নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চূড়ান্ত রকম ফাঁকিবাজ একজন মানুষ আমি!

ফয়সাল রকি

Know thyself.

ফয়সাল রকি › বিস্তারিত পোস্টঃ

অনুগল্প: ধোঁয়াটে শহরে অসহায় মানুষ

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:০৪




রাস্তার পাশে জটলা জমে গেছে জনা দশেক মানুষের। তারা সবাই খুব আগ্রহ নিয়ে কিছু একটা দেখছে। কয়েকজন মানুষ আবার মোবাইল ফোনে ভিডিও করছে। দু’এক জন পথচারী হেঁটে যাবার সময় থমকে দাঁড়িয়ে যাচ্ছে। উৎসাহিরা জটলায় যোগ দিচ্ছে, অনুৎসাহিরা যে যার মতো চলে যাচ্ছে। প্রশ্ন হলো তারা আসলে কি দেখছে? না, কোনো সাপুড়ে সাপের খেলা দেখাচ্ছে না, কিংবা কোনো হকার লাউড স্পীকার নিয়ে কোম্পানীর প্রচারের জন্য সত্তর শতাংশ ডিসটাউন্টে কোনো পণ্য বিক্রিও করছে না। তারা মূলতঃ দু’পক্ষের ফ্রি-হ্যান্ড মারামারি দেখছে। একপক্ষে পাঁচজন যুবক, আর অন্যপক্ষে মাত্র একজন যুবক। তারা কে এবং কেন মারামারি করছে জটলার মানুষগুলো সেসব কিছুই জানে না। টেলিভিশনের রেসলিং দেখার দর্শকের মতোই তারা এখানে কেবলি দর্শক। রাস্তার মোড়ে পাঁচজন যুবক মিলেমিশে সমবায়ের মাধ্যমে অপেক্ষাকৃত লম্বা ও শীর্ণকায় একজন যুবককে কেন মারছে তা নিয়ে দর্শকদের জন্য তেমন কোনো প্রতিক্রিয়া নেই। এখানে উল্লেখ্য যে, লম্বা-শীর্ণকায় যুবকটির সঙ্গে পাঁচজনের দলটি খুব একটা সুবিধা করতে পারছে না। লম্বা-শীর্ণকায় যুবকটি সম্ভবত মার্শাল আর্ট প্রশিক্ষণপ্রাপ্ত। পাঁচজনের সবাইকে সে কমবেশি মেরেই চলেছে, যদিও এইমাত্র পেট মোটা জাম্বু এক যুবকের বেকায়দা লাথিতে সে মাটিতে আঁছড়ে পড়লো। সঙ্গে সঙ্গে বাকী চার জন এসে ক্রমাগত লাথি মারতে থাকলো জুতো পরা পায়ে। ফলাফল হলো, সে ধীরে ধীরে দুর্বল হতে থাকলো এবং উঠে দাঁড়ানোর চেষ্টা করতে পারলো না। খানিকবাদে লাথির গতি ও পরিমাণ কমে এলো। লম্বা-শীর্ণকায় যুবকটি ততক্ষণে নিস্তেজ হয়ে পড়লো। চারজনের মধ্যে থেকে দু’জন তাকে টেনে দাঁড় করালো, আর বাকী দু’জন দু’পাশে ব্যাকআপ সৈনিকের মতো দাঁড়াল। জটলার মানুষগুলোর দৃষ্টি এবার পঞ্চম ব্যক্তির উপর পড়লো। যদিও এতক্ষণ ফ্রি-হ্যান্ড মারামারি চলছিল, হঠাৎই এবার তার হাতে একটি ধাঁরালো চাকু দেখা গেল। কোথা থেকে কিংবা কিভাবে তার হাতে ধাঁরালো একটা চাকু এলো তা দর্শকরা বুঝতে পারলো না। যাই হোক, সে চাকু ডান হাত থেকে বাম হাতে, আবার বাম হাত থেকে ডান হাতে চালান করতে করতে লম্বা-শীর্ণকায় যুবকটির দিকে এগোতে থাকলো। যুবকটি অনেক কষ্ট করে চোখ মেলে তাকানোর চেষ্টা করছে। পুরোপুরি চোখ মেলতে পারলো কি না বোঝা গেল না। পেট মোটা জাম্বু যুবকটি দাঁত বের করে নিঃশব্দে হাসলো একবার। দর্শকদের মধ্যে কেউ কেউ হয়তো আশা করেছিল যে, যুবকটির দাঁত নোংরা ও হলুদ হবে। কিন্তু নিয়মিত ব্রাশ করা সাদা দাঁত চকচক করে উঠেছিল মুহূর্তেই। তারপর পেট মোটা জাম্বু যুবকটি ডান হাতে ধরা চাকুটি সজোরে চালিয়ে দিল লম্বা-শীর্ণকায় যুবকটির পেট বরাবর এবং প্রবল গতিতে চাকুটা চামড়া ভেদ করে ইঞ্চি চারেক ঢুকে গেল ভেতরে। একটানে চাকুটিকে বের করে আনলো পেট মোটা জাম্বু যুবকটি। তারপর দর্শকদের কারো দিকে না তাকিয়ে ওরা পাঁচজন দু’টো মোটর সাইকেলে চড়ে রওয়ানা দিল। কোথায় গেল তা দর্শকদের জানার কথা নয়। অন্যদিকে লম্বা-শীর্ণকায় যুবকটি পড়ে রইলো রাস্তার ধারে। তার পেট থেকে গলগল করে রক্ত বেরিয়ে চলেছে আর সে দুর্বল হাতে রক্ত থামানোর ব্যর্থ চেষ্টা চালাচ্ছে। জটলা ততক্ষণে হালকা হতে শুরু করেছে। তাদের প্রত্যেকেরই কিছু না কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। যেহেতু মানুষ হিসেবে জন্মেছে, সেহেতু পেট চালানোর জন্য হলেও গুরুত্বপূর্ণ কাজ তো তাদের থাকবেই। আর যাদের কাজ অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ, তারা কেউ কেউ লম্বা-শীর্ণকায় যুবকটি কাছে গেল এবং মোবাইল ক্যামেরা বের করে ছবি তুললো কয়েকটি। তারপর নিজেদের কর্মক্ষেত্রের উদ্দেশ্যে রওয়ানা দিল। আর যুবকটি রক্তে মাখামাখি হয়ে পড়ে রইলো একাকি যতক্ষণ পর্যন্ত না অনেক দূর হতে সাইরেনের শব্দ ভেসে এলো। সাইরেন বাজিয়ে পুলিশও আসতে পারে, আবার এ্যাম্বুলেন্সও আসতে পারে। যুবকটি জানে না যে, সাইরেন বাজিয়ে আসা মানুষগুলো তাকে হাসপাতাল পর্যন্ত পৌঁছে দেবে কি না, কারণ তাদেরও তো গুরুত্বপূর্ণ কাজ থাকতে পারে।

ছবি: গুগল।

মন্তব্য ৫২ টি রেটিং +১২/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৪২

সুমন কর বলেছেন: খারাপ লাগেনি। তবে, এক প‌্যারায় কেন?

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৪৪

ফয়সাল রকি বলেছেন: ছোট লেখা, লিখতে গিয়ে এক প‌্যারায় এঁটে গেলো।
ধন্যবাদ।

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৪২

মোস্তফা সোহেল বলেছেন: আমরা র্নিলজ্জ দর্শক সবাই।
মানবতা আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে।
সবাই ঝামেলা এড়িয়ে চলতে চাই।
গল্প ভাল হয়েছে।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২৬

ফয়সাল রকি বলেছেন: ধন্যবাদ মোস্তফা সোহেল ভাই মন্তব্যের জন্য।
সবাই ঝামেলা এড়িয়ে চলতে চাই-- কথাটা একদম ঠিক।

৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৫৪

রাজসোহান বলেছেন: গথাম শহর ;)

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২৬

ফয়সাল রকি বলেছেন: ছবিটা পছন্দ হয় নাই, তাই না?

৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৩৪

রাজসোহান বলেছেন: ছবি পছন্দ হইছেতো।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৩৮

ফয়সাল রকি বলেছেন: আমি তো ভাবলাম পছন্দ হয় নাই।
B-) B-) B-)

৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৫৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার।







ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:০১

ফয়সাল রকি বলেছেন: ধন্যবাদ দেশ প্রেমিক বাঙালী ভাই।

৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৪

প্রথমকথা বলেছেন: খুব নির্মম। সমাপ্তি ভাল হয়নি।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:১৮

ফয়সাল রকি বলেছেন: আপনার ভাল না লাগায় দুঃখিত।
তবে পাঠের জন্য ধন্যবাদ।

৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:১২

উম্মে সায়মা বলেছেন: বর্তমান সমাজের বাস্তব চিত্র। ভালো লিখেছেন।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২০

ফয়সাল রকি বলেছেন: ধন্যবাদ উম্মে সায়মা আপু।

৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:০৩

ভ্রমরের ডানা বলেছেন:



ভাল বর্ণনা। লেখার হাত ভাল লাগল। হয়ত আবার টানবে.....

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৪৩

ফয়সাল রকি বলেছেন: ধন্যবাদ ভ্রমরের ডানা।

৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৫৭

জুন বলেছেন: ফয়সাল রকি অনেকদিন পর অনু ঘটনা নিয়ে ফিরে আসার জন্য অনেক খুশী হয়েছি ।
এই ধরনের ঘটনা ভারতীয় পত্রিকায় প্রায়শই পড়ি । তবে ভারতে যখন হচ্ছে তখন খুব দ্রুতই আমাদের দেশে এর প্রচলন শুরু হবে কি হয়েই গেছে অনেকটা । আমরা তো সেখানকার ভালো কিছু গ্রহন না করতে পারলেও মন্দটা খুব তাড়াতাড়ি গ্রহন করতে পারি । যেমন নেশা করা, খাবারে রঙ ক্যমিকেল মেশানো , অজ্ঞান পার্টি , সম্পত্তির জন্য বাবা মাকে খুন করা , ধর্ষন করা , মানুষের প্রতি নির্দয়তা ইত্যাদি আরো অনেক অনেক খারাপ কিছু । কিন্ত তাদের যে দেশ প্রেম এবং দেশের বাইরেও তারা একে অন্যের উপকারের জন্য জান দেয়া এসব আমরা শিখি না। বিশ্বজিতকে কুপিয়ে মারার দৃশ্য আমি আজো ভুলতে পারি না ।
লেখায় প্লাস রইলো ।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:১৩

ফয়সাল রকি বলেছেন: অনুগল্পের আগে একটা ছোটগল্পও দিয়েছি, পড়ে দেখবেন।
শুধু আমাদের পত্রিকায় এভাবে আসছে না বলে আমরা হয়তো গুরুত্ব দিচ্ছি না, কিন্তু বাস্তবতা এখন এমনই। ফেসবুকে এই লিংকটা শেয়ার করেছিলাম, এক বন্ধু মন্তব্য করেছে, "ঢাকার রাস্তায় বাইক চালাতে গিয়ে মাঝেমধ্যে অলিগলিতেও চলতে হয়। তখন কত কিছুই চোখে রাগে কিন্তু কী করার, জটলা কেন এটুকু বুঝতে পারলেই সটকে যাই সেখান থেকে। ঐ যে আপনাদের দৃষ্টিতে মানবতাহীনদের মত। কিন্তু এটাই সঠিক। "
The Dumb Age নামে একটা শর্টফিল্ম আছে ইউটিউবে, বুয়েটের পোলাপানদের বানানো। প্রায় একই থিম।
ধোঁয়াটে শহরে আমরা সবাই আসলে বিশ্বজিত! :(
ধন্যবাদ জুন আপু মন্তব্যের জন্য।

১০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:১৩

বিলিয়ার রহমান বলেছেন: আর যাদের কাজ আরো কিছুটা অগুরুত্বপূর্ণ তারা আহত ব্যাক্তির পাশে বসে সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পেস্ট করবেন! ঘটনার নিন্দা জানাবেন!

অবশ্র আহত ব্যাক্তির ব্লিডিংও চলতে থাকবে........

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৪৩

ফয়সাল রকি বলেছেন: হু হু ... এমনটাই তো!
ধন্যবাদ মন্তব্যের জন্য।

১১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৪৮

বিলিয়ার রহমান বলেছেন: ১০ নম্বর মন্তব্যে টাইপোর জন্য দুঃখিত!

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৫০

ফয়সাল রকি বলেছেন: ধন্যবাদ, অাবার অাসবেন।

১২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৫২

বিলিয়ার রহমান বলেছেন: অবশ্যই চেষ্টা করবো ব্রো!:)


আপনার জন্য শুভকামনা!:)

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৫৩

ফয়সাল রকি বলেছেন: B-) B-) B-)

১৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

শাহরিয়ার কবীর বলেছেন: গল্প ভাল লাগা রইল +

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৩০

ফয়সাল রকি বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার কবীর ভাই।

১৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:৩০

জাহিদ অনিক বলেছেন: ফয়সাল রকি ভাই,

গল্পের শেষ লাইনটা না লিখলে এতটা ভাল বোধ হয় লাগত না।


যুবকটি জানে না যে, সাইরেন বাজিয়ে আসা মানুষগুলো তাকে হাসপাতাল পর্যন্ত পৌঁছে দেবে কি না, কারণ তাদেরও তো গুরুত্বপূর্ণ কাজ থাকতে পারে।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৩৪

ফয়সাল রকি বলেছেন: ধন্যবাদ জাহিদ অনিক ভাই।
ভাল লাগায় স্বার্থকতা।

১৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫০

ওমেরা বলেছেন: আপনি অনেক ভাল লিখেন ভাইয়া ।

১২ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:১৩

ফয়সাল রকি বলেছেন: ধন্যবাদ ওমেরা। আপনিও লিখতে থাকুন।

১৬| ১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:০৮

অনিক_আহমেদ বলেছেন: আমরা সবাই ব্যস্ত, যতটা না কাজে ব্যস্ত তার থেকেও বেশি "ভাব দেখাতে" ব্যস্ত। চরম বাস্তবতাকে ফুটিয়ে তুলেছেন। ভাল লাগল।

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:০২

ফয়সাল রকি বলেছেন: ধন্যবাদ অনিক_আহমেদ ভাই।
আসলে এরকম ব্যস্ত জীবন আমরা কেউ চাই না কিন্তু বাস্তবতা খুবই নির্মম ও দুঃখজনক।

১৭| ১৪ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১০

অপর্ণা মম্ময় বলেছেন: রাস্তার মোড়ে পাঁচজন যুবক মিলেমিশে সমবায়ের মাধ্যমে অপেক্ষাকৃত লম্বা ও শীর্ণকায় একজন যুবককে কেন মারছে তা নিয়ে দর্শকদের জন্য তেমন কোনো প্রতিক্রিয়া নেই।

--- সমবায়ের মাধ্যমে - মানেটা বুঝলাম না। কী মিলেমিশে পাঁচ জনে মিলে একজনকে মারছে এটা বুঝাতে চাচ্ছিলেন ?

আপনি ভালো লেখেন। আপনার ব্লগের অন্য লেখা গুলোও দেখব।
শুভকামনা রইলো।

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:১২

ফয়সাল রকি বলেছেন: সমবায় বলতে মিলেমিশে কাজ করছে বোঝাতে চেয়েছি, ঠিকই ধরেছেন।
স্বাগতম আমার ব্লগে। ভাল থাকবেন।

১৮| ১৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪৫

পার্থ তালুকদার বলেছেন: ইদানিং অনুগল্প লিখতে ইচ্ছে করছে। তাই অাপনারটা পড়লাম।
ভালো লিখেছেন ।

১৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫২

ফয়সাল রকি বলেছেন: লিখতে থাকুন.. পাঠে ধন্যবাদ।

১৯| ২২ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৯

দীপঙ্কর বেরা বলেছেন: ভালো লাগলো
ভালো লেখা

২৩ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২৬

ফয়সাল রকি বলেছেন: পাঠে ধন্যবাদ দীপঙ্কর বেরা ভাই।

২০| ৩১ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৩৯

খায়রুল আহসান বলেছেন: ছোট্ট একটি গল্পের মাধ্যমে শহরের বাস্তব চিত্র তুলে ধরেছেন নিপুণভাবে। নিষ্ঠুরতা, নির্দয়তা, পৈশাচিকতা দিনে দিনে আমাদের গ্রাস করে ফেলছে, আমরা ডুবে চলেছি অবক্ষয়ের অতল গহ্বরে।
ভাল লিখেছেন। + +
আপনার এর আগের পোস্টটিতেও (ছোটগল্প: অনির্ধারিত গন্তব্য) একটা মন্তব্য রেখে এসেছিলাম।

০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০৯

ফয়সাল রকি বলেছেন: ধন্যবাদ খায়রুল আহসান ভাই, মন্তব্যের জন্য।
এমন শহর তো আমাদেরই তৈরি, এখান থেকে আমাদেরই বেরিয়ে আসতে হবে।

২১| ০২ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৩

কালীদাস বলেছেন: আইনশৃংখলার অবনতির কথা উপরে কয়েকজন বলে গেছেন। আমি আরেকটা সাইড বলি: আমাদের অসাড়, বিমুঢ়, ভাবলেশহীন স্বভাব দিনকে দিন বাড়ছে। ধরেন হাঁটছি পথে, হঠাৎ একজন এসে আমার এক ঠ্যাং কেটে নিয়ে চলে গেল। আশেপাশে লোকজন তাকিয়ে দেখবে, কিছু বলবে না। দুয়েকজন চ্যাংড়া হয়ত এসে আমার কাটা ঠ্যাং এর সাইডে দাঁড়িয়ে সেলফি তুলবে। তারপর আমিও এক ঠ্যাংএ লাফিয়ে লাফিয়ে হাসপাতালে চলে যাব।

লেখাটা ভাল। সুমন করের মত আমিও মনে করি লেখাটাতে অন্তত দুইটা প্যারা হওয়া প্রয়োজন ছিল। এরকম কনসেনট্রেটেড থাকলে পড়তে সমস্যা হয় :(

০৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৮

ফয়সাল রকি বলেছেন: আমাদের অসাড়, বিমুঢ়, ভাবলেশহীন স্বভাব বিষয়টা এখানে তাই! ঠ্যাং কেটে নেবার ব্যাপারটা যর্থাথ বলেছেন।
আর দুই প‌্যারার বিষয়টা মাথায় থাকলো।
ধন্যবাদ মন্তব্যের জন্য।

২২| ১২ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৪

আমি তুমি আমরা বলেছেন: গল্পটা ভাল লেগেছে। দিনদিন আমরা সবাই যন্ত্রে পরিণত হচ্ছি, আশেপাশে অন্যায় দেখেও দেখি না, প্রতিবাদ বা প্রতিরোধ অনেক পরের কথা :(

তবে গল্পটা একাধিক প্যারায় ভাগ করলে পড়তে আরাম হবে।

১৪ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৯

ফয়সাল রকি বলেছেন: প‌্যারায় ভাগ করার বিষয়টা লেখার সময় মাথায় ছিল না। আসলে কোনো কথোপকথন না থাকায় ব্যাপারটা এমন ঘটে গেছে।
আর, হ্যাঁ, ইদানিং আমরা প্রায় সবাই গা বাঁচিয়ে চলার চেষ্টা করি, ঝামেলা মানেই এড়ানোর চেষ্টা থাকে।
ধন্যবাদ মন্তব্যের জন্য।

২৩| ১০ ই নভেম্বর, ২০১৯ রাত ২:২২

আফরিন নাজিয়া বলেছেন: ভালোই লাগলো আপনার এক প্যারায় লেখা ছোটগল্পটি... আমাদের দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া নির্মম বাস্তব ঘটনাকে অল্প কথায় সুন্দর করে তুলে ধরেছেন... আপনার লেখায় মুন্সীয়ানা আছে বলতে হবে..

১১ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৫৮

ফয়সাল রকি বলেছেন: পড়ার জন্য ও চমৎকার মন্তব্য করার জন্য ধন্যবাদ।
আপনিও ভালো লিখেন।

২৪| ২১ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ব্লগে আপনার অনেক গল্প পড়েছি। আবার পড়লাম। মন্তব্য রাখা হয়নি কেন বুঝতে পারছি না।
গল্পে ভালো লাগা রইলো। ++

২১ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১২

ফয়সাল রকি বলেছেন: হে হে হে.... আমি বরাবরই একটা কাজ করি, তা হলো, অফলাইনে পড়ি। কিন্তু সমস্যা হলো, এতে পরে আর মন্তব্য করা হয়ে ওঠে না। যাই হোক, আপনার ক্ষেত্রেও এমনটা ঘটতে পারে। তবে অনেক গল্প পড়েছেন জেনে ভালো লাগছে। সাথেই থাকবেন, আশাকরি আরো কিছু লেখা দিতে পারবো শীঘ্রই।

২৫| ২১ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
অফলাইন !! বুঝতে পেরেছি। পড়েছি মোবাইল থেকে। :)

২১ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২০

ফয়সাল রকি বলেছেন: ব্যাপারটা তাহলে কমন পড়ে গেছে।
ধন্যবাদ।

২৬| ২১ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ১৭ থেকে ২০
বিষের মাত্রা বেড়েই শুধু

অদ্ভুত শুন্যতাবোধে আক্রান্ত সকলেই নিজের একদিন বেঁচে থাকাকেই মিরাকল মনে করে তৃপ্ততার ভাণ করছি
অনিশ্চিত আগামীকালের ধোঁয়াশা ভাবনায় বুদ হয়ে!

ভ্রমরের ডানা, জুনাপু, কালীদাস দা' এবং প্রিয় সিনিয়র খায়রুল আহসান ভায়ার মন্তব্যে ভাল লাগা।

++++

২৫ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:৪৩

ফয়সাল রকি বলেছেন: ধন্যবাদ ভৃগুদা সুন্দর মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.