নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেষ অক্ষর

ফাইয়াজ আহমেদ শাওন

ফাইয়াজ আহমেদ শাওন › বিস্তারিত পোস্টঃ

কি্ করবে এখন

০৮ ই মার্চ, ২০১৫ রাত ৯:০২

আমরা কেবল ঘোমটা তুলে খেমটা নাচটাই শিখেছি ।
নাচেরও যে কিছু গ্রামার আছে তা জানার চেষ্টাও করিনা ।

মিস্টার পার্ফেক্ট এরশাদ সাহেব ঘোষনা দিলেন
প্রধান মন্ত্রী তার চেয়েও বড় স্বৈরচার ।

আহা কিই না জষ্ঠিমধুখাওয়া কন্ঠের কলতান ।

আর দেখেন তিনি আবার স্বৈরচার সরকারের বিশেষ দূত ।

আসলেই মানিকে মানিক চেনেন ।

এরশাদ সাহেব প্রতিদিনই তার অজাচিত মন্তব্যের কারনে বরাবরই সমালোচিত ।

বিপক্ষ বিভিন্ন দলের নেতাকর্মীরা যারা এত দিন এরশাদ কে ভূয়া , নড়বড়ে . ইত্যাদি ইত্যাদি বলেছেন

আজ তাদের কথাই তাদের জন্য কাল হয়ে দাড়িয়েছে ।

কেননা তারা খারাপ দিকটা গ্রহণ না করে উপহাস করেছেন ।

এইটা কেবল একটা উদাহরণ । আসল কথা হল নাচতে হলে মুদ্রা জানতে হবে । সমালোচনা করতে হলে সমালোচিত হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে আর সুশীল হতে হলে সাদা কাপড় গায়ে জড়ালেই হবে না , বিবেক বড় করতে হবে ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০১৫ রাত ৯:০৭

আমির হোসেন বলেছেন: ভাল লিখছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.