![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাকে খুঁজতে তুমি কোথায় যেতে চাও? আমি বৃষ্টির মাঠে নগ্ন একা ভিজি....
"স্বর্গের দাসত্ব অপেক্ষা নরকের রাজত্ব উত্তম" - সুপ্রাচীন কাল হইতে এই উক্তি খানি আপন অন্তঃকরণে লালন করিয়া আসিয়াছি। যথেষ্ট অভিজ্ঞতা সঞ্চয়ের পর এই অধম আপন এক রাজত্ব প্রতিষ্ঠা করিয়াছে, যাহাকে নরক বলিলে সত্যের কিছুমাত্র অপলাপ হইবে না। তথাপি আজিকের বক্তব্য এই যে, এই নরকখানি আমার অতীব আপন, একান্ত নিজস্ব; যাহা অসত্য, ভণ্ডামি, পাপ, অভিনয়, অন্ধকারাচ্ছন্নতা এবং নানাবিধ অশালীন কর্মকাণ্ডে পরিপূর্ণ। তাহাতে আমার বিন্দুমাত্র হতাশা নাই, বরং অপ্রাসঙ্গিক কিছু আত্মপ্রসাদের উপকরণ আমি আমার এই কালো রাজ্য হইতে সংগ্রহ করি। ইহা আমার, ইহা আমার সম্পত্তি, ইহা আমার সম্পদ। আমার এই রাজ্যের প্রজাদের আমি ভালবাসি ও ঘৃণা করি; সুতীব্র গরলে হত্যা করি, অতঃপর আমিই জীবনদায়িনী প্রাণসুধা দান করি। ইহাই আমার শাসনের কৌশল। আমি এই রাজ্যের এক নায়ক, সকলই আমার অভিলাষাধীন। সুতরাং, যে সকল অর্বাচীন আমার অনুগ্রহপ্রাপ্ত প্রজা হইবার পরও তাহাদের প্রভুর বিরুদ্ধাচরণ করিবে তাহাদের জন্য সতর্কবাণী - কোন অবস্থাতেই আমার বিরুদ্ধাচরণ করিবে না। জানিয়া রাখো, আমি আমার রাজত্বের একক অধিপতি, আমার বিরুদ্ধে বিদ্রোহের শাস্তি ভয়ংকর। তথাপি ইহা আমার আত্মপ্রসাদ এবং তোমাদিগের সৌভাগ্য যে, আমি তোমাদের আমার দুষ্প্রাপ্য অনুগ্রহ দান করিতেছি, দান করিতেছি শেষ একটি সুযোগ। আমার রাজত্বের দক্ষিণতম প্রান্তে একটি সুদৃশ্য তোরণের অবস্থান, যাহার বাহিরে হাস্যকর আলো রাজ্য। তোমাদিগের প্রতি আমার আহ্বান- অনতিবিলম্বে আমার রাজ্য ত্যাগ করো এবং আলো রাজ্যে আত্মগোপন করো, কেননা আমার রাজ্যে ক্ষমা নামক অস্বস্তিকর গঞ্জিকাধূম্রের কোন স্থান নাই।
©somewhere in net ltd.