নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমাকে খুঁজতে তুমি কোথায় যেতে চাও? আমি বৃষ্টির মাঠে নগ্ন একা ভিজি ....

ফয়সাল হিমু

আমাকে খুঁজতে তুমি কোথায় যেতে চাও? আমি বৃষ্টির মাঠে নগ্ন একা ভিজি....

ফয়সাল হিমু › বিস্তারিত পোস্টঃ

নাগরিক কবির ডায়েরিঃ আমি ক্লান্ত প্রাণ এক ....

১১ ই জানুয়ারি, ২০২২ রাত ৮:১৩

কুয়াশায় মোড়ানো ঢাকা আমাকে প্রাচীন কোনো নেক্রোপলিসের কথা মনে করিয়ে দেয়। এখানে সেখানে জমাট ছায়া, কান পাতলে আমি সময়ের ইনিয়ে বিনিয়ে কান্না পর্যন্ত শুনতে পাই! ও বাড়িতে যে বিধবা বৌদিটি ভালবাসার লজ্জা সইতে না পেরে গলায় দড়ি দিয়েছিল, তার ভূতের কান্নার মতো, অবিকল। একমাত্র শীতেই অসহ্য সোডিয়াম লাইটগুলো কোমল হতে বাধ্য হয়।

সোডিয়াম লাইট আমি কখনোই ভালবাসতে পারিনি। তারা সবসময় পুরনো হতাশা আর অপ্রাপ্তিগুলো মনে করিয়ে দেয়। যতটা ভাল আমি চাঁদকে বেসেছি, তার কিয়দংশ ভাল যদি এই অদ্ভুত হলুদ আলোকে বাসতে পারতাম, তাহলে আমি হিমু হতে পারতাম, নিশ্চিত।

আমি ভোগবাদী কবি। জঞ্জাল নিয়ে বেশির ভাগ সময় আমার কোনো রোমান্টিসিজম কাজ করে না। তাই শীত মানে আমার কাছে ট্রাকার জ্যাকেট, হানি রোজ লিপ ফনড্যু, খুব ভোরে রাজপথে ভদকা......আহা শীত! ... কষ্ট আর স্মৃতির জাবর কাটা ...

ঢাকার শীতে সামান্য উষ্ণতা কতোটা আরাধ্য, তা তখনই উপলব্ধি করা যায় যখন দুহাতে কফির মগ জড়িয়ে ধরা, আকাশে কমলা আভা ছড়িয়ে সূর্যটা কোনোক্রমে শেষবারের মতো বলছে, "ভাল থেকো......" তখন সত্যি সত্যি টের পাওয়া যায় টেবিলের ওপাশে বসে আছে একটি উষ্ণতার খনি, যার কাছ থেকে সততা সতত নিশ্চিত করেছে নিরাপদ দূরত্ব।

তাই শীত নামুক, এ নগর পরাজিত হোক, উষ্ণতা খুঁজে ফেরা ক্লান্ত প্রাণ পেয়ে যাক সামান্য আশ্রয় ...

মন্তব্য ২০ টি রেটিং +৬/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০২২ রাত ৮:২০

নান্দনিক নন্দিনী বলেছেন: বাহ্। উষ্ণতা ছড়িয়ে যাক প্রাণ থেকে প্রাণে।

১১ ই জানুয়ারি, ২০২২ রাত ৮:২৮

ফয়সাল হিমু বলেছেন: ছড়িয়ে যাক...

২| ১১ ই জানুয়ারি, ২০২২ রাত ৮:৫৮

খায়রুল আহসান বলেছেন: চমৎকার লিখেছেন! পড়ে মুগ্ধ হ'লাম। + +

১২ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১:১১

ফয়সাল হিমু বলেছেন: অজস্র ধন্যবাদ...

৩| ১১ ই জানুয়ারি, ২০২২ রাত ৯:২৭

মনিরা সুলতানা বলেছেন: সাবলীল লেখা , দারুণ !!!

১২ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১:১১

ফয়সাল হিমু বলেছেন: ধন্যবাদ...

৪| ১১ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:৫৫

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: ঢাকায় শীত ?
নাকি রাশিয়ার কোনো শহরে থাকেন ?

১২ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১:১২

ফয়সাল হিমু বলেছেন: কেন ঢাকায় শীত পড়ে না ভাই? কাল যখন এই কমেন্ট করেছিলেন তখনও তো ভাল শীত ছিল ....

৫| ১১ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:০৮

ইসিয়াক বলেছেন: মুগ্ধতা।

১২ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১:১৩

ফয়সাল হিমু বলেছেন: শুভকামনা ....

৬| ১২ ই জানুয়ারি, ২০২২ রাত ১:১৩

অপু তানভীর বলেছেন: লেখাটা পড়ে মুগ্ধ হলাম । বিশেষ করে শব্দের পর শব্দ বসে কী চমৎকার ভাবে ভাব প্রকাশ করেছেন । সত্যিই মুগ্ধ করলো লেখা ।

আরও বড় বড় লেখা লিখুন । পড়ে আরাম পাই ।

১২ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১:১৪

ফয়সাল হিমু বলেছেন: চেষ্টা করবো বড় করে লেখার। আপনার মুগ্ধতা আমার অনুপ্রেরণা।

৭| ১২ ই জানুয়ারি, ২০২২ রাত ২:০১

আহমেদ জী এস বলেছেন: ফয়সাল হিমু,




শীতের সকালে একরাশ ধোঁয়া ওঠা চা'য়ের উষ্ণতা ছড়িয়ে গেলো যেন লেখাটি।

১২ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১:১৫

ফয়সাল হিমু বলেছেন: আহা! উষ্ণতা ছড়িয়ে যাক....

৮| ১২ ই জানুয়ারি, ২০২২ ভোর ৪:০২

নেওয়াজ আলি বলেছেন: মনোরম লেখনী, একরাশ মুগ্ধতা রেখে গেলাম।

১২ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১:১৫

ফয়সাল হিমু বলেছেন: নিরন্তর শুভকামনা।

৯| ১২ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:১৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর লিখনী পড়ে আরাম পেলাম।

১২ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১:১৬

ফয়সাল হিমু বলেছেন: ধন্যবাদ।

১০| ১৩ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:১০

রাজীব নুর বলেছেন: দারুন আবেগময় লেখা।

১৩ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১:১৫

ফয়সাল হিমু বলেছেন: হাহা! তাই নাকি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.