নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমাকে খুঁজতে তুমি কোথায় যেতে চাও? আমি বৃষ্টির মাঠে নগ্ন একা ভিজি ....

ফয়সাল হিমু

আমাকে খুঁজতে তুমি কোথায় যেতে চাও? আমি বৃষ্টির মাঠে নগ্ন একা ভিজি....

ফয়সাল হিমু › বিস্তারিত পোস্টঃ

আমিও একদিন মানুষ ছিলাম

১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৬

আমি তোর সাথে কাল কথা বলব,

কিংবা পরশু, এরপর প্রতিদিন নিয়ম করে।



শুধু আজ নয়।



আজ অনেক দিন পর উত্তরী হাওয়া এলো।

আজ অনেক দিন পর বিষণ্ণ হলাম।

আজ অনেক দিন পর ক্লান্ত হলাম।

আজ অনেক দিন পর মনে হল -



আমিও একদিন মানুষ ছিলাম।



আমি মানুষ ছিলাম ভেতরে ও বাহিরে।

আমি মানুষ ছিলাম মেধা ও মননে।

আমি মানুষ ছিলাম আড্ডায় ও প্রতিবাদে।

আমি মানুষ ছিলাম সাদায়, কালোয় এবং অন্যান্য বর্ণে -



রঙ, এমনকি বেরঙেও!



আমি হাসতাম, গাইতাম, ক্রুদ্ধ হতাম।

আমার গালি ছিল, বুলি ছিল, মাইনাস পাওয়ারের চশমা ছিল,

একটা চে টি-শার্ট আর নারী ছিল,

চুমু ছিল, চুরি ছিল,

ক্লান্তি, অভিশাপ আর ভ্রান্তিও ছিল।



তখন আমি মানুষ ছিলাম।



আজ আমি কোন কথা বলব না-

আজ রাত ঐতিহাসিক আত্মখনন,

আজ রাত আমার প্রিয় নস্টালজিয়া।



আজ অনেক দিন পর মনে পড়ল-



এক কালে আমি মানুষ ছিলাম।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১১

টিপু বলেছেন: ভালো লাগলো।

১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৪

ফয়সাল হিমু বলেছেন: ধন্যবাদ।

২| ১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩০

রাজন আল মাসুদ বলেছেন: জীবনে একটা কবিতা লিখতে পারলেও নিজেরে স্বার্থক মনে করতাম। লিখে যাও হিমু লিখে যাও। নিজের জন্যই লিখে যাও।

১৩ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৬:১৬

ফয়সাল হিমু বলেছেন: রাজনদা, তুমি তোমার "আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা" এই একটা সিরিজ লিখেই স্বার্থক হয়ে গেছ।

৩| ২৭ শে নভেম্বর, ২০১৪ ভোর ৫:০৪

মহান অতন্দ্র বলেছেন: ভালো লাগলো। বেশ কবিতা খানা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.