নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফাইজুল হক

ফাইজুল হক , মা-বাবা ডাকে "জায়েদ" । দুই ছেলের বাবা । বড় ছেলেঃ নিষাত ত্বাকী (জন্মঃ ১৬ মার্চ ২০০৯) , ছোট ছেলেঃ নিনিত ত্বহা (জন্মঃ ২৫ অক্টোবর ২০১০) । আমার জন্ম- ১৮ মার্চ , বরগুনা জেলায় । বাবা - ডাঃ মোঃ জলফু মিয়া, মা - ফেরদৌসী হেনা । । এখন ঢাকায় স্থায়ী ভাবে থাকছি ।

ফাইজুল হক › বিস্তারিত পোস্টঃ

নিম্বু পানি সমাচার

০৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫৯

আমার ছোটো ভাই Faisal Kabir এখন ইন্ডিয়াতের কলকাতায় , যাদবপুর ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউটে রেডিও অনকোলোজির উপর একটা একাডেমিক প্রশিক্ষন নিচ্ছে ।আজ হঠাৎ ওর কথা মনে পরলো , আর ওর কথা মনে আসতেই আরএকটা জিনিসের কথামনে পরলো , তা হলো “নিম্বু পানি” ।

বেশ কয়েক বছর আগে আমি তখন ইন্ডিয়ায় ।ওখানে শিয়ালদহ এবং হাওড়া লাইনের বিভিন্ন স্টেশনে এমনকি চলমান ট্রেনেও দেখা মিলতো নিম্বু পানি ওয়ালাদের ( এখন কি অবস্থা জানিনা ) ।

আজকাল ঢাকা শহরের ফুটপাথে এই লেবু পানির শরবত ওয়ালাদের দেখা মেলে , যা আগে ছিলনা । এই গরমে নিম্বুপানি অর্থাৎ লেবু পানি শরীরের পক্ষে অবশ্যই উপকারী, তবে তা স্টেশন বা রাস্তাঘাটের নয় ।



এগুলো খেলে আন্ত্রিক,জন্ডিস,জিয়ার্ডিয়া ,টাইফয়েট – যে কোনও রোগই হতে পারে। এগুলো খাবেন না । বরং বাড়িতে পাতিলেবুর রসের শরবত খান। হজমে সাহায্য হবে , পুষ্টিও পাবেন।



ভূরিভোজের পর শেষ পাতে লেবু পানি চটকে খাওয়ার রেওয়াজ অনেকের বহুদিনের। লেবুতে থাকে সাইট্রিক এসিড, যা আমাদের পাকস্থলীর সোডিয়াম-পটাশিয়াম সহ নানা লবনের বিক্রিয়া করে ক্ষারধর্মী যৌগ সোডিয়াম সাইট্রেট বা পটাশিয়াম সাইট্রেট তৈরি করে। পাকস্থলীতে প্রধানত ক্ষরিত হয় হাইড্রোক্লোরিক এসিড। ঝালে ঝোলে অম্বলে খেলে এই এসিডের ক্ষরন বেড়ে গিয়ে অম্বল হতে পারে, গলা বুক জ্বলতে পারে।ক্ষারধর্মী সোডিয়াম সাইট্রেট বাড়তি এই হাইড্রোক্লোরিক এসিডের সংগে বিক্রিয়া করে তাকে নিউটিলাইজ করে অর্থাৎ বদহজম ঘটতে দেয় না।



এইভাবে লেবুর এসিড দিয়ে পাকস্থলীর অতিরিক্ত এসিড নাশ হয়, অনেকটা বিষে বিষ ক্ষয়ের মত। সো লেবুর পানির শরবত “নিম্বু পানি” লা জবাব । তবে সেটি হওয়া চাই বাড়িতে তৈরি , রাস্তা ঘাটের নয় । এবার আসসা মত ভূরিভোজ করেন আর নিম্বু পানি খান , নো এসিডিটি , নো ডক্টর !!

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৩

এম আর ইকবাল বলেছেন: ধন্যবাদ ।

০৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৩

ফাইজুল হক বলেছেন: ধন্যবাদ

২| ০৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২৮

সাদা রং- বলেছেন: আমার পিচ্ছির জন্য গ্লুকোন ডি নামক একটা পানীয় এনেছিল আমার এক আত্মীয়, ঐ পানীয়র ফ্লেভার ছিল নিম্বু পানি।

০৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৪

ফাইজুল হক বলেছেন: :)

৩| ০৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৬

ডরোথী সুমী বলেছেন: লেবুর শরবত। রাস্তারটা খাওয়ার চেয়ে না খাওয়া বেশি ভাল। বাসায় বানিয়ে নিতে পারলে আরও ভাল।

০৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৯

ফাইজুল হক বলেছেন: বাড়িতে তৈরি , রাস্তা ঘাটের নয়, সহমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.