদের কলমের কত টানে এ পৃথিবীর ধর্ম প্রান মানুষদের কে নোংরা কাজে লিপ্ত করতে বাধ্য করবেন ?

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.