নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমাকে খুঁজতে তুমি কোথায় যেতে চাও? আমি বৃষ্টির মাঠে নগ্ন একা ভিজি ....

ফয়সাল হিমু

আমাকে খুঁজতে তুমি কোথায় যেতে চাও? আমি বৃষ্টির মাঠে নগ্ন একা ভিজি....

ফয়সাল হিমু › বিস্তারিত পোস্টঃ

নাগরিক কবির ডায়েরিঃ আমি একটা কৃষক হইতে পারতাম

০৩ রা মার্চ, ২০২১ বিকাল ৩:০১

...আমি খুব সাধারণ একটা কৃষক হইতে পারতাম। ভোরবেলা ঘর থেকে বের হইতাম, বীজতলায় ধানের চারা তুলতাম, in the meantime জমিটার মধ্যে লাঙ্গল দিয়ে জমিটা ভাঙতাম, বৃষ্টিতে ভিজে মাটি চকলেটের মত নরম হয়ে গেলে মই দিয়ে দিয়ে এটারে আরও মোলায়েম বানাইতাম।

রোদে পুড়তাম, সারাদিন হালের বলদ গুলিকে অকথ্য গালিগালাজ করতাম, আশে পাশের ক্ষেতের মানুষগুলির সাথে টিটকারি মারতাম, নারিকেলের হুক্কায় গুড়গুড় শব্দ করে তামুক ভাগ করে খাইতাম।

সবাই তো ভাত খাই, একটা চাল ভাত হয়ে হাতে আসার আগে প্রতিটা ধানের গল্প কি আমরা জানি? যে মানুষ নিজের জন্মানো ধানের ভাত খায়, তাঁর গর্বের অনুভূতিটা কি আমরা জানি?

জীবনটা সাধারণ হইতে পারত। গভীর রাতে ভয়ংকর কোন কারণে ঘুম না ভেঙ্গে, ঘুম ভাঙ্গার কারণ হইতে পারত - গাভীন গাইটা বিয়াইতেছে। কুপি জ্বালায়ে আমার মা গাইটারে বিয়াইতে সাহায্য করতেছে, আহারে বড় ভালো গাই, ঘরের লক্ষ্মী গাই...

ভোর হইত। সকালের নরম আলোয় দেখতে পাইতাম সাদা খয়েরি মিক্সড কালারের একটা নরম ষাড় বাছুর জীবনে প্রথম বার নিজের পায়ে দাঁড়ানোর অভিজ্ঞতায় অভিভূত! গাইটাও উঠে দাঁড়াইছে। বাছুরটার গা চাটতেছে।

জীবনটা খুব সাধারণ হইতে পারত। আমার একটা দাদী থাকতে পারত, নাকে নথ পরা কম বয়েসি একটা গোলগাল আলু আলু বউ থাকতে পারত, যারে আমার দাদী পারতপক্ষে আমার কাছে ঘেসতে দেয় নাই। মাইয়াটা এখনো বড় হয় নাই। তার পাঁঠার মতো নাতির হাতে এখনই এরে ছেড়ে দেয়া ঠিক হবে না।

জীবনটা স্বস্তির হইতে পারত। ধান লাগানর পর যখন কাজ থাকে না, তখন বইসা বইসা বড়শি দিয়া মাছ মারতে পারতাম। মাছ না লাগলে ছয় ব্যাটারির শখের রেডিও ছাইড়া গামছা মাথার তলে দিয়া মাচার মধ্যে ঘুমায় পড়তে পারতাম। রেডিওতে গান বাজতে পারত -

হাইলা লোকের লাঙ্গল বাঁকা
জনম বাঁকা চান্দ রে জনম বাঁকা চান্দ ...

আহারে! জীবনটা অতি সাধারণ, কিন্তু জীবন হইতে পারত!

মন্তব্য ২৮ টি রেটিং +১/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০২১ বিকাল ৩:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ২০২০ সালে কোনো পোস্টই দেন নি

০৩ রা মার্চ, ২০২১ বিকাল ৪:৫৫

ফয়সাল হিমু বলেছেন: ২০২০ সাল... এতো কিছু হয়ে গেছে এই বছরে ... আর লেখাই হয় নি। এই লেখাটা অবশ্য ২০২০ সালেরই ....

২| ০৩ রা মার্চ, ২০২১ বিকাল ৩:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: জীবন সাধারণ করে নিলেই হয় কঠিন না করে। ভালো লাগলো লেখা

০৩ রা মার্চ, ২০২১ বিকাল ৪:৫৬

ফয়সাল হিমু বলেছেন: জীবনকে শখ করে কেউ কঠিন করে না বোধহয়। ধন্যবাদ।

৩| ০৩ রা মার্চ, ২০২১ বিকাল ৪:৪৯

চাঁদগাজী বলেছেন:



এখন আপনার পেশা কি?

০৩ রা মার্চ, ২০২১ বিকাল ৪:৫৭

ফয়সাল হিমু বলেছেন: আমি এখন একটা অনলাইন এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্মে কাজ করছি।

৪| ০৩ রা মার্চ, ২০২১ বিকাল ৪:৫৮

মিরোরডডল বলেছেন:

এখন হতে বাধা কোথায় !


০৩ রা মার্চ, ২০২১ বিকাল ৫:০৬

ফয়সাল হিমু বলেছেন: উদ্দেশ্যটা ঠিক কৃষক হওয়া না। যে জীবন, 'যাপন' এর কথা ছিল, কিন্তু আমাদের 'ধারণ' করতে হচ্ছে, সেই জীবন যাপনের আকাংক্ষাটাই বিষয়বস্তু। কৃষক হয়ে জন্মালে হয়তো সেরকম হতে পারতো। আমার এরকম মনে হয়েছে কারণ তাঁদের আমি খুব কাছ থেকে দেখেছি। তাই সেই সম্ভাবনার কথা বলা।

৫| ০৩ রা মার্চ, ২০২১ বিকাল ৫:২৬

মিরোরডডল বলেছেন:




অন্তর থেকে চাইলে, চেষ্টা করলে পুরোপুরি না হলেও কিছুটা আকাংক্ষা পূরণ এখনও হয়তো সম্ভব ।
স্বপ্নপূরণে হাল ছাড়তে নেই ।
keep trying, go with your heart, you never know whats waiting for you.
সেই জীবনটা আসলেই অনেক সহজ সরল সুন্দর ।



০৪ ঠা মার্চ, ২০২১ বিকাল ৫:৩৩

ফয়সাল হিমু বলেছেন: হতে পারে। ধন্যবাদ আপনাকে।

৬| ০৩ রা মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:০৪

জগতারন বলেছেন:
এতো দেখি জব্বর খেয়ালখুশি চিন্তা (!)
রবীন্দ্রনাথ ঠাকুর খেয়ালঃ
"তাল গাছ একপায়ে দাড়িয়ে
সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে। "

০৪ ঠা মার্চ, ২০২১ বিকাল ৫:৩৫

ফয়সাল হিমু বলেছেন: খেয়াল খুশি চিন্তা না। আকাঙ্ক্ষা বলা যেতে পারে।

৭| ০৩ রা মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:২১

রাজীব নুর বলেছেন: আপনার এখনও কৃষক হবার সুযোগ আছে।
গ্রামে ফিরে যান। চাষবাস করুন। আমিও তাই করবো।

০৪ ঠা মার্চ, ২০২১ বিকাল ৫:৩৫

ফয়সাল হিমু বলেছেন: I wish Bhai, I wish...

৮| ০৩ রা মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:২৫

জাহিদ হাসান বলেছেন: B:-)

০৪ ঠা মার্চ, ২০২১ বিকাল ৫:৩৮

ফয়সাল হিমু বলেছেন: কী হয়েছে ভাই?

৯| ০৩ রা মার্চ, ২০২১ রাত ৮:৫৬

নেয়ামুল নাহিদ বলেছেন: আপনার বর্ণনাগুলো যেন আমি চোখে দেখতে পারছিলাম! কি ভীষণ বাস্তব যেন এসব।

০৪ ঠা মার্চ, ২০২১ বিকাল ৫:৩৮

ফয়সাল হিমু বলেছেন: ঠিক ততোটাই অবাস্তব।

১০| ০৩ রা মার্চ, ২০২১ রাত ১১:২৪

এম ইসলাম বলেছেন: সুন্দর লেখা। শুভেচ্ছা রইলো।

০৪ ঠা মার্চ, ২০২১ বিকাল ৫:৩৮

ফয়সাল হিমু বলেছেন: ধন্যবাদ। শুভকামনা রইলো আপনার জন্য।

১১| ০৪ ঠা মার্চ, ২০২১ রাত ২:০৯

নেওয়াজ আলি বলেছেন: আমি এই মহামারীতে পুকুরে মাছ করেছি।

০৪ ঠা মার্চ, ২০২১ বিকাল ৫:৩৯

ফয়সাল হিমু বলেছেন: বাহ্‌! জোস!

১২| ০৪ ঠা মার্চ, ২০২১ সকাল ৮:৫৪

কবিতা ক্থ্য বলেছেন: ভালো চিন্তা।
শুভকামনা।

০৪ ঠা মার্চ, ২০২১ বিকাল ৫:৩৯

ফয়সাল হিমু বলেছেন: আপনার জন্যেও শুভকামনা।

১৩| ০৪ ঠা মার্চ, ২০২১ দুপুর ২:০৪

মেহেদি_হাসান. বলেছেন: আসলে চাষবাস করা কঠিন কাজ। আমিও করেছি।

০৪ ঠা মার্চ, ২০২১ বিকাল ৫:৪০

ফয়সাল হিমু বলেছেন: চাষবাস কঠিন কাজ আমি জানি। এই জীবনটা আমি খুব কাছ থেকে দেখেছি।

১৪| ১১ ই জানুয়ারি, ২০২২ রাত ৯:৪৬

মনিরা সুলতানা বলেছেন: পারি না আমরা চাইলেই সেই পারত জীবনে যেতে পারি না-
এই এক জীবন যেমন দুষ্ট চক্রের মাঝে বাঞ্ছি গিট্টুই খুলবে না।

১২ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১:১৯

ফয়সাল হিমু বলেছেন: সেটাই তো আফসোস!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.