নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফয়সাল হিমু

ফয়সাল হিমু › বিস্তারিত পোস্টঃ

প্রথম সবকিছু

১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪০

প্রথম স্কুলে যাবার দিন, প্রথম বার ফেল
প্রথম ছুটি হাওড়া থেকে ছেলেবেলার রেল
প্রথম খেলা লেকের মাঠে প্রথম ফুটবল
মান্না, পিকে, চুনির ছবি বিরাট সম্বল

প্রথম শেখা ইমন রাগ, প্রথম ঝাপতাল
প্রথম দেখা শহর জোড়া বিরাট হরতাল
প্রথম বার লুকিয়ে টানা প্রথম সিগারেট
প্রথম বার নিজামে গিয়ে কাবাব ভরপেট

এই শহর জানে আমার প্রথম সবকিছু
পালাতে চাই যত সে আসে আমার পিছু পিছু

প্রথম প্রেমে পড়ার পর সবাই পস্তায়
হন্যে হয়ে ক্লাস পালিয়ে ঘুরেছি রাস্তায়
প্রথম প্রেম ঘুচে যাওয়ার যন্ত্রণাকে নিয়ে
কান্না চেপে ঘুরেছিলাম তোমারই পথ দিয়ে

এই শহর জানে আমার প্রথম সবকিছু
পালাতে চাই যত সে আসে আমার পিছু পিছু

প্রথম দেখা লাল নিশান, মিছিল কলতান
প্রথম শোনা জনসভায় নেই ছামালো ধান
প্রথম দেখা তরুণ লাশ চলছে ভেসে ভেসে
দিন বদল করতে গিয়ে শহীদ হল শেষে

প্রথম দেখা ভিখারিনীর কোলে শহীদ শিশু
প্রথম দেখা আস্তাকুঁড়ে কোলকাতার যিশু
প্রথম দেখা দিন দুপুরে পুলিশ ঘুষ খায়
প্রথম জানা পয়সা দিয়ে সবই কেনা যায়

এই শহর জানে আমার প্রথম সবকিছু
পালাতে চাই যত সে আসে আমার পিছু পিছু

প্রথম যৌবনের শেষে মাঝ বয়সে আসা
গিটার নিয়ে গান ধরেছে আমার ভালোবাসা
প্রথম যৌবনের শেষে মাঝ বয়সে আসা
গিটার নিয়ে গান ধরেছে আমার ভালোবাসা
লজ্জা ঘৃণা রাগের পরে এটাও বুঝি থাকে
এটাই দেব তোমায় আর এই শহরটাকে...

কথা, সুর ও শিল্পীঃ কবীর সুমন

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:৪৫

চাঁদগাজী বলেছেন:


টেস্ট

২| ২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:৪৭

চাঁদগাজী বলেছেন:

জমজ ভালোবাসা'র উপর কমেন্ট:

ছাত্রী ও শিক্ষকের মাঝে প্রেমের প্লট খোঁজা হাউকাউ কাজ; কম বুদ্ধির গল্প

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.