নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চূড়ান্ত রকম ফাঁকিবাজ একজন মানুষ আমি!

ফয়সাল রকি

Know thyself.

ফয়সাল রকি › বিস্তারিত পোস্টঃ

অনুগল্প: আইসোলেটেড লাভ

২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:১৪



উৎসর্গ: রাজসোহান ভাই কে।

তার হাতে একটা লাল রঙের গোলাপ ফুল দেখে ভরসা পাচ্ছে না সোহান। ভ্যালেনটাইন ডে’র দিনে কমলা রঙের শাড়ি পরে কার জন্য গোলাপ নিয়ে অপেক্ষা করছে শবনম, নাকি অন্য কেউ দিয়ে গেছে? নাহ তেমনটা তো হবার কথা নয়। সাইকোলজী থার্ড ইয়ারের মেয়েটা ক্যাম্পাসের প্রথম দশজন সুন্দরী মেয়েদের মধ্যে একজন, তার হাত থেকে গোলাপ পেতে চাইবে যে কোনো ছেলে যদিও সেই সৌভাগ্য এখনো কারো হয়নি। তবে ভাল বন্ধুর তালিকার প্রথম দিকে সোহানের নামটা থাকবেই নিশ্চিত।
দশ টাকার চীনা বাদাম কিনে পকেটে রাখলো সোহান। চিবুতে চিবুতে গিয়ে বসলো শবনমের পাশে, বললো, কি রে, কার জন্য গোলাপ নিয়ে অপেক্ষা করছিস?
- কি যে বলিস না সোহান! আমি আর কার জন্য অপেক্ষা করবো?
- তাহলে এতো সেজেগুজে বসে আছিস কেন?
- সবাই তো কম বেশি সেজেছে আর আমি সাজলেই দোষ হয়ে যায় নাকি।
- তা না। কিন্তু এত সুন্দরভাবে সেজেগুজে গোলাপ হাতে বসে আছিস দেখে একটু মায়া লাগছে তোর জন্য। মনে হচ্ছে, আহারে মেয়েটা! ছ্যাঁকা ট্যাঁকা খেলো নাকি?
- সোহান ভাল হবে না বলে দিচ্ছি...
- ভুল কি বললাম বল? আমার হাতে এখন একটা গোলাপ থাকলে কি করতাম জানিস?
- কি করতি?
- দে ফুলটা দে।
সোহান শবনমের হাত থেকে ফুলটা নিয়ে উঠে দাঁড়াল। তারপর শবনমের সামনাসামনি দাঁড়িয়ে ঝুপ করে হাঁটু গেড়ে বসে পড়লো। পুরাপুরি সিনেমা স্টাইলে ফুলটা এগিয়ে ধরলো এক হাতে আর একটা হাত ভাঁজ করে নিজের পিঠের ওপর রাখলো। তারপর বললো, তুমি জানো না তোমাকে আমি কত ভালবাসি। যেদিন তোমাকে প্রথম দেখেছি সেদিন থেকেই তোমার প্রেমে আমি পাগল। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। শবনম উইল ইউ মারি মি?
শবনম সোহান পাগলাটার আকস্মিক প্রেম নিবেদন বিস্মিত হয়ে চেয়ে রইল। চোখদুটো ছোট ছোট করে বললো, সোহান, সত্যি?
সোহান ফিক করে হেসে দিয়ে দ্রুত গতিতে আগের মতো শবনমের পাশে এসে বসলো, বললো, ভ্যাট... সত্যি হবার কোনো কারণ আছে? হা হা হা।

ফটো: গুগল মামা।

মন্তব্য ৩৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:২৬

রাজসোহান বলেছেন: পুত্তুম প্লাস। B-))

২১ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৫

ফয়সাল রকি বলেছেন: অনেকদিন পরে "পুত্তুম" দিলেন মনে হয় :P
যাই হোক, শবনম আপা ভাল আছে তো?

২| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৫০

সুমন কর বলেছেন: হুম !

২১ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২২

ফয়সাল রকি বলেছেন: :(

৩| ২১ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৯

বিজন রয় বলেছেন: গল্পটি বড় হতে পারতো।

কিন্তু অনু যে!!

রাজসোহানের জন্য শুভকামনা।

২১ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩৫

ফয়সাল রকি বলেছেন: অবশ্যই বড় গল্প হতে পারতো।
বাকীটা লিখবে রাজসোহান ভাই.. তাই অনুগল্প হয়ে গেছে... B-)

৪| ২১ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪১

এহসান সাবির বলেছেন: পরের পর্ব চাই।

অনু গল্প বেশ হইছে।

২১ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩৯

ফয়সাল রকি বলেছেন: পরের পর্ব আসবে কি না শিওর না এখনো।
ধন্যবাদ মন্তব্যের জন্য।

৫| ২১ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৯

প্রামানিক বলেছেন: চমৎকার অনুগল্প। ধন্যবাদ

২১ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪২

ফয়সাল রকি বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই মন্তব্যের জন্য।

৬| ২১ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৬

হাসান মাহবুব বলেছেন: =p~

২১ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪০

ফয়সাল রকি বলেছেন: হামা ভাই... হাসেন ক্যান? খারাপ কি লিখছি?
সোহান ভাই'র আবদার ছিল, একটা প্রোপজ করার অনুগল্প লিখার.... :P

৭| ২১ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৬

সায়ান তানভি বলেছেন: চমৎকার ,মিষ্টি গল্প ।নিয়মিত লিখুন ।শুভ কামনা ।

২১ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১০

ফয়সাল রকি বলেছেন: B-) ধন্যবাদ ভ্রাতা।

৮| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:১২

গেম চেঞ্জার বলেছেন: B-)
(সাবাশ!! এখন দেখি রাজসোহান ভাইয়ের পোস্টে কি কিছু আছে নাকি।)

২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:০৭

ফয়সাল রকি বলেছেন: এখনো কিছু দেন নাই... :|
তবে ফেবুতে একটা পোষ্ট দিছলো।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

৯| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৩১

জুন বলেছেন: ভ্যাট... সত্যি হবার কোনো কারণ আছে? হা হা হা। B-)

আমার একটা প্রাসংগিক প্রশ্ন রইলো ঃ
আচ্ছা আমাদের গল্পের সব নায়ক নায়িকারাই অসাধারন হ্যন্ডসাম/ সুন্দরী হয় কেন এ রহস্যটাই বুঝতে পারি না ফয়সাল রকি । সাধারন দেখতে ছেলে মেয়েরা কি নায়ক /নায়িকা হতে পারে না :(
+
এ বিষয়ে আমার এই অনু গল্পটি পড়ার অনুরোধ রইলো :)
প্রেম নয় !!

২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৩০

ফয়সাল রকি বলেছেন: খুব সহজ উত্তর হলো, আমরা সুন্দরের পূজারী তাই, এখানে হ্যান্ডসামকে সুন্দর অর্থে বোঝানো হয়। আর সুন্দর মানেই কিন্তু ফর্সা বা সাদা চামড়া, কালো হওয়া চলবে না।
আর আরেকটা উত্তর হলো, আমরা যা চাই কিন্তু পাই না, না পাওয়াগুলোকেই ভাবতে থাকি কল্পনায়... আবার পাঠকের মনেও একটু ভাললাগা দেখানোটাও একটা ইস্যু হতে পারে..... এই আর কি।

আপনার লেখাটা এখনো পড়া হয়নি। পড়বো একটু পরে।
ধন্যবাদ জুন আপু।

১০| ২২ শে এপ্রিল, ২০১৬ রাত ২:৩৪

রিপি বলেছেন: এটা কোন কথা হলো রকি ভাইয়া।!! ভ্যাট... বলে সোহান ভাইয়ের রোমান্টিক পরিবেশটাই নষ্ট করে দিলেন। X((
গল্প অনেক ভালো হয়েছে। এত্ত গুলো প্লাস। :D
সোহান ভাই চিন্টায়েন না। নেক্সট টাইম । ;)

২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:০৯

ফয়সাল রকি বলেছেন: নেক্সটটাইম ভালো কিছু হবে রিপি... আমিও তাই আশা করি।
ধন্যবাদ মন্তব্যের জন্য।

১১| ২২ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:২৯

ইমরাজ কবির মুন বলেছেন:
hahahaha comotkar hoise!
tobe kahini j adote emon hobena seta janai ase ;)

২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:১৭

ফয়সাল রকি বলেছেন: হা হা হা... ভাল বলেছেন।
তিনি আসলে অন্য কিছু করবেন বলে আমারো ধারণা B-))
ধন্যবাদ মন্তব্যের জন্য।

১২| ২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩১

কল্লোল পথিক বলেছেন:


চমৎকার অনুগল্প।
ভাল লেগেছে।

২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:১১

ফয়সাল রকি বলেছেন: যাক মন্তব্য করতে পারছেন দেখে ভাল লাগল।
ভাল থাকবেন, ধন্যবাদ।

১৩| ২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৪

নীলপরি বলেছেন: বেশ ভালো লাগলো ।

২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৭

ফয়সাল রকি বলেছেন: ধন্যবাদ নীলপরি।

১৪| ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:০২

তাহ্ফীর সাকিন বলেছেন: বেশ লাগল.. =p~

২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৯

ফয়সাল রকি বলেছেন: ধন্যবাদ তাহ্ফীর সাকিন ভাই।

১৫| ০১ লা মে, ২০১৬ রাত ১১:৪৪

রেজওয়ান তানিম বলেছেন: গল্প বা অণুগল্প যাই বলি লেখা অনেক কঠিন।

ভাল লাগা জানবেন

০২ রা মে, ২০১৬ সকাল ১১:২৪

ফয়সাল রকি বলেছেন: ধন্যবাদ রেজওয়ান মাহবুব তানিম ভাই।
গল্প বা অণুগল্প দুই এক লাইন লিখতে পারলেও কবিতা লিখতে গেলে আগে কলম ভাঙ্গতো এখন আঙ্গুল ভাঙ্গে...
ভাল থাকবেন।

১৬| ০৯ ই মে, ২০১৬ রাত ১০:২৩

পুলহ বলেছেন: ওহ তার মানে আপনি ইন্টেনশনালি 'ভ্যাট' শব্দটা ব্যবহার করছেন, হা হা হা...
গল্প অত্যন্ত সাবলীল হয়েছে ভাই; এবং একই সাথে খুব কোহেরেন্ট।
শুভকামনা!

২০ শে মে, ২০১৬ রাত ১:৫৫

ফয়সাল রকি বলেছেন: ও ইয়া.... হে হে হে... ইন্টেনশনালি ব্যবহার করেছি।

ধন্যবাদ মন্তব্য ও শুভকামনার জন্য। মন্তব্যটা দেখেছিলাম আগেই কিন্তু উত্তর দেয়া হয়নি।

১৭| ২১ শে মে, ২০১৬ সকাল ৯:৫৮

রুদ্র জাহেদ বলেছেন: ভাল্লাগছে।তবে ভ্যাট কেন :) :)

২১ শে মে, ২০১৬ বিকাল ৪:১৬

ফয়সাল রকি বলেছেন: পরের পর্বে অন্য কিছু হবার কথা ছিল B-))

১৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

নজসু বলেছেন:




কি বলি বলেন তো?
ছোট্ট সুন্দর একটা গল্প।

সোহান আর শবনম দুজন দুজনের ভালোবাসা পাবার আশায় অধীর হয়ে আছে।
কেউ বুঝতে চাইলো না। বুঝে নিলোনা।

বুক ভরা ভালোবাসা মুখ ফুটে বলা হয়না।

১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১০

ফয়সাল রকি বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
প্রেমটা বোধহয় এমনই।

১৯| ১২ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৯

আমি তুমি আমরা বলেছেন: ভ্যাট ... সত্য হওয়ার কোন কারণ আছে?

ভ্যাট এর জায়গায় ধ্যাত হবে নাকি?

১৪ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৪

ফয়সাল রকি বলেছেন: এখানে আসলে ভ্যাট লিখেছি।
ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.