নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেষ অক্ষর

ফাইয়াজ আহমেদ শাওন

ফাইয়াজ আহমেদ শাওন › বিস্তারিত পোস্টঃ

অনন্য এক জাতি

০৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:০৭

আমরা সেই জাতী যাদের অরজিনের অস্তিত্বে এককত্ব নেই । আমরা আরবের বেদুইন থেকে আফ্রিকান কিংবা ইংরেজদের সংকর অরজিন বয়ে বেড়াই ।

চিনা বা জাপানি বা ইউরোপিয়ানদের দিকে তাকিয়ে দেখুন তাদের চেহারা বা শারিরীক গঠন কিন্তু প্রায় এক । কিন্তু আমাদের দিকে তাকিয়ে দেখুন ।

আমাদের মাঝে যেমন শারিরীক বৈচিত্র আছে ঠিক তার মতই স্ট্রং বৈচিত্র আছে মানষিকতায় ।

কখনো আমরা আবেগ প্রবন আবার নিঃস্রংশতাও কমনা ।

আমরা বাঁচাতে জানি আবার আমরা কেটে টুকর টুকর করে ফেলতে পারি আমাদেরই ভাইকে ।

আমরা ধর্মভিরু আবার ধর্মকে ব্যবহার করে ব্যাবসা করতে ছাড়ি না ।

আমরা বিঙ্গান মনষ্ক তাই নিঈশ্বরবাদের উপর লেখালেখি করি বা কমিক্স বা কলাম লেখি কিন্তু গবেষণার ধারে কাছেও আমরা নেই ।

আমরা পদার্থ বিঙ্গানের অধ্যাপক কিন্তু পদার্থবিঙ্গানে উল্লেখ করার মত কোনো গবেষণা আমাদের নেই ।

আমরা পরের সৃষ্টিকে আকড়ে বাঁচতে চাই । নিজেকে অপমান করে পরকে তুষ্ট করে আনন্দ পাই ।

এই আমরা হলাম বাঙ্গালী নামক জাতি ।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:২১

টকদঐ পার্ট ২ বলেছেন: দারুন বলেছেন

২| ০৫ ই মার্চ, ২০১৫ রাত ৮:৪১

চাঁদগাজী বলেছেন:



সঠিক, তবে মিশ্র জাতি ভালো করে, আমেরিকা উদাহরণ।

৩| ০৫ ই মার্চ, ২০১৫ রাত ৯:৩৪

সাদী ফেরদৌস বলেছেন: কে বলেছে পদার্থ বিজ্ঞানে আমাদের কোন অবদান নাই । বর্তমানে সারা পৃথিবীতে আলোচিত হিগস বোসন বা ঈশ্বর কনার প্রথম ধারনা দেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সত্তেন বোস, জীব বিজ্ঞানের ইতিহাস লিখতে গেলে জগদীশ বিশাল একটা অধ্যায় হয়ে থাকবেন।এত কিছু সংক্ষেপে বলতে পারছিনা। তবে এটা সত্য আমরা মিশ্র রক্ত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.