![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাকে খুঁজতে তুমি কোথায় যেতে চাও? আমি বৃষ্টির মাঠে নগ্ন একা ভিজি....
আমি অপেক্ষা করছি শীতের।
এ নগর পরাজিত হবে,
ধোঁয়াশায় ঢেকে যাবে যাবতীয় অলি-গলি,
মুমূর্ষু নাগরিকেরা
"চেষ্টা করলে ভালবাসা যায়" জাতীয়
রাজনৈতিক আশ্বাসে
আগুন জ্বেলে, মেলে দেবে হাতের আঙ্গুল,
খোঁজ করবে আরাধ্য উষ্ণতার ...
এরকম পরাজিত নগরে
মৌতাতের আয়োজন নিয়ে ভোরবেলায়
পথে নামবো। প্রতিটি রাজপথে এঁকে দেব
পুরনো অক্সফোর্ড শ্যু এর ছাপ-
হেঁটে হেঁটে তোমার গল্পের সাথে
আমার গল্প মিশে গিয়ে
জন্ম নেবে নতুন গল্প;
তোমার - আমার, আমাদের!
যাবে? হাঁটবে আমার সাথে?
কাম-বাসনার, ভালবাসার কিংবা
আজীবনের সঙ্গী নাহয় না হলে;
এই অদ্ভুত গল্পের নায়িকা হও?
১৩ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:১২
ফয়সাল হিমু বলেছেন: থ্যাঙ্ক ইউ, ভাই।
২| ১২ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:০৯
এম ইসলাম বলেছেন: দারুণ সুন্দর !
১৩ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:১৩
ফয়সাল হিমু বলেছেন: থ্যাঙ্ক ইউ। ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
১২ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:০০
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।