নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমাকে খুঁজতে তুমি কোথায় যেতে চাও? আমি বৃষ্টির মাঠে নগ্ন একা ভিজি ....

ফয়সাল হিমু

আমাকে খুঁজতে তুমি কোথায় যেতে চাও? আমি বৃষ্টির মাঠে নগ্ন একা ভিজি....

ফয়সাল হিমু › বিস্তারিত পোস্টঃ

নাগরিক কবির ডায়েরিঃ তুমি আমার প্রেমিকা হইয়ো

০৯ ই মার্চ, ২০২১ বিকাল ৩:৩৮

প্রিয় পিশাচিনী,

তোমার আর আমার কথা লেখা ছিল তারায় তারায়। সেই তারাই যদি না চেন, রটিয়ে কীভাবে দিতা, তুমি আমার? বলতো? কফি ভাগাভাগির উষ্ণতা ছোঁয়ার আকাঙ্ক্ষাই যদি এতো তীব্র হয়, ভাইবা দেখ - লক্ষ কোটি তারার উৎসবে, ভালবাসার আকাঙ্ক্ষা কতো তীব্র হইতো? আমার নিজস্ব সমুদ্র সৈকতে ভীষণ ঘন এক রাতে তোমার ঠোঁটে ডুবে যাই নাই কখনো! পাহাড়ের ঢালে ভরা চাঁদের শীতের রাতে Cigarettes After Sex এর Opera House শোনা হয় নাই! বাকেট লিস্টেই থাইকা গেছে - ওয়াইন গ্লাসে রেড ওয়াইনের উপর চাঁদের ছায়ার ছবি ইন্সটাগ্রামে পোস্ট করে দুজনে হাইসা গইলা যাওয়াটাও!

কি ভীষণ অবিচার! আমাদের একসাথে পাহাড়ে যাওয়া বাকি, প্রচণ্ড ঠাণ্ডায় যেখানে তুমি আর আমি ছাড়া আমাদের থাকবে না আর কোন উষ্ণতার আশ্রয়... Fly Me to the Moon আর যন্ত্রণা এই গান দুইট নিয়ে সমস্ত হোমওয়ার্ক হয়ে গেছে, এই দুইটার Valenitines Day আর বর্ষা রিলিজের কী হবে?

যে স্বপ্নের সাথে আঁকড়ে থাকে ভালবাসা আর জীবনের গল্প, জীবন কে ধারণ না করে যাপনের আকাঙ্ক্ষা, সে স্বপ্ন ছাড়া আর কোন স্বপ্নের হিসেব বাকি থাকলে জীবনের বিশেষ ক্ষতি হয়ে যায়? বলতে পারো?

অতিমানবী, স্বপ্ন ছিল চেখে দেখবো পৃথিবীর সমস্ত রুপ ও রস, এক সাথে। কী কঠিন বিশ্বাসে René Descartes কে আমি স্তব্ধ করছিলাম, বলছিলাম I think. Therefore I am এই theory ঠিক নাই, মনে আছে তোমার? স্বপ্ন দেখার সাহস আছে বলেই না আমরা মানুষ, We dream. Therefore we are, তাই না? তুমি স্বপ্ন দেখতে শিখা নিও, নিজেকে ভালবাসতে শিখা নিও...

আমার ঈশ্বর আমাকে পুনর্জন্মের শিক্ষা দেন নাই। জাইনা রাখো, যে ভালবাসা বাসে নাই কেউ কখনো, আমরা তা বাইসা দেখাবো, এই জন্মেই। আমাদের হাতে সময় যে খুবই কম...

তুমি আমার প্রেমিকা হইয়ো...?

#আমারপ্রেমিকাহইয়ো
#FollowingTheHashtag
#WriteYourOwn

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০২১ বিকাল ৪:৩২

রাজীব নুর বলেছেন: স্বপ্ন আসুক সত্যি হয়ে।

১০ ই মার্চ, ২০২১ দুপুর ১২:২১

ফয়সাল হিমু বলেছেন: প্রতীক্ষায় রইলাম।

২| ০৯ ই মার্চ, ২০২১ বিকাল ৪:৫০

মেহেদি_হাসান. বলেছেন: আমার ঈশ্বর আমাকে পুনর্জন্মের শিক্ষা দেন নাই। জাইনা রাখো, যে ভালবাসা বাসে নাই কেউ কখনো, আমরা তা বাইসা দেখাবো, এই জন্মেই। আমাদের হাতে সময় যে খুবই কম...

তুমি আমার প্রেমিকা হইয়ো...?

বাহ দারুন! আমিও এইভাবে কাউকে প্রপোজ করবো।

১০ ই মার্চ, ২০২১ দুপুর ১২:২১

ফয়সাল হিমু বলেছেন: বেস্ট অফ লাক!

৩| ১১ ই জানুয়ারি, ২০২২ রাত ৯:৩০

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার আঁকলেন তো !!!
ভাল্লাগসে।

১২ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১:১৮

ফয়সাল হিমু বলেছেন: আপনার ভাল্লাগসে জেনে ভাল্লাগসে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.