| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফয়সাল এম,এফ,কে
ভালোলাগে আডডা, গান আর ঘুরতে
আমাদের দেশী মিডিয়াদের ভারতপ্রেম এতদিন আড়ালে আবডালে থাকলেও এখন তা ক্রমশই প্রকাশ্যে প্রকাশ করতে দ্বিধাবোধ করেনা। বলি আমাদের দেশে কি মসজিদের অভাব আছে? মসজিদের শহর নামে পরিচিত ঢাকায় কিংবা দেশে শত শত সুন্দর কারুকার্য নকশায় নির্মিত মসজিদ পাওয়া যাবে। কিন্তু তা থাকতেও বাংলানিউজ২৪ কেন ভারতের মত হিন্দু রাষ্ট্রের ( দিল্লি জামে মসজিদের) ছবি কভার ফটো দিয়ে খবর প্রকাশ করতে হবে বুঝি না। আসলেই বিচিত্র এই দেশ।
News link
২|
০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪৯
সেলিম৮৩ বলেছেন: এমন হতে পারে ঐ সাংবাদিক জানেননা তিনি যে মসজিদের ছবি দিয়েছেন সেটা বাংলাদেশের না ভারতের।
৩|
০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০৮
CamEye বলেছেন: মসজিদটা শুধুমাত্র ভারতের বলে এত রাগ?? মসজিদ তো মসজিদই!!
৪|
০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০৯
প্রণব দেবনাথ বলেছেন: হাহাহাহাহাহাহাহ সামান্য একটা ছবিতেও ভারত বিরোধিতা । বাচ্চা আছেন এখনো ।
©somewhere in net ltd.
১|
০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৩৬
সৈয়দ আজিজুল ইসলাম বলেছেন: আসলে এরা সাংবাদিক নামের কলঙ্ক। ভারতের কোন সাংবাদিক বাংলাদেশের ঐতিহ্য নিয়ে লেখা-লেখি করে বলতে পারবে এইসব হলুদ মিডিয়া!