নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেষ অক্ষর

ফাইয়াজ আহমেদ শাওন

ফাইয়াজ আহমেদ শাওন › বিস্তারিত পোস্টঃ

আনন্দ অশ্রু

০৯ ই মার্চ, ২০১৫ রাত ৮:১০

বিশ্বের প্রতিটি দেশ খেলে প্রফেশন দিয়ে ,
আর একমাত্র বাংলাদেশ খেলে আবেগ দিয়ে ।
আবেগ যখন প্রফেশনের কাছে জয় লাভ করে তখন অশ্রু রুপ নেয় আনন্দে ।

তখন রমিজ মার্কা মানুষ গুলোও বলে ওঠে ক্রংগাচ্যুলেশন ।

যখন প্রফেশনের মুখে লাথি দিয়ে সফলতার সোপানে পা দেয়
তখন আবেগী কান্না আনন্দ অশ্রুতে রুপ নেয় ।

আবেগ যখন বিশ্বকে চোখ রাঙ্গানী দেয় তখন আবেগী দেশটাতে তৃতীয় ঈদের সৃষ্টি হয় । আর অতিতের আঁখি জল আনন্দ আশ্রুতে রুপ নেয় ।

এক ম্যাস যখন হাটতে পারে না তারপরও বল নিয়ে ছুটে তখন আবেগে কেঁদে ওঠে এই ক্রিকেট ক্রেজি জাতি । আরে ভাই এ কান্না আনন্দ আশ্রু ।

এক রুবেল যখন জেল খেটে অস্ট্রেলিয়ায় পাড়ি দিয়েও মনোবল হারায় না , তখন রুবেল রুবেল বলে স্বরব উঠে ১৬ কোটি বাঙ্গালী ।

যখন এক তামিম ক্যাচ মিস করে তখন আবেগী জাতি নিজের অজান্তেই গালি দেয় কিন্তু পরোক্ষণেই তামিম তামিম বলে কেঁদে ওঠে । এ কান্না কিন্তু আনন্দ অশ্রু ।

মাহামুদুল্লাহ , মুশফিক , সৌম্য , সাকিব যখন পিচে থাকে তখন দেশটা অনেকটা ভারহীন হয়ে থাকে ।

যখন তাসকিনের মত বাচ্চা একটা ছেলে বল নিয়ে ছুটে একটা উইকেট তুলে নেয় দেশটা আনন্দে ভেসে উঠে ।

সানি , সাব্বির , ইমরুল , এরা সবাই এ আনন্দ অশ্রুতেই আজ সিক্ত ।

মাঠে তোমরা এগার জন
সাথে আমরা ১৬ কোটি বাঙ্গালী ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৫ রাত ৯:১০

প্রেতরাজ বলেছেন: একেকজন ক্রিকেটার ঈ তো বিশ্ব অঙনে ১৬কোটি মানুষের প্রতিনিধিত্ব করছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.