| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফয়সাল এম,এফ,কে
ভালোলাগে আডডা, গান আর ঘুরতে
আজ আমি মিথ্যাবাদী, কারন তিরিশ বছরের পুরনো একটা চাপা সত্যকে যারা প্রতি মুহুর্তে মিথ্যা হিসেবে আমার সামনে প্রতিস্থাপন করেছে, তারা আজ এক মুহূর্তেই সব অস্বীকার করল। অকাট্য প্রমান বলতে উপরে আল্লাহ আর আমি। শুধু আমি বাদে আত্মীয়স্বজন এমন কেউ নেই যারা জানতোনা সেই চাপা সত্যি। আমিও জানতাম তবে, আমি কখোনোই চাইনি চাপা সত্যটা সামনে আসুক। ওটাকে মিথ্যা হিসেবেই সারাজীবন পার করতে চেয়েছিলাম। কিন্তু চার বছর আগে বাস্তবতার প্রয়োজনে সামাজিক বন্ধনের দিনে, নিজের জীবন সঙ্গিনীর সাথে সেই সত্যটি প্রকাশ করতে হয়েছিল শুধু প্রকাশের খাতিরে। আজ সেই চাপা সত্যটি প্রকাশের কারনেই আমি মিথ্যাবাদি। কারন সেই চাপা সত্য আমি যাদের কাছে শুনেছি তারা সবাই সব জেনেও চোখের পলকে অস্বীকার করছে। তারা সবাইকে বলে বেড়ালেও তারা মিথ্যাবাদী না কারন তারা জানে সেই চাপা সত্যটি চন্দ্র সূর্যের মত সত্য, কিন্তু অপরাধ শুধু আমার বলাতে। এই সমাজ আমাকে সেই সত্য প্রকাশ করার স্বাধীনতা দেয়নি। দিয়েছে শুধু মিথ্যা শোষণ, লোক দেখানো ভালোবাসা আর পার্থক্য গড়ার অবিচার। ফলাফল, সম্পর্কের মাঝে গড়ে ওঠে সম্পর্কের দেয়াল। যে দেয়ালে চাপা পরে আছে তিরিশ বছরের সত্যি আর লেখা আছে আমার মিথ্যাবাদির খেতাব। মিথ্যাবাদী হয়েই না হয় থাকব। এত কিছুর পরও যেটুকু ভালোবাসা, অধিকার, মায়া তোমাদের কাছ থেকে পেয়েছি সেটা আমার কাছে আজীবন তোলা থাকবে। ভাল থাকো তোমরা সকল সত্যবাদি।
২|
২৬ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৫৩
ফয়সাল এম,এফ,কে বলেছেন: ধন্যবাদ, আপনার সুন্দর মন্তব্যের জন্য। আসোলে, ব্যপারগুলো সমাজের আন্য সবাই করলে সামাজিক সংখ্যাগরিষ্ঠতার অংশ হিসেবে মেনে নিতে এতোটা কষ্ট হতনা। কষ্টটা প্রবোল হচ্ছে একারোনেই যে তারা আমার পরিবার, স্বজন। ![]()
৩|
২৬ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:০৮
একলা পথে চলছি একা বলেছেন: সত্য কখনো চাঁপা থাকে না।সেটা প্রকাশ পাবেই।কিন্তু চাঁপা থাকা সত্য যখন প্রকাশের পরে আবার চাঁপা পরে যায় তখন আর তেমন কিছুই করার থাকে না।দীর্ঘদিন চাঁপা থাকার কারণে তার গুণাগুণ নষ্ট হয়ে গেছে।আসলে কি তাই?নাকি আমরা সমাজের মানুষেরাই সেই সত্যটাকে প্রতিষ্ঠিত হতে দিচ্ছি না নিজেদের স্বার্থের জন্য?এটা অনেক বড় প্রশ্ন যার উত্তর আমার মতো নগণ্য মানুষের জানা থাকতে নেই!
৪|
২৬ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:২৩
ফয়সাল এম,এফ,কে বলেছেন: ঠিক বলেছেন।
৫|
২৬ শে আগস্ট, ২০১৮ রাত ৮:০১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঘটনাটা আরেকটু বিস্তারিত বললে ভাল হত...
৩০ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৫
ফয়সাল এম,এফ,কে বলেছেন: ভাই সব কিছু অনেক সময় খুলে বলা যায় না ![]()
৬|
২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:০৭
রাজীব নুর বলেছেন: জীবনের গল্পটা যদি, এমন হতো
শেষ থেকে আবার, শুরু করা যেতো
চোখ ছুঁয়ে যেত যেই স্বপ্ন গুলো
জীবনটা বুঝি সেই, স্বপ্ন হতো ...
©somewhere in net ltd.
১|
২৬ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪২
জুনায়েদ বি রাহমান বলেছেন: সমাজে চলতে হলে, থাকতে হলে দশের অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ অংশের সাথে তাল মিলানো'টা আবশ্যক। সংখ্যাগরিষ্ঠ অংশ মিথ্যাকে সত্য বললে মিথ্যাও উপস্থিত সময়ের জন্য সত্য হয়ে যায়।
সংখ্যাগরিষ্ঠ অংশের প্রণীত নিয়মনীতি ভুল বা অবৈধ হলেও সমাজে সেটা বৈধ। বরং এসব যে বা যারা অবৈধ বলবে সমাজের চোখে তারাই অপরাধী। সুতরাং, এখন অপবাদ গায়ে নেওয়া ছাড়া উপায় নেই। তবে হ্যা, ধৈর্য হারা হবেন না; সত্য একটাসময় মিথ্যার দেওয়াল ভেঙ্গে বেরুবেই। শুভকামনা।