নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমাকে খুঁজতে তুমি কোথায় যেতে চাও? আমি বৃষ্টির মাঠে নগ্ন একা ভিজি ....

ফয়সাল হিমু

আমাকে খুঁজতে তুমি কোথায় যেতে চাও? আমি বৃষ্টির মাঠে নগ্ন একা ভিজি....

ফয়সাল হিমু › বিস্তারিত পোস্টঃ

শেষ চিঠি

২১ শে জুন, ২০১৪ বিকাল ৫:২৫

আজ সারাদিন বৃষ্টি মেখে ক্লান্ত হলাম।

আর এ সুযোগে দারুন অভিমানী

দ্বিতীয়বার এই জীবনে, কিংবা আজ বহুদিন পর

ঘুমের আড়ালে ধরা দিলে তুমি।

রমণীয় কোমলতায় তুমি বিভোর

ভীষণ দেখলাম আজ আরও একবার।



অনুভবের আকাঙ্ক্ষা ছিল আমার অস্তিত্ব।

সুপ্রাচীন ফাঁদে পা দিয়ে তুমি জানালে,

অবশেষে জানলাম-

আমি আজও প্রাগৈতিহাসিক ফসিলের মত

কোমল পাথরের ভাজে ভাজে লুকোনো

অবশ কোন স্মৃতি, অবসন্ন মৌতাত।

মুহূর্তের বিহ্বলতায় আরও একবার

হল যন্ত্রণাগ্রস্ত আত্মখনন।

আবার নিজেকে চিনলাম-

নিজের প্রতিচ্ছবির সামনে দাঁড়িয়ে

দেখলাম আজও প্রতিচ্ছবির কব্জায়

কৈশোরের প্রথম জলজ ফুল।

দেখলাম চরাচর বিস্তৃত বৃষ্টিতে

শীতল শৈশবে আমি।

এই বৃষ্টি, এই ফুল, এই শৈশব ও কৈশোর

এর সবই আমার, এর সবই আমি।

বড় আবেগী এই বৃষ্টি, বড় অভিমানী এই ফুল,

অসহনীয় অবসাদে জর্জরিত,

আকণ্ঠ নিমজ্জিত শিশুতোষ ভালবাসায়

সিক্ত এ কৈশোর। এমনকি আজও!



মেয়ে, আমি মহাবীর, শক্তিমত্ত সমরজয়ী,

আমি তীক্ষ্ণ কৌশলী, যুদ্ধ বড় ভালবাসি আমি।

তাই আবার নিজেকে ভোলার যুদ্ধে নেমেছি।

এতেই আমি মহিমান্বিত, যুদ্ধেই আমার শান্তি।

তাই, ভুলে যেও কাব্য, ভুলে যেও নাগরিক কবি।



ঘুমপরী, তোমার কাছে এ আমার শেষ চিঠি।







("চিঠি" শিরোনামের শেষ কবিতা। আর চিঠি লেখা হবে না। এই সিরিজের বাকি দু'টো কবিতা -



দ্বিতীয় চিঠি - Click This Link



চিঠি - Click This Link

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০১৪ বিকাল ৫:৪৩

রাইসুল সাগর বলেছেন: ঘুম পরীর কাছে লিখা শেষ চিঠি ভালো হইছে। শুভকামনা জানিবনে নিরন্তর।

২১ শে জুন, ২০১৪ রাত ৯:০৩

ফয়সাল হিমু বলেছেন: ধন্যবাদ।

২| ২১ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬

বেপরোয়া বেদুঈন বলেছেন: বেশ রোমান্টিক ।

২১ শে জুন, ২০১৪ রাত ৯:০৪

ফয়সাল হিমু বলেছেন: তাই নাকি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.