![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাকে খুঁজতে তুমি কোথায় যেতে চাও? আমি বৃষ্টির মাঠে নগ্ন একা ভিজি....
ঘুম প্রহরায় ক্লান্ত চোখ, আশাতীত ঘন নিঃশব্দ
শুনবে বলে প্রার্থনারত মৌন ইন্দ্রিয় এবং
বুনো ফুলের মৌতাতে আদিম পক্ষান্তরে নগ্ন উল্লাসে মত্ত
কোন নাগরিক কবির আকাংক্ষিত রাত নয়,
বরং শর্করা ও উদ্ভিজ প্রোটিন সমৃদ্ধ,
সহনীয় আলিঙ্গনের উষ্ণতা ছড়ানো,
নিতান্ত মধ্যবিত্ত রাত আজ।
এর মাঝে তুমি এলে!
একী তুমি?
নাকি তোমার চুল, নাক, আঙ্গুল, নিঃশ্বাসের ঝড়?
পরিচিত কণ্ঠার হাড়, নিদেনপক্ষে ঠোঁট?
সংশয়ে আক্রান্ত অলস মস্তিষ্ক যদি ভেবে নেয়
এর সবই তুমি-
তবে?
গলিত স্থবির ব্যাঙেরও প্রার্থনা
এক মুহূর্ত সময়,
আমার কি একটি রাত থাকতে নেই?
আমার একটি নিজের রাত হবে, যখন
তোমার অনাবিষ্কৃত সেইসব অঞ্চলে
পরিচালনা করব কাব্যিক দ্বিতীয় অভিযান।
মেয়ে, নাগরিক এ শব্দকুমোর বড় হিংস্র।
আসবে কি? সাহস হয়?
২১-০৮-২০১৩
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৮
ফয়সাল হিমু বলেছেন: ভালো লেগেছে জেনে আমারও ভাল লাগলো।
©somewhere in net ltd.
১|
১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:২৪
এহসান সাবির বলেছেন: ভালো লাগলো।