নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেষ অক্ষর

ফাইয়াজ আহমেদ শাওন

ফাইয়াজ আহমেদ শাওন › বিস্তারিত পোস্টঃ

হরতাল আর ফাঁকা রাস্তা

২৬ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:৫৭

ল্যাব ফাইনাল ছিল দুপুর এক ঘটিকায় । হাতে ২ ঘণ্টা সময় নিয়ে বের হতে হয় সব সময় । তা নাহলে বিধি যে কখন বাম আর কখন মঙ্গলে , বুঝে উঠা ভার । ভাবছিলাম ১১টার মাঝেই বের হব । যা ভাবা ,তা তো সব সময় না । বের হতে হতে সাড়ে ১১ টা । কি জানি কি আছে কপালে ।
কে জানতো , আমার জন্য চমক অপেক্ষা করছে । গাড়িও পেলাম আজ সাথে সাথেই, তাও আবার ফাঁকা । ফাঁকা হলেও দাড়িয়েই যেতে হবে কারন ফাঁকা সে তো কেবল ফাঁকা নয় ।
কিছু ক্ষণ পরে বুঝলাম বৃহস্পতি বার হওয়া স্বত্বেও আজ রাস্তা বেশ ফ্রি ।
ও হ্যাঁ তো আজ না আধা বেলা হরতাল .........।।
বনানী আসার পর দেখলাম কিছু হাতে লিখা পোস্টার ঝুলছে দেয়ালে , সুন্দর বন বাঁচাও ......।ব্লা ব্লা...।
যাই হউক আজ আধা বেলা হরতাল ছিল , আবার class ও ছিল সাথে সাথে রাস্তাও বেশ ফাঁকা ছিল ।
আজ কাল হরতাল , মানব বন্ধন ......। সব কিছুর defination এখন পরিবর্তন হয়ে গেছে ।
ঢাকায় বিপক্ষে হরতাল হলে , রামপালে মানবন্ধন হয় বিদ্যুৎ কেন্দ্রের পক্ষে ।
আর যত দোস সরকারের ।
আমরা ইসু বাহি জাতি , শুধু ইসু খুঁজি ।
এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ,
পরিবর্তন হয়েছে মানুষের বিবেচনার ।
ধন্যবাদ হরতালকারীদের , কারন তোমরা কিছু সময়ের জন্য হলেও দেশটাকে থমকিয়ে দেওয়ার চেষ্টা করেছ ।
কিন্তু আফসোস , আজ আমার ভার্সিটি খোলা ছিল ,দেশ চলেছে নিজের গতিতে , আর সব দোস বরাবরের মতোই পরেছে সরকার আর পুলিশের উপর ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.