নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অমর একুশে গ্রন্থমেলা ২০২০-এ আমার দ্বিতীয় গল্গ্রন্থ যে সূর্যটা রানুর জন্য উঠেছিল আসছে নৈঋতা ক্যাফে-এর ব্যানারে। নয়টি ছোটগল্প নিয়ে সাজানো হয়েছে এ সংকলনটি। বন্ধুবর জাহিন জামাল বইয়ের ফ্ল্যাপে বই সম্পর্কে লিখতে গিয়ে যা বলেছেন-
"সকালে ঘুম থেকে ওঠা, দিনময় বিপুল কর্মকান্ডে ব্যস্ত থাকা আর দিনশেষে ঘরে ফিরে আবার পরের দিনের জন্য প্রস্তুতি নিয়ে ঘুমিয়ে পড়া। মোটা দাগে এই আমাদের জীবন। কিন্তু এই সরল জীবনকে যদি একটু গভীরভাবে বিশ্লেষণ করতে যাই তাহলে থাকে কী? অর্জন-ব্যর্থতার হিসেব পাশ কাটালে থাকে শুধু বিচ্ছিন্ন ছোট ছোট অনুভূতি-অভিজ্ঞতা আর সম্পর্কের খেলা। ফয়সাল রকি তাঁর দ্বিতীয় গল্পগ্রন্থ ‘যে সূর্যটা রানুর জন্য উঠেছিল’-তে সে অনুভূতি আর অভিজ্ঞতার গল্পগুলোই বলেছেন। জীবনের গভীর বোধ হয়তো এ গল্পগুলোয় পাওয়া যাবে না, কিন্তু শান্ত, স্নিগ্ধ, অগভীর জলের-ও যে সৌন্দর্য রয়েছে তাকে আমরা অস্বীকার করব কীভাবে?"
যে সূর্যটা রানুর জন্য উঠেছিল
ফয়সাল রকি
প্রচ্ছদ: আনিছুর রহমান
পাওয়া যাবে: নৈঋতা ক্যাফে
স্টল নং: ৪৮৩
অমর একুশে গ্রন্থমেলা ২০২০।
১৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৪
ফয়সাল রকি বলেছেন: ধন্যবাদ আপু।
২| ১৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৩১
নীল আকাশ বলেছেন: শুভ কামনা রইলো।
১৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৫
ফয়সাল রকি বলেছেন: ধন্যবাদ নীল দা।
৩| ১৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৮
পদ্মপুকুর বলেছেন: প্রচ্ছদটা দেখতে ভালো লাগছে। কে করেছে?
১৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৭
ফয়সাল রকি বলেছেন: প্রচ্ছদটা করেছেন আমার এক সিনিয়র ভাই, আনিস ভাই। তিনি একটি বিজ্ঞাপনী সংস্থায় কাজ করেন, ছবি আঁকেন। এবং সাধারণত বইয়ের প্রচ্ছদ করেন না, আমার অনুরোধ ফেলতে পারেননি। আমার আগের বইয়ের প্রচ্ছদটাও তিনি করেছিলেন।
৪| ১৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০২
রাজীব নুর বলেছেন: ইনোশাল্লাহ সংগ্রহ করবো। পড়বো।
১৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৭
ফয়সাল রকি বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই, দেখা হবে আশা করছি।
৫| ১৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৩২
চাঁদগাজী বলেছেন:
আপনার নিজের খরচে প্রকাশ করছেন, নাকি খরচ প্রকাশনার?
১৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৭
ফয়সাল রকি বলেছেন: কোনটা হলে ভালো হয়? আমার খরচে হলে যদি কিছু ডোনেট করতেন তাহলে আমার সুবিধা হতো, কী বলেন?
৬| ১৯ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০৯
দেবদাস বাবু বলেছেন: বইটি পড়ার অপেক্ষায় রইলাম।
১৯ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:৪৩
ফয়সাল রকি বলেছেন: অবশ্যই দেবদাস বাবু। মেলায় দেখা হবে আশা করছি।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
৭| ১৯ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫০
চাঁদগাজী বলেছেন:
লেখক বলেছেন, " কোনটা হলে ভালো হয়? আমার খরচে হলে যদি কিছু ডোনেট করতেন তাহলে আমার সুবিধা হতো, কী বলেন? "
-স্যরি, লেখক হওয়ার মতো কোন কিছু আপনার মাঝে নেই আপাতত
১৯ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:৪৭
ফয়সাল রকি বলেছেন: মনে হয় না, কখনো লেখক হতে পারবো। এতোদিন যে একটু আশার কুপি জ্বলু জ্বলু করছিল, তাও আজ নিভে গেলো।
তবে গাজী ভাই, কখনো কোনো কিছু পজিটিভলি দেখতে পারেন না? সবকিছুতেই আপনি নেগেটিভ ক্যান? যাইহোক, একটা বই আপনার কাছে বেচতে পারলে ধন্য হয়ে যেতাম!
৮| ১৯ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:২৯
পদাতিক চৌধুরি বলেছেন: প্রচ্ছদটা খুব সুন্দর হয়েছে। আপনার নয়া সৃষ্টির জন্য অগ্রিম শুভেচ্ছা রইলো। বইটির বাণিজ্যিক সাফল্য কামনা করি।
শুভকামনা প্রিয় রকিভাই।
১৯ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:৪৯
ফয়সাল রকি বলেছেন: ধন্যবাদ পদাতিকদা। কবে যে আপনার হাতে এক কপি পৌঁছাতে পারবো সে চিন্তায় আছি। চলে আসুন এই বইমেলাতেই।
৯| ২০ শে জানুয়ারি, ২০২০ রাত ১:৫৯
শের শায়রী বলেছেন: ৪৮৩ নাম্বার ষ্টল আশা রাখি দেখা হবে। শুভ কামনা ব্রাদার।
২০ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:৫৪
ফয়সাল রকি বলেছেন: বিশেষ করে ছুটির দিনগুলোতে থাকার চেষা করবো।
ধন্যবাদ শের শায়রী ভাই।
১০| ২০ শে জানুয়ারি, ২০২০ সকাল ৮:৩৬
ইসিয়াক বলেছেন: শুভ কামনা রইলো ভাইয়া।
২০ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:৫৯
ফয়সাল রকি বলেছেন: ধন্যবাদ ইসিয়াক ভাই।
১১| ২০ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:২০
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই, দেখা হবে আশা করছি।
অবশ্যই দেখা হবে। সেলফি হবে।
২০ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:০০
ফয়সাল রকি বলেছেন: সেলফি মিস হবে না ইনশাল্লাহ।
১২| ২০ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:০০
বৃতি বলেছেন: অনেক শুভেচ্ছা থাকলো, বই পাঠকপ্রিয় হোক।
২০ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:০৩
ফয়সাল রকি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ বৃতি।
১৩| ২০ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:০২
বোকা মানুষ বলতে চায় বলেছেন: শুভকামনা রইল।
২১ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:০৯
ফয়সাল রকি বলেছেন: ধন্যবাদ বোকা ভাই।
১৪| ২০ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:৪২
পদাতিক চৌধুরি বলেছেন: প্রতিমন্তব্যে আবার আসা। আপনি যে আন্তরিকভাবে বইটি পৌঁছে দেওয়ার কথা বললেন তাতে আমি আপ্লুত। ধন্যবাদ আপনাকে।
একুশে বই মেলায় যাব তবে দুই হাজার কুড়িতে নয় 2021 এ। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আশা রাখি।
২১ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৩৪
ফয়সাল রকি বলেছেন: আবারো ফিরে এসে মন্তব্য করার জন্য ধন্যবাদ। আশাকরি ২০২১-এ আসবেন এবং দেখা হবে।
ভালো কথা, কদিন আগে অভিশপ্ত নামে একটা গল্প দিয়েছিলাম, সময় পেলে পড়বেন।
১৫| ২০ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৪
দৃষ্টিসীমানা বলেছেন: শুভ কামনা রইল ।
২১ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:০৪
ফয়সাল রকি বলেছেন: ধন্যবাদ দৃষ্টিসীমানা। স্টলে আমন্ত্রণ রইলো।
১৬| ২১ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৪৫
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
অনেক শুভকামনা। গত কয়েক বছর বই কেনা হয়ে ওঠেনি। এইবার ইচ্ছা আছে।
ভালো থাকবেন।
২১ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০৯
ফয়সাল রকি বলেছেন: অবশ্যই। দেখা হবে মেলায়।
১৭| ২৫ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:১০
রূপম রিজওয়ান বলেছেন: শুভকামনা জানবেন।
গল্পগ্রন্থ প্রকাশনার সার্বিক সফলতা কামনা করি।
২৫ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:২৮
ফয়সাল রকি বলেছেন: ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।
১৮| ২৬ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:১৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: যে সূর্যটা রানুর জন্য উঠেছিল : গ্রন্হমূল্য কত ? কোথাও লেখা নাই ।
.....................................................................................
সামুর ক্রেতাদের জন্য কত ডিস্কাউন্ট আছে ? হা হা হা
২৬ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:১৩
ফয়সাল রকি বলেছেন: হে হে হে... মূল্য ২৫০ টাকা. মেলায় ২৫% ডিসকাউন্টে পাবেন। সামুর ক্রেতাদের জন্য স্পেশাল রেট- ২৫% ডিসকাউন্ট!
মন্তব্যের জন্য ধন্যবাদ।
১৯| ২৮ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪৪
এম এ হানিফ বলেছেন: শুভকামনা।
©somewhere in net ltd.
১| ১৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:২৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: শুভকামনা