নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হে প্রতীক্ষারত প্রেমিকারা
তোমরা এখনো যারা জেগে আছো
তারা খানিকটা ঘুমিয়ে নিতে পারো;
আমার ফিরতে সামান্য দেরি হতে পারে
কারণ আমি আটকে পড়েছি সময়ের
এক মায়াবী সড়কে!
অথচ সারা পৃথিবীতে তখন চলছে
ঘোষিত কিংবা অঘোষিত লকডাউন;
সেখানে আমি
একবার চলে গেছি প্রস্তর যুগে,
মানুষে মানুষে ঠোকাঠুকি
বাঁচার আপ্রাণ চেষ্টা চলে এনালগ দুনিয়ায়;
পরক্ষণেই চলে গেছি-
আমার জন্মের ঠিক আগ মুহূর্তে
যেখানে আমার উদ্বিগ্ন বাবা পায়চারী করছেন
বাড়ির উঠোনে, আর মা তখন লড়াই করছেন
আমাকে বাঁচাতে!
গ্রাম্য ডাক্তার বলছে-
জটিল সমস্যা! মা বাঁচাবো না শিশু?
কেউ সিদ্ধান্ত নিতে পারে না!
আবার ফিরে আসি
বর্তমানে!
হ্যাঁ, বর্তমানে, যেখানে
আমার প্রেমিকারূপী দায়িত্বেরা অপেক্ষমান।
ছবি: গুগল।
০৯ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:২৪
ফয়সাল রকি বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই।
২| ০৯ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:৩৩
মিরোরডডল বলেছেন: প্রথম ছয়টা লাইন ভালো লেগেছে
০৯ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:৪৭
ফয়সাল রকি বলেছেন: ধন্যবাদ মিরোরডডল। সাবধানে থাকুন, সুস্থ থাকুন।
৩| ০৯ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:৫০
মিরোরডডল বলেছেন: ইউ টু রকি
০৯ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:২৮
ফয়সাল রকি বলেছেন: ধন্যবাদ
৪| ০৯ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:০৪
নেওয়াজ আলি বলেছেন: খুব সুন্দর কবিতা
০৯ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:২৯
ফয়সাল রকি বলেছেন: ধন্যবাদ নেওয়াজ আলি। সাবধানে থাকুন, সুস্থ থাকুন।
৫| ১০ ই এপ্রিল, ২০২০ সকাল ৯:১৬
ইসিয়াক বলেছেন: চমৎকার কবিতায় ভালো লাগা।
১২ ই জুলাই, ২০২০ বিকাল ৫:০৬
ফয়সাল রকি বলেছেন: ধন্যবাদ।
৬| ১২ ই জুলাই, ২০২০ বিকাল ৫:০৮
ইসিয়াক বলেছেন: এতোদিন কোথায় ছিলেন?
১৭ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৫
ফয়সাল রকি বলেছেন: খুবই জটিল প্রশ্ন!!!
অনেকদিন আগে প্রশ্নটা করেছিলেন, ভুলে গেছি কোথায় ছিলাম।
৭| ১৯ শে নভেম্বর, ২০২০ রাত ৮:০৬
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: দারুণ ভালো লাগলো । শুভেচ্ছা ও শুভকামনা জানাই অবিরাম। ভালো থাকবেন।
২২ শে নভেম্বর, ২০২০ দুপুর ২:৫৬
ফয়সাল রকি বলেছেন: ধন্যবাদ সাখাওয়াত ভাই।
ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ০৯ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:২১
রাজীব নুর বলেছেন: প্রানবন্ত।