![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওয়ালটন মানেই নতুন কিছু। নতুন কিছু মাত্রা। আর স্মার্টফোনের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ হওয়া ওয়ালটনের জন্য নতুন কিছু নয়।
কথা বলছি ওয়ালটনের নতুন স্মার্টফোন Walton Primo ZX3- নিয়ে। ওয়ালটন ডিভাইসটিকে সেলফি কিং বলে দাবী করছে। আর দাবীটা কতটুকু যুক্তিসংগত চলুন একটু আলোচনা করে নেই
Primo ZX3- ওয়ালটনের পূর্বের ZX এবং ZX2 এর সহোদার ভ্রাতা। তবে এই সিরিজটি পূর্বের চেয়ে আরো উন্নত এবং আরো শক্তিশালী। ২০১৭ সালে ওয়ালটনের ডিভাইস গুলোর মধ্যে এটাই এখন পর্যন্ত একমাত্র ফ্ল্যাগশিপ স্মার্টফোন। চলুন একটু জেনে নেই Primo ZX3-তে কি কি রয়েছে।
ডিভাইসটিতে রয়েছে ২.৫ গিগাহার্টজ অক্টাকোর প্রোসেসর, ৪ জিবি র্যাম, ৬৪ জিবি বিল্ট ইন রম, ৬” ফুল এইচ ডি ডিসপ্লে, ডুয়াল ক্যামেরা, ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, আল্ট্রা ফাষ্ট চার্জিং, ৪৫৫০ মিলি এ্যম্পিয়ার জায়ান্ট ব্যাটারি ইত্যাদি।
আপনারা যারা বড় ডিসপ্লের মোবাইল পছন্দ করেন তাদের জন্য Primo ZX3 অন্যতম প্রধান আকর্ষণ বলতে পারেন। ৬” ফুল এইচ.ডি ডিসপ্ল’র সাথে রয়েছে ২.৫ ডি কার্ভড গ্লাস। এছাড়া প্রোটেকশনের জন্য রয়েছে গড়িলা গ্লাস ৫।
সেলফি তোলার জন্য পাবেন ২০ মেগাপিক্সেল ম্যাসিভ সেলফি ক্যামেরা। এছাড়া সেলফি ক্যামেরার পাশে আরো রয়েছে ফ্ল্যাশ লাইট এবং প্রক্সিমিটি সেন্সর। এছাড়া আরো পাবেন সুপার ফাষ্ট বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। যা একই সাথে হোম বাটন হিসেবেও কাজ করবে।
ডিভাইসটির মেটাল আউটলুক ডিভাইসটির ফিনিশিং-কে করেছে আরো দৃষ্টি নন্দন।
ভলিউম রকার্স এবং পাওয়ার বাটন রয়েছে ডিভাইসের ডান পাশে উপর বরাবর। এছাড়া রিয়্যার প্যানেলে ওয়াল্টন ইউজ করেছে ডুয়াল ক্যামেরা। আর এটাই ওয়ালটনের প্রথম ডুয়াল ক্যামেরা স্মার্টফোন।
ডিভাইসটিতে রয়েছে ২.৫ গিগাহার্টজ অক্টাকোর প্রোসেসর, ৪ জিবি DDR R র্যাম এবং মালি টি৮৮০ জি.পি.ইউ।
রিয়্যার প্যানেলের ক্যামেরায় ওয়ালটন ব্যবহার করেছে PDAF ডুয়াল ক্যামেরা। যার ফলে অতি দ্রুত সাবজেক্ট-কে ফোকাস করা যায়।
ক্যামেরা ফাংশন গুলোর মধ্যে রয়েছে : Portrait Mode, Professional Camera Mode, Face Beauty, Slow Motion, Time-lapse, High Dynamic Range Mode (HDR), Panorama, Smart Scene, Night Mode, GIF, Card Scanner.
ডুয়াল ক্যামেরার মধ্যে পরের ক্যামেরাটি মনোক্রোম বা সাদা কালো যা ৫ মেগাপিক্সেল। নিচের ক্যামেরাটি ১৩ মেগাপিক্সেল যার এ্যাপাচার F2.0. এর ফলে লো-লাইটেও ভালো কোয়ালিটির ছবি তোলা যায়।
ডিভাইসটিতে রয়েছে ডুয়াল স্পিকার যা MAXX AUDIO System সাপোর্ট করে।
ডিভাইসটির পাওয়ার কনজাম্পশন নিয়ে ভাবছেন? টেনশনের কিছু নেই। ডিভাইসটিতে রয়েছে ৪৫৫০ মিলি এ্যম্পিয়ার নন রিমুভেবল ব্যাটারি।
ডিভাইসটির বেঞ্চমার্ক স্কোরও অনেক ইম্পুভড। ডিভাইসটির এ্যনটুটু স্কোর এসেছে ৬৫৬৯৮ এছাড়া গ্রাফিক্স নেনামার্ক স্কোর এসেছে ৬০.৯ এফ.পি.এস।
ডিভাইসটির মূল্য রাখা হয়েছে ৩৩,৯৯০ টাকা।
©somewhere in net ltd.