![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২০০৮ এর নির্বাচনের পর শিক্ষামন্ত্রনালয়ের দিয়ত্ব গ্রহণের পরই ড. নুরুল ইসলাম নাহিদ সাহেব অনেক সাহসিকতার পরিচয়ই দিয়েছিলেন ।
তিনি দেশকে উপহার দেন বহুল প্রতিক্ষিত শিক্ষানিতী ।
অত্যন্ত সত্ ও কর্মঠ ব্যাক্তি বলেই পরিচিতি লাভ করেন । শিক্ষা ক্ষেত্রেও অনেক সফলতা তার হাত ধরে এসেছে ।
কিন্তু একি কান্ড , রেল লাইন থেকে ইঞ্জিনের লাইন চূত্যি । একের পর এক বেফাস কথা বার্তা আর বোর্ড পরীক্ষায় নকল , প্রশ্নফাস , এ ছয় লাব ।
১০০% পাশ করাতে গিয়ে পরীক্ষায় অংশ না নেওয়া ছাত্রও এ প্লাসে উর্তিন্ন হয়ে গেছে ।
তিনি অনেক গুলো সিদ্ধান্ত নিয়েছিলেন যা এখনও বাস্তবতার রুপ রেখা দেখে নি ।
যেমন ভর্তি কোচিং নামে ব্যাবসা বন্ধ , বেসরকারী বিশ্ববিদ্যালয়ের নামে শপিং মলের অংশ বন্ধ । ইত্যাদি ইত্যাদি ।
তবে আজও এ সফলতার শুরুও হয় নি ।
আমরা শুধু নাহিদ সাহেব কেই দোষারোপ করি কিন্তু এই ফাস হওয়া প্রশ্ন দেখেই পরীক্ষা দেয় ।
কিউরিয়াস মাইন্ড ওয়ান্ট টু নো , কি হচ্ছে বাংলাদেশে ।
২| ০৩ রা মার্চ, ২০১৫ রাত ১০:০২
চাঁদগাজী বলেছেন:
নাহিদ নাই মামার চেয়ে কানা মামা; পৃথিবী কোথায় গেছে নাহিদ জানে না।
৩| ০৩ রা মার্চ, ২০১৫ রাত ১০:১৩
ফাইয়াজ আহমেদ শাওন বলেছেন: প্রকৃত পক্ষে তাহার মতিভ্রম ঘটিয়াছে
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০১৫ রাত ৯:৫৭
প্রামানিক বলেছেন: কথা ঠিক। ধন্যবাদ