![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভক্তরা সব উন্মাদ তোর, ওরে বোকা সিদ্ধার্থ
ভগবান বলে তোকেও করেছে মূর্তিরূপে আবদ্ধ
মতবাদ তোর মানবতা আর আত্মাহীন তথাগত
এইসব দেখে গৌতম তুই হয়ে গেলি বোকা বুদ্ধ...
মানুষের তরে অকাতরে তুই, গেয়ে গেলি যেই গান
দুঃখ পেলেই মনটা শুধু, করতো যে আনচান
ভরা জোছনায় মধ্যনিশিথে, দেখলি কোন সে আলো
সংসার ছেড়ে নেমে গেলি পথে, মানুষেরে বেসে ভালো...
মূর্খেরা সব ভুলে গিয়ে তোর প্রাণহীন দেহ পূজেছে
তোর দেয়া বাণী-হিতোপদেশ ওরা কতটুকু কী বুঝেছে?
নির্বাণলাভে বোধিজ্ঞান দিলি আমরা নিরীশ্বর
নিজেও তুই জানিসনা কবে হয়ে গেলি ঈশ্বর !...
০৩/০৫/২০১৫
শুভ জন্মদিন বুদ্ধ
২| ০৫ ই মে, ২০১৫ দুপুর ২:১৫
ফয়সাল হিমু বলেছেন:
ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৩ রা মে, ২০১৫ সন্ধ্যা ৬:১০
জেন রসি বলেছেন: মূর্খেরা সব ভুলে গিয়ে তোর প্রাণহীন দেহ পূজেছে
তোর দেয়া বাণী-হিতোপদেশ ওরা কতটুকু কী বুঝেছে?
নির্বাণলাভে বোধিজ্ঞান দিলি আমরা নিরীশ্বর
নিজেও তুই জানিসনা কবে হয়ে গেলি ঈশ্বর !...
চমৎকার।
কবিতায় ++