![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাকে খুঁজতে তুমি কোথায় যেতে চাও? আমি বৃষ্টির মাঠে নগ্ন একা ভিজি....
আমার ভাগ্নে রণ। বয়স দুই। "দুষ্টের শিরোমণি" কথাটার সার্থক উদাহরণ। জন্মের পর মাত্র এক দিন বয়সে ওর প্রথম অপারেশন হয় কিডনিতে। বাবা আমার, জন্মের সময় মারাত্মক কিছু জটিলতা নিয়ে জন্মেছিল। একে একে ওর চারটা অপারেশন হয়েছে, শেষ অপারেশনটাও হবে শীঘ্রই। অথচ কি বিপুল প্রাণশক্তি নিয়ে ও নেচে, গেয়ে, হেসে, খেলে, মেরে বড় হচ্ছে। দুই বছর বয়সের বেশিভাগটাই ওর হাসপাতালে ঘুরে ঘুরে কেটেছে; কিন্তু ওর গাওয়া রবীন্দ্র সংগীত শুনে কে বলবে এ কথা?
ওর ব্লাড গ্রুপ O-; কিন্তু বাংলাদেশের অসংখ্য মানুষের ভালবাসা গত চারটা অপারেশনে আমাদের O- গ্রুপের রক্ত যোগাড়ের ভয়াবহ সমস্যা টের পেতে দেয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রক্ত দরকার বলে একটা পোস্ট দিয়েছিলাম। সেই পোস্ট এতো সাড়া পাবে তা আমাদের ধারনার বাইরে ছিল। একটা সময় আমার সেলফোনে ৭৩ জন আগ্রহী রক্তদাতার ফোন নাম্বার ছিল, যারা শুধু ঢাকা ঢাকার আশ-পাশের এলাকা থেকে রক্ত দিতে পারতেন। অনেকে দেশের এবং দেশের বাইরের বিভিন্ন প্রান্ত থেকে রক্ত দেয়ার ইচ্ছা জানিয়েছিলেন। কেউ কেউ আর্থিক সাহায্য করার আগ্রহ জানিয়েছিলেন। অনেকে শুভ কামনা করে, আমাদের সাহস যোগানর জন্য এসএমএস পাঠিয়েছেন। কয়েক জন বাবা, মা তাদের হারিয়ে যাওয়া শিশুটির সাথে চেহারার মিল খুঁজে পেয়ে ফোন করে কেঁদে আমাদের ও তাদের বুক ভাসিয়েছেন। কিছু কিছু এসএমএস-এ এতো তীব্র শোক, ভালবাসা ছিল যে, প্রায়ই আমি চোখের পানি আটকে রাখতে পারতাম না। সামুর অনেক ব্লগার, বিশেষ করে জয় ভাই (জয় কবির ~স্বপ্নজয়~) জনসংযোগের জন্য যে পরিশ্রম করেছেন, তা বলে বোঝান যাবে না। ধন্যবাদ জানিয়ে তাঁদের ছোট করার দুঃসাহস আমার নেই। শুধু বলতে চাই, তারা সবাই আমাদের পরিবারে সব সময়ের জন্য গভীর শ্রদ্ধার একটি জায়গা ধরে রাখবেন।
সত্যিই ভাগ্নে আমার বড় ভাগ্যবান। তা না হলে এতো ভালবাসা কেউ পায়?
সর্বশক্তিমান স্রষ্টার কাছে প্রার্থনা - ও সারা জীবন যেন এভাবেই সবার ভালবাসা পেয়ে কাটাতে পারে; ভালবাসার ঋণ স্বীকার করতে পারে।
আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে...
০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩০
ফয়সাল হিমু বলেছেন: দোয়া করবেন ভাই। আগামী মাসে সম্ভবত ওর শেষ সার্জারি টা হবে।
২| ২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৭:২৫
ইমরাজ কবির মুন বলেছেন:
সে এখন আছে কেমন ?
২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৮:০৪
ফয়সাল হিমু বলেছেন: সে এখন আল্লাহ্র রহমতে ভাল আছে। শতভাগ সুস্থ হতে শেষ একটি সার্জারি দরকার হবে।
©somewhere in net ltd.
১|
০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৫
~স্বপ্নজয়~ বলেছেন: আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে...