নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমাকে খুঁজতে তুমি কোথায় যেতে চাও? আমি বৃষ্টির মাঠে নগ্ন একা ভিজি ....

ফয়সাল হিমু

আমাকে খুঁজতে তুমি কোথায় যেতে চাও? আমি বৃষ্টির মাঠে নগ্ন একা ভিজি....

ফয়সাল হিমু › বিস্তারিত পোস্টঃ

কিভাবে একা একা সাইকেল চালানো শিখবেন

১১ ই অক্টোবর, ২০১৫ রাত ১:৫৯

সাইকেল চালাতে শেখার জন্য সাধারণত দুইজন লাগে- একজন শেখাবে আর আরেকজন শিখবে। কিন্তু একা একা সাইকেল চালাতে শেখাটাও অসম্ভব না। আমি নিজেই একা একা শিখেছি। এক বন্ধু পড়াশোনার জন্য দেশের বাইরে গিয়ে পড়েছে বিপদে; ওর শহরের কমন ট্রান্সপোর্ট হচ্ছে সাইকেল অথচ ও সাইকেল চালাতে পারে না। অন্যান্য ট্রান্সপোর্ট যা আছে তার খরচ ছাত্রদের নাগালের বাইরে। ওকে একা একা সাইকেল চালাতে শেখার কিছু সাজেশন দিতে গিয়ে মনে হল লিখে ফেলি, অনেকেরই কাজে লাগতে পারে, স্পেশিয়ালি মেয়েদের। কারন মেয়েরা অনেক ক্ষেত্রেই ছেলেদের কাছে সাইকেল চালাতে শিখতে আনইজি ফিল করে। আর আমাদের দেশে, বিশেষ করে ঢাকায় এতো কম মেয়ে সাইক্লিং করে যে একজন মেয়ে ট্রেইনার খুঁজে পাওয়া খুব সহজ নয়।

সাইকেল চালাতে শেখার সময় সাইকেলের সাথে শরীর ও মন এ দুইয়েরই ব্যালেন্স করতে হয়। এখানে আমি মানসিক দিকটাকেই এগিয়ে রাখবো।

(১) মানসিক দিক- ভয় দূর করুন, ধৈর্য ধরুন ও আত্মবিশ্বাসী হউনঃ
----------------------------------------------------------------------
আছাড় না খেয়ে, হাত-পা না ছিলে এবং ব্যাথা না পেয়ে কেউ সাইকেল চালাতে শিখেছে এমনটা জানা নেই। তাই পড়ে যাবেন- মন থেকে এই ভয় দূর করুন। সাইকেল চালাতে শেখার সময় আপনি পড়ে যাবেনই। ভয় পেলে আরও বেশি পড়ে যাবেন। তাই এই ভয় মন থেকে যতোটা পারা যায় বিদায় করুন। সেফটি গিয়ার যেমন, নী-গার্ড, এলবো-গার্ড, হেলমেট এবং গ্লাভস্‌ ব্যবহার করুন। এগুলো আপনাকে মেজর ইনজুরি থেকে বাঁচাবে। ঢাকার বংশালে এগুলো মোটামুটি কম দামেই পাওয়া যায়।
ধৈর্য ধরুন। আপনাকে সাইকেল চালাতে শেখার সময় একই কাজ বারবার করতে হবে। তাই ধৈর্য হারালে চলবে না। এখানে আত্মবিশ্বাসের ব্যাপারটাও চলে আসে। ধৈর্য হারিয়ে, পড়ে গিয়ে, ব্যাথা পেয়ে আপনি ভাবতে পারেন এই জিনিস আপনাকে দিয়ে হবে না। এটা ভাবার একদমই কোন কারন নেই। মনে রাখবেন বানর এবং কুকুরকে ট্রেনিং দিলে তারাও সাইকেল চালাতে পারে। আপনি এদের চেয়ে অনেক উন্নত প্রাণী। আর আমি এখানে যে পদ্ধতির কথা বলব তা ঠিকঠাক অনুসরণ করলে আপনার একা একা সাইকেল চালাতে শিখতে বড়জোর দুই দিন লাগবে। নাহলে পোস্ট ডিলিট। এই তিনটি ব্যাপারে আপনি পজিটিভ থাকলে আপনার সাইকেল চালাতে শেখা অর্ধেকের বেশি শেষ। বাকি কাজ জলবৎ তরলং।

(২) শারীরিক দিক - ছয়টি গুরুত্বপূর্ণ ধাপঃ
----------------------------------------------
এ পর্যায়ে এসে আমরা ছয়টি ছোট ছোট ছোট ধাপ অনুসরণ করব। ভয়ের কোন কারন নেই। এগুলো অতি সহজ।

(ক) সাইকেলের স্যাডল বা সিটের উচ্চতা এমনভাবে অ্যাডজাস্ট করুন যেন আপনি তার ওপর বসে মাটিতে পা রাখার পর হাটু সামান্য বেঁকে থাকে। খুব বেশি বেঁকে থাকলে প্যাডল করতে সমস্যা হবে। পা একদম সোজা হয়ে থাকলে ব্যালেন্স করতে কষ্ট হবে।

(খ) কোন হাতে কোন চাকার ব্রেক তা খেয়াল করুন। সাধারণত ডান হাতে সামনের চাকার আর বাম হাতে পেছনের চাকার ব্রেক থাকে। প্রাথমিক অবস্থায় আপনি শুধু পেছনের চাকার ব্রেক ব্যবহার করবেন।

(গ) এবার স্যাডলে বসে পা দিয়ে সামনে আগানোর চেষ্টা করুন, অনেকটা "সাইকেলে চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল" এর মতো।

চোখ প্যাডলের দিকে না রেখে সামনের দিকে রাখুন। সাইকেল থামানোর জন্য সবসময় ব্রেক ব্যবহার করুন। স্যাডলের ওপর আপনার কোমর সোজা রাখুন।

(ঘ) পায়ে ঠেলে যখন সাইকেলের স্পীড জোরে হাঁটার চেয়ে একটু বেশি হবে তখন পা মাটি থেকে সামান্য ওপরে তুলুন যাতে পড়ে যেতে নিলে পা দ্রুত নামিয়ে ফেলতে পারেন। খেয়াল করুন পা মাটিতে না লাগিয়ে আপনি কতোটা দূর পর্যন্ত যেতে পারেন। যত দূরে যেতে পারবেন ততোই আপনার ব্যালেন্স ভাল হবে।

(ঙ) যখন দেখবেন পা মাটিতে না নামিয়ে অন্তত ১৫-২০ হাত আগাতে পারছেন তখন এক পা প্যাডলে দিয়ে আরেক পা দিয়ে ধাক্কা দিয়ে স্পীড তুলে একই রকম প্র্যাকটিস করুন। আপনি ডান হাতি হলে ডান পা প্যাডলে রাখুন, বাম হাতি হলে বাম পা। এতে ব্যালেন্স করতে সুবিধা হবে।

(চ) এভাবে অভ্যস্ত হয়ে গেলে এবার দু'পাই প্যাডলে তুলে দিন এবং আস্তে আস্তে প্যাডল করার চেষ্টা করুন।

এ পর্যায়ে এসে আপনি আছাড় খাবেন এটা নিশ্চিত। সাফল্যের সাথে চার-পাঁচবার আছাড় খেতে খেতেই সাইকেল চালানো শিখে যাবেন।

সতর্কতা ও আরও কিছু পরামর্শঃ
------------------------------------
সাইকেল চালাতে শেখার সময় খুব বেশি ঝামেলা না হলে গ্যাপ না দেয়াই ভাল। আর শেখার পর প্রথম প্রথম শরীরের বিভিন্ন জায়গায় আঘাত না পেলেও ব্যাথা হয়। এটা খুবই নরমাল। দুই-একদিন পর এমনিতেই চলে যায়। সাইকেল চালাতে শিখেই যানবাহন বহুল রাস্তায় উঠে যাওয়া আর সুইসাইড করা বেসিক্যালি একই কথা। অন্তত দশটি দিন কম যানবাহন চলে এমন রাস্তায় প্র্যাকটিস করুন। ট্র্যাফিক আইন সম্পর্কে জানুন। রাস্তায় হাত ব্যবহার করে সিগন্যাল দেয়া শিখুন। এ বিষয়ে যারা রেগুলার সাইক্লিং করে তাদের কাছে পরামর্শ নিন। সম্ভব হলে তাদের সাথে সাইকেল চালান। এটি করলে অনেক কিছু শিখতে পারবেন। পুরোপুরি অভ্যস্ত হয়ে গেলে স্যাডলের হাইট আপনার উচ্চতার সাথে আবার অ্যাডজাস্ট করে নিন। এতে সাইকেল চালাতে সুবিধা হবে এবং ঘাড়, হাত, পিঠ ও কোমরের ব্যাথা থেকে রেহাই পাবেন। চালাতে শেখার পরও সেফটি গিয়ার ব্যবহার করবেন। এই বিষয়ে কোন ছাড় দেয়া যাবেনা।

সাইক্লিং এর রোমাঞ্চকর জগতে আপনাকে আমন্ত্রণ।

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০১৫ রাত ৩:৫৩

চলন বিল বলেছেন: এসব বাচ্চাকালেই শিখতে হয়, পরে আর হবে না

১১ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:৫৫

ফয়সাল হিমু বলেছেন: শেখার কোনো বয়স নাই ভাই।

২| ১১ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:১০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব চমৎকার পোস্ট। ভালো লাগল। অভিনব ব্যাপার। অনলাইনে এর আগে সাইকেল চালানোর ব্যাপারে লিখতে আমি ব্যক্তিগতভাবে দেখিনি।

১১ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:২৯

ফয়সাল হিমু বলেছেন: থ্যাঙ্ক ইউ। আমি খুঁজে পাইনি, তাই ভাবলাম নিজেই লিখে ফেলি।

৩| ১১ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন:



সাইকেল চালানো শিখতে আমরা ছোটকালে অনেক চেষ্টা করেছি এবং সফলও হয়েছি। কোন নিয়ম নীতির তোয়াক্কা করিনি। ধন্যবাদ।



ভালো থাকবেন নিরন্তর।

১১ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৬

ফয়সাল হিমু বলেছেন: ছোটবেলায় কেউই নিয়ম নীতির তোয়াক্কা করেনা। এটা বড় বেলার জন্য লেখা। আপনিও ভাল থাকবেন।

৪| ১১ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০১

কয়েস সামী বলেছেন: Shikchi. Kaje lagbe.

১১ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:১৭

ফয়সাল হিমু বলেছেন: কাজে লাগার কথা। আমি এভাবেই শিখেছি।

৫| ১১ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০২

নাবিক সিনবাদ বলেছেন: আমিতো আগেই শিক্ষাইলছি।

১১ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২৭

ফয়সাল হিমু বলেছেন: অভিনন্দন।

৬| ১১ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৩

সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।

প্রিয়তে রাখলাম। ভালো লাগা রইলো। প্লাস।

১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১:১১

ফয়সাল হিমু বলেছেন: অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

৭| ১১ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:১৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সাঁতার আর সাইকেল চালনা নাকি একবার শিখলে জীবনেও ভুলেনা ।
সুতরাং এ দুটি জিনিস আজীবনের জন্য একবারেই শিখে নেয়া ভাল ।

১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১:১২

ফয়সাল হিমু বলেছেন: একদম ঠিক।

৮| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ৩:১৭

শহুরে আগন্তুক বলেছেন: দেশে পাওয়া যায় এমন সাইকেলগুলোর ব্যাপারে একটা পোস্ট চাই, সাশ্রয়ী মূল্যের মানসম্মতগুলোকে ফোকাস করে দোষ - গুনের বিস্তারিত সহ :)

১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ৩:৩৯

ফয়সাল হিমু বলেছেন: বিপদে ফেলে দিলেন ভাই। :(

৯| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:১৫

কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর পোস্ট । তবে আমি পারি ।

১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ৩:৪২

ফয়সাল হিমু বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.