নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমাকে খুঁজতে তুমি কোথায় যেতে চাও? আমি বৃষ্টির মাঠে নগ্ন একা ভিজি ....

ফয়সাল হিমু

আমাকে খুঁজতে তুমি কোথায় যেতে চাও? আমি বৃষ্টির মাঠে নগ্ন একা ভিজি....

ফয়সাল হিমু › বিস্তারিত পোস্টঃ

সেই দিন কি আর আছে চাচা? দিন বদলাইছে না?

৩০ শে মে, ২০১৩ বিকাল ৫:৪৫

চার বছর আগে যখন পেশা হিসেবে শিক্ষকতাকে বেছে নিয়েছিলাম, তখন স্বপ্নেও ভাবিনি আমার প্রায় শিশু ছাত্রছাত্রীরা আমাকে শিখিয়ে দেবে, "এই দিন দিন না, আরও দিন আছে।"

আমার টাশকি খাওয়া শুরু হল তখন, যখন দেখলাম আমার সদ্য ক্লাস সেভেন থেকে এইটে ওঠা ছাত্রীরা মুখের চেয়ে চোখে কথা বলতে বেশি পারদর্শী। ওরে, সে কি চাহনি! B:-) ভদ্রলোকের ছেলে পরিচয়টাকে বাঁচিয়ে রাখতে মোটামুটি হিমশিম খেতে হল। তারপরও আমি একজন টিচার, সম্ভবত এই বোধটুকুই "তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি" বলতে বাধ্য করেছিল। আফটার অল, আমিতো আর "আদাতসে মাজবুর" না! :P

মেয়েদের কথা পরে থাক, এরপর শুরু করলো ছেলে গুলো। "ক্লাস নাইনে উঠলে পোলাপানের পাখা গজায়" কথাটা আইডিয়াল স্কুলে পড়ার সুবাদে জানা ছিল। "পাখা গজানো কাকে বলে, কত প্রকার ও কি কি" এটা অল্প কয়দিনে শিখে গেলাম। পুরুষ মানুষের মান সম্মান ধুলায় মিশে যাওয়ার ভীতি নিয়ে খেয়াল করলাম ছেলেদের প্যান্ট নিচে নামছে তো নামছেই! (ইয়া মাবূদ) B:-) শার্টের বোতাম পেট পর্যন্ত নিজের দায়িত্ব পালনে সচেষ্ট, উপরের গুলোর বালাই নাই। মুখ থেকে দুধের গন্ধ দূর হয়নি এমন ছেলেদের মুখ থেকে সিগারেটের গন্ধ পেতে শুরু করলাম। মেয়েরা ততদিনে ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাস "In a relationship" দিতে শিখে গেছে।

এই পর্যন্ত ঠিক ছিল। কিন্তু আমি কি আর জানি আমাকে আমার ছাত্রছাত্রীরা "সেই দিন কি আর আছে চাচা? দিন বদলাইছে না?" শিখাতে বদ্ধ পরিকর? :(

সপ্তাহ খানেক আগে আমার এইচএসসির এক ছাত্র ফোন করে বলল, "ভাইয়া বাসা থেকে আব্বু আম্মু ব্যাপক প্যারা দিতেসে, তাই ভাবতেসি রানিয়াকে (আমারই এক ছাত্রী) বিয়ে করে রাখব, যাতে ফিউচারে প্রব্লেম না হয়। আপনি কি ধারে কাছে কোন কাজী অফিস চেনেন? সাক্ষী দিতে পারবেন?" অপারগতা জানিয়ে মনে মনে বললাম, "ক্ষ্যামা দে ভাই, টিচিং প্রফেশন আমার জন্য না। আল বিদা।" :(

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:০১

রাজন আল মাসুদ বলেছেন: ইয়ে মানে একটা টিউশনি দরকার ছিল প্রথমটার মত :P

৩০ শে মে, ২০১৩ রাত ১১:৪১

ফয়সাল হিমু বলেছেন: টিউশনির চেয়ে কোচিং সেন্টার এ পড়ালে ভবিষ্যৎ উজ্জ্বল হবে :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.