নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমাকে খুঁজতে তুমি কোথায় যেতে চাও? আমি বৃষ্টির মাঠে নগ্ন একা ভিজি ....

ফয়সাল হিমু

আমাকে খুঁজতে তুমি কোথায় যেতে চাও? আমি বৃষ্টির মাঠে নগ্ন একা ভিজি....

ফয়সাল হিমু › বিস্তারিত পোস্টঃ

কেমন আছো, কষ্ট আমার?

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৯

কষ্ট- যাকে কিনা বলা হয় শুদ্ধতম মানবিক অনুভূতি। কারন, প্রতিটি কষ্টের পর স্বপ্নবাজ মানুষ স্বপ্ন দেখে সুসময়ের। কষ্ট নিয়ে মাতামাতি সমাজের সব স্তরের মানুষেরই আছে। এটা এমনই এক সার্বজনীন এবং সাম্যবাদী মানবিক অনুভূতি, যার অভিজ্ঞতা নেই এমন কোন সৃষ্টি নেই। ছোটবেলায় শুনতাম- বই-খাতার পৃষ্ঠা ছেড়া উচিত না, এতে নাকি ওরা কষ্ট পায়। গাছের ডাল ভাঙতে নেই, গাছ কষ্ট পায়। কোরবানির গরুকে লাঠি দিয়ে মারা যাবেনা- গরু কষ্ট পায়। বারান্দার জঞ্জালে বাসা বাঁধা চড়ুইয়ের বাচ্চা ধরা যাবেনা, মা চড়ুইও কষ্ট পায়। মূল কথা হচ্ছে, কষ্ট সবাই পায়, কিংবা পেতে চায়, পেতে হয়তো ভালও বাসে।



কষ্ট নিয়ে মাতামাতির বিভিন্ন রুপ আছে। সকল মহৎ শিল্প, সৃষ্টির উৎস নাকি কষ্ট। রিকশাচালক আইজুদ্দিন ছেড়ে যাওয়া বউয়ের বিরহে কষ্ট পায়, কবি হেলাল হাফিজ কষ্টের ফেরি করে বলেন-"কষ্ট নেবে কষ্ট? হরেক রকম কষ্ট আছে", আইয়ুব বাচ্চু গানে গানে বলেন - "আমি কষ্ট পেতে ভালবাসি", কবি শেলী কষ্টকে অনুধাবন করে চরম আশাবাদী প্রশ্ন করেন - "O Wind, If Winter comes, can Spring be far behind?" এমনকি আমার জীবনবোধহীন আক্ষরিক অর্থেই গাড়ল বন্ধুটিও সারাদিন শেষে একটা গোল্ড লিফ ধরিয়ে উদাস গলায় বলে -"ধুর! এতো কষ্ট, আর পারি না।"



তারপরও, আমরা কি জানি আসলে কষ্ট কী?



ক্ষুদ্র এক জীবনের সবচেয়ে বড় কষ্টটা কী? সম্ভবত সবচেয়ে প্রিয় মানুষের দেয়া কষ্ট। এই কষ্ট গুলো অনেকটা ঘায়ের মত। সময়ের সাথে সাথে ঘা-টি শুকিয়ে যায়, শুধুমাত্র আবারও কাঁচা হওয়ার জন্য। কোন নির্দিষ্ট রুটিন নেই, সময়-অসময় নেই, হুট করে শুকিয়ে যাওয়া ঘা আবার জেগে ওঠে, আগের চেয়েও শক্তিশালী হয়ে, আরও বেশি যন্ত্রণা দেয়ার জন্য।



কিছু কিছু সৌভাগ্যবান মানুষের জীবনে কোন কষ্টই থাকেনা। তারা আর কিছু না পেয়ে করে কষ্টবিলাস, এক ধরনের অপ্রাসঙ্গিক অশালীন ফ্যাশন, যা প্রকৃতপক্ষে "কুমারী বেশ্যার" মত, অস্তিত্ব নেই, শুধু কল্পনা করা যায়।



তবু কষ্টই সব আবেগকে ধারন করে, লালন করে, আত্মপ্রকাশ ঘটায় মহৎ মানবিক আবেগের, সৃষ্টিশীলতার। তাই হয়তো আমরা সব কিছুতেই কষ্ট খুঁজি, এটা আমাদের মজ্জাগত- প্রচণ্ড আনন্দের মুহূর্তেও আমরা কেঁদে ফেলি। তাই, আমাদের মনে যতো কষ্ট আছে, সযত্নে লালিত, গোপনতম, একান্ত নিজস্ব - তারা সকলেই বেঁচে থাক, জয় হোক কষ্টের।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০০

রাজন আল মাসুদ বলেছেন: "ক্ষুদ্র এক জীবনের সবচেয়ে বড় কষ্টটা কি?
সম্ভবত সবচেয়ে প্রিয় মানুষের দেয়া কষ্ট। এই কষ্ট গুলো অনেকটা ঘায়ের মত। সময়ের সাথে সাথে ঘা-টি শুকিয়ে যায়, শুধুমাত্র আবারও কাঁচা হওয়ার জন্য। কোন নির্দিষ্ট রুটিন নেই, সময়-অসময় নেই, হুট করে শুকিয়ে যাওয়া ঘা আবার জেগে ওঠে, আগের চেয়েও শক্তিশালী হয়ে, আরও বেশি যন্ত্রণা দেয়ার জন্য।"

হ্যাটস অফ।

১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৫

ফয়সাল হিমু বলেছেন: রাজনদা, তোমার কাছ থেকে এই রেসপন্স আমার জন্য অনেক কিছু।
থ্যাংকস ম্যান।

২| ০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০০

রবি কিরণ বলেছেন: তাত্ত্বিক ভাবে বলতে গেলে যা সুখের নয় তাই কষ্টের।
মানুষের জীবনটাই কষ্টে মিলে মিশে একাকার।
পোস্টের জন্য ধন্যবাদ।

১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৮

ফয়সাল হিমু বলেছেন: আমি ঠিক একথাটিই একটু সহজ ভাবে বলতে চেয়েছি। পোস্টটা পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.