নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চূড়ান্ত রকম ফাঁকিবাজ একজন মানুষ আমি!

ফয়সাল রকি

Know thyself.

ফয়সাল রকি › বিস্তারিত পোস্টঃ

আমি একজন কচ্ছপ ব্লগার(!)

১৫ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:৪০



আমার একটা ফেসবুক একাউন্ট ছিল।
সেখানে নিয়মিত পোস্ট দিতাম, অন্যদের কমেন্ট করতাম। তারপর একসময় অন্যদের কমেন্ট করতে বিরক্ত লাগা শুরু করলো। কমেন্ট করা থেকে বিরত থাকলাম। আমার পোষ্টে অন্যেরা কমেন্ট করতো সেগুলোর নিয়মিত উত্তর দিতাম। লাইক রিয়েক্ট দিতাম। পরে সেগুলোর উত্তর দেয়া বন্ধ করে দিলাম। যেমন, হয়তো একটা প্রকৃতির ছবি পোষ্ট করেছি সেখানে পড়লো কয়েকটা স্টিকার কমেন্ট, এক গোছা ফুল কিংবা বাহুবলী সিনেমার কোনো চরিত্রের নৃত্য। এগুলোর কী উত্তর দেয়া যায় ভাবতে থাকি। কালে-ভদ্রে দুয়েকজনকে উত্তর দিতাম। এভাবে আরো কিছু দিন পার হলো। তারপর পোষ্ট দেয়া বন্ধ করে দিলাম। ইচ্ছা করে না। শুধু মোবাইল ফোনের স্ক্রিণে স্ক্রল করি আর স্ক্রল করি। অন্যদের পোষ্ট দেখি। লাইক রিয়েক্ট দিই। অন্যদের পোষ্ট দেখতেও একসময় বিরক্ত লাগা শুরু হলো। দিলাম একাউন্ট টেম্পোরারি ডিজেবল করে। মেসেঞ্জার বন্ধ করলাম না, অনেকেই যোগাযোগ করে। মাঝে মাঝে নির্ধারিত অফিস সময়ের বাইরেও কাজ করতে হয় তখন আমার পাঁচ বছর বয়েসী ছেলেটা ভিডিও কল করে। তবে এখন মাসে একবার বা দুবার লগিন করি ফেসবুকে। তারপর আবার ডিজেবল করে দেই। আমার ফেসবুক একাউন্ট যে ডিজেবল বা খুঁজলে পাওয়া যায় না তা খুব কম সংখ্যক মানুষই ধরতে পেরেছে। যেমন, আমার সময় বয়েসী কাজিন আমাকে জিজ্ঞেস করলো, তোর ফেসবুক কী হয়েছে?
বললাম- ডিজেবল করে রেখেছি।
- ডিজেবল কেন?
- এমনি। তোর সমস্যা কী?
- আমার তো একই প্রশ্ন, তোর সমস্যা কী?
আমার কেউ কাউকে উত্তর দিলাম না। দেখা হলে আলাপ হবে বলে সেদিন ফোন রেখেছিলাম।

যাই হোক, ব্লগেও অবস্থা বেশ খারাপ। পোষ্ট দেয়া হয় না। ব্লগ লিখছি- ১১ বছর ৪ মাস (!) অথচ পোষ্ট মাত্র ৯২টি, মন্তব্য করেছি ২৯৮০টি, মন্তব্য পেয়েছি ১৯৩৪টি। সর্বশেষ কয়েকটা পোষ্টে নিয়মিতভাবে মন্তব্যগুলোর প্রতিউত্তর করা হয়নি। তবে প্রায় প্রতিদিনই একবার হলেও সামুতে আসি। দুই চারটা পোষ্ট পড়ি কিন্তু লগিন করা হয় না। কমেন্টও করি না, রিপ্লাইও করি না। পোষ্ট দেয়া তো দূরের কথা!

চাঁদগাজী সাহেবের ভাষায় আমি একজন কচ্ছপ ব্লগার।
কতখানি ব্লগার হতে পেরেছি জানি না, পাঠক হিসেবে খুব একটা মন্দ নই।

++++

ছবি: গুগলমামা।

মন্তব্য ৫৪ টি রেটিং +৯/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:৫৫

খায়রুল আহসান বলেছেন: তাও ভাল। একাউন্ট ডিযেবল করা, পোস্ট ড্রাফটে নেয়া, ইত্যাদির চেয়ে বরং কচ্ছপ হয়েই থাকুন। কচ্ছপই তো শেষ পর্যন্ত খরগোশকে হারিয়ে অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যায়।
তবে মাঝে মাঝে এক আধবার নিজের কিংবা অন্যের পোস্টে এসে হাই হ্যালো বলে যাওয়াটা মন্দ হয় না বটে! :)

১৫ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:০১

ফয়সাল রকি বলেছেন: না, একাউন্ট ডিজেবল করা, পোষ্ট ড্রাফটে নেবার ইচ্ছা আপাতত নেই। সময় পাই না। আবার একসাথে অনেক কিছু করতে ইচ্ছা করে। তখন প‌্যাঁচ লেগে যায়। বউ একটা গীটার কিনে দিল, বড়া বয়সে গীটার শিখি। বাচ্চার সাথে খেলি, বই পড়ি, অফিস করি.... ব্লগে নিয়মিত আসা হয় না (মানে লগিন করা হয় না আরকি)।
আর এভাবেই যদি খরগোশকে হারানো যায় মন্দ কী :)

২| ১৫ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:০৫

চাঁদগাজী বলেছেন:



আপনি ঠিক আটলান্টিকের কচ্ছপ নন, আপনি বাংলাদেশের দীঘির শ্যাম কচ্ছপ ব্লগার, নীড়ের খবর রাখেন। আমার মনে আছে, 'শবনম' বই নিয়ে আপনার আলোচনার সময়, আমি আপনার উত্তরের অপেক্ষা করে হতাশ হয়নি।

১৫ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:০৯

ফয়সাল রকি বলেছেন: হে হে হে.... এবারো আপনাকে নিরাশ করলাম না। B-)

৩| ১৫ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:২০

নেওয়াজ আলি বলেছেন: এবার একটা দৌড় দিতে চেষ্টা করা যায় কিনা।

১৫ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:২১

ফয়সাল রকি বলেছেন: ঠিক আছে, মাথায় থাকলো বিষয়টা।

৪| ১৫ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:২১

পদাতিক চৌধুরি বলেছেন: কেমন আছেন রকি ভাই?
যাক কচ্ছপ বলাতে পোস্ট দিলেন, এটাই আমাদের বড় পাওনা।
পরিবারকে সময় দিন, অফিস করুন,সব মেনেও বলবো,দিনে অন্তত একবার কম সময়ের জন্য হলেও ব্লগে ফিরুন। আপনার দীর্ঘ এগারো বছরের ব্লগিং জীবনে কীভাবে সামু ব্লগকে দেখলেন,সেই সোনালী দিননিয়ে পোস্ট দিয়ে আমাদেরকে ঋদ্ধ করুন।
শুভেচ্ছা জানবেন।

১৫ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:২৩

ফয়সাল রকি বলেছেন: কচ্ছপ বলাতে পোষ্ট দিলাম কথা সত্য! গণ্ডার বললে হয়তো দেয়া হতো না্। তখন মনে হতো- সত্যিই তো চামড়া মোটা হয়ে গেছে B-)

৫| ১৫ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমি ডিজেবল করি না। হাজার হাজার পোস্ট দিতে থাকি, লাইক কমেন্টর আশাও করি না। আমার স্মৃতিগুলো জমা থাকে ফেবুতে। বছর ঘুরলেই স্মৃতি ঘরে ফিরিয়ে নিয়ে যায়। ভালো লাগে তবে ফেসবুক একটা চুম্বক, আঠা লেগে থাকে , নেশা কমাতে হবে

পোস্ট ভালো লাগলো। তবে ফেবুতে অনেক প্রিয়জনদের কাছে পাই এটা ভালো লাগে।

ধন্যবাদ

১৫ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০২

ফয়সাল রকি বলেছেন: নেশা কমানোটা জরুরী। তবে ইদানীং ভালো লাগছিলো না। মানুষজনের ভন্ডামী গুলো বিরক্ত লাগছিলো তেমনি আবার ফোন হাতে নিলেই ঘন্টার ঘন্টা সময় চলে যাচ্ছিল।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

৬| ১৫ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:৪০

রাজীব নুর বলেছেন: আমিও আগে কচ্ছপ ছিলাম।

১৫ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৩

ফয়সাল রকি বলেছেন: আপনি তো এখন রকেট! আপনার গতির কাছাকাছি যাওয়াও কঠিন!

৭| ১৫ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০২

মরুর ধুলি বলেছেন: হ্যালে কচ্ছপ ভাই।

১৫ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৪

ফয়সাল রকি বলেছেন: হ্যালে মরুর ধুলি ভাই। কেমন আছেন?

৮| ১৫ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১১

মরুর ধুলি বলেছেন: আলহামদুলিল্লাহ ভাই। আমার জন্য দোয়া কইরেন। যেন ব্লগে টিকে থাকতে পারি।

১৫ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫০

ফয়সাল রকি বলেছেন: অবশ্যই। চেষ্টা করুন। ব্লগে সময় দিন। ভালো ভালো পোষ্ট দিন।
শুভ কামনা রইলো।

৯| ১৫ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫৪

কালো যাদুকর বলেছেন: আমার অবস্থা হয়েছে আপনার মত। এই ফেসবুক , টুইটার এগুলোই মেইন সমস্যা। চেস্টা করুন নিয়মিত লিখতে।

আমিও ফেবুকে নেই সে অনেক বছর হল।

১৫ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৮

ফয়সাল রকি বলেছেন: ফেসবুক ইউটিউট এ প্রচুর সময় যায়।
নিয়মিত হবার চেষ্টা করবো।
ধন্যবাদ।

১০| ১৫ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪৪

ওমেরা বলেছেন: ব্লগিং হচ্ছে অবসরের কাজ তাই সব সময় একই রকম থাকা সম্ভব না , কখনো কচ্ছপ কখনো খরগোশ হতেই হবে।
আপনি আপনার ইচ্ছে মতই ব্লগিং করুন আর ভালো থাকুন।

১৬ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:২৯

ফয়সাল রকি বলেছেন: ধন্যবাদ ওমেরা। ব্লগিং আসলেই অবসরের কাজ। চেষ্টা করি একটিভ থাকার।
আপনিও ভালো থাকুন।

১১| ১৫ ই নভেম্বর, ২০২০ রাত ৮:০৪

করুণাধারা বলেছেন: এগারো বছর চার মাসে মন্তব্য করেছেন ২৯৮০টা।

এগারো বছর চার মাস= ১১*১২+৪ মাস= ১৩৬ মাস = ১৩৬*৩০দিন= ৪০৮০ দিন= ৪০৮০*২৪ ঘন্টা= ৯৭,৯২০ ঘন্টা।

৯৭৯২০ ঘন্টায় মন্তব্য করেছেন ২৯৮০, আর এখন চার ঘণ্টায় মন্তব্য করেছেন নয়টা!! কচ্ছপকে রকেট বানানো- চাঁদগাজীর এলেম আছে!!

১৬ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:৩১

ফয়সাল রকি বলেছেন: জটিল হিসাব কষেছেন দেখছি।
আরেকটা হিসাব যদি যোগ করা যেত তাহলে ভালো হতো, সেটা হলো- ----- এতোগুলো ব্লগ পড়েছি!
আপতত গতি বাড়াই। গাজীসাহেবকে ধন্যবাদ। সাথে আপনাকেও।

১২| ১৫ ই নভেম্বর, ২০২০ রাত ৯:২৫

ইসিয়াক বলেছেন: কেমন আছেন ভাইয়া?
এবারের বইমেলাতে কি আপনার কোন বই আসছে?
শুভকামনা।

১৬ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:৩২

ফয়সাল রকি বলেছেন: আলহামদুলিল্লাহ ভালো আছি।
এবার বইমেলা নিয়ে দ্বিধায় আছি। লেখা পুরাপুরি রেডি করতে পারিনি। তবে শেষ মুহূর্তে লেখা রেডি হয়ে যেতেও পারে।
ভালো থাকবেন।
ধন্যবাদ।

১৩| ১৫ ই নভেম্বর, ২০২০ রাত ৯:৪২

স্থিতধী বলেছেন: আপনাকে ব্লগ প্রত্যাবর্তনে স্বাগতম! আমিও খানিকটা আপনার মতই ফেসবুক নামক আস্তানাটিকে আজ তিন বছরেরও বেশী সময় ধরে ডিএক্টিভ করে রেখে দিয়েছি। সেই উছিলাইতেই একদা শখে খোলা সামু একাউন্টে আবার ফিরে এলাম সাম্প্রতিক কালে। আপনার ব্লগে ফেরা সার্থক হোক।

১৬ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:৩৬

ফয়সাল রকি বলেছেন: ধন্যবাদ স্থিতধী।
সামুর একটা মায়া আছে। কাজেই চাইলেও সহজে দূরে যাওয়া যায় না।
ফেসবুকে হয়তো আবার ফিরবো। তবে সামুতে আরো অনেকদিন থাকতে চাই।
ভালো থাকবেন।

১৪| ১৫ ই নভেম্বর, ২০২০ রাত ১০:০৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনি তো এখন রকেট! আপনার গতির কাছাকাছি যাওয়াও কঠিন!

অচিরেই আমি থেমে যাবো। এবং আপনি আমাকে ছাড়ীয়ে যাবে। এটা আপনি পারবেন।

১৬ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:৩৭

ফয়সাল রকি বলেছেন: আরো কিছুদিন চলুক। আপনি বেকার জীবন থেকে স্বকার হন, তারপরও চালিয়ে যান। গতি হারাবেন না।
আমরাও গতি বাড়ানোর চেষ্টা করবো। তবে আপনার গতি থাকা দরকার আছে আমাদের জন্য।
শুভ কামনা।

১৫| ১৫ ই নভেম্বর, ২০২০ রাত ১০:০৫

মুজিব রহমান বলেছেন: এই করোনাকাল বাদ দিলে আমার পোস্ট আপনার মতোই হতো। মন্তব্যও হয়তো তাই হতো। আমাদের মধ্যে অনেক ভিন্নতা থাকবে, ভিন্নমত থাকবে, মন্দ লাগা থাকবে, ভাল লাগাও থাকতে পারে। ভাল থাকুন।

১৬ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:৩৯

ফয়সাল রকি বলেছেন: ধন্যবাদ মুজিব ভাই।
করোনা পরবর্তী সময়েও আপনি একই গতিতে থাকুন কামনা করি।

১৬| ১৫ ই নভেম্বর, ২০২০ রাত ১১:৩২

খায়রুল আহসান বলেছেন: @করুণাধারা,
চাঁদগাজীর এলেম আছে!! - এর উপরে আর কোন কথা নেই।
গাণিতিক বিশ্লেষণটুকুর জন্য ধন্যবাদ।

১৬ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:৪৪

ফয়সাল রকি বলেছেন: দুজনই যথেষ্ট এলেমধারী!
তবে আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। এরকম দুই/চার লাইনের একটা পোষ্টে এতো সাড়া পাবো আশা করিনি।
ভালো থাকবেন।

১৭| ১৫ ই নভেম্বর, ২০২০ রাত ১১:৪০

নূর আলম হিরণ বলেছেন: যাক চেষ্টা করুন, চেষ্টা করলে গতি অবশ্যই পাবেন।

১৬ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:৪৫

ফয়সাল রকি বলেছেন: চেষ্টা করলে গতি অবশ্যই আসবে। তবে কচ্ছপ হয়ে থাকার একটা মজাও কিন্তু আছে।

১৮| ১৬ ই নভেম্বর, ২০২০ রাত ১:১৮

সোহানী বলেছেন: করুণাধারা আপু যা বলেছেন, "কচ্ছপকে রকেট বানানো- চাঁদগাজীর এলেম আছে!!" এরপর কিছু বলা ঠিক না........... হাহাহা

১৬ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:৪৫

ফয়সাল রকি বলেছেন: হাসলে চলবে না। গাজী সাহেবের অবশ্যই এলেম আছে।

১৯| ১৬ ই নভেম্বর, ২০২০ সকাল ১০:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: কচ্ছপ দেখতে এয়ে রকেট দেখৈ গেলামু ;)
মন্দ নয়
হা হা হা

১৬ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:৪৭

ফয়সাল রকি বলেছেন: আমি তো ভেবেছিলাম কচ্ছপ থেকে শামুকে পরিণত হবো!
গতি মনে হয় খানিকটা বেড়ে গেছে!
মন্তব্যর জন্য ধন্যবাদ ভৃগুদা।

২০| ১৬ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:৩৯

ধ্রুবক আলো বলেছেন: কচ্ছপ :D

১৬ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:৪৮

ফয়সাল রকি বলেছেন: রূপান্তিরত!

২১| ১৬ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:৩৭

জুন বলেছেন: মি ঠ্যু :`>

১৬ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:৫০

ফয়সাল রকি বলেছেন: কী বলেন! আপনি তো প্রায় নিয়মিত পোষ্ট দেন আর তাছাড়া সব মন্তব্যর প্রতিউত্তর দেন!
যাইহোক, চলেন আমরা সবাই কচ্ছপ থেকে খরগোশ-এ রূপান্তরিত হই।

২২| ১৭ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:০৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: নেট স্লো বলে গতকাল করা আপনার পোস্টে মন্তব্য লোড হয়নি, প্রতিউত্তর খুজতে এসে বুঝতে পারলাম।

বকচ্ছবদের পোস্ট অনুসারে নিজেকে কেন কচ্ছপ ব্লগার ভাববেন। আপনি এমতে লেখালেখি নিয়ে ব্যস্ত থাকেন।

যখন সময় হয় তখন ব্লগে আসেন, আসবেন ?

১৭ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:৪৭

ফয়সাল রকি বলেছেন: কথাটা মন্দ বলেন নি। মাঝে মাঝে তো এসে ঘুরে যাই। চেষ্টা চালিয়েই যাবো, যেমনটা প্রায় এক যুগ ধরে চালিয়ে যাচ্ছি।

সর্বশেষ যে গল্পটা দিলাম সেটা বোধহয় আপনার পড়া হয়নি।
https://www.somewhereinblog.net/blog/faisalrocky/30303333
সময় থাকলে ঘুরে আসবেন।

২৩| ১৮ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:২৮

কবিতা পড়ার প্রহর বলেছেন: ১১. ১৫ ই নভেম্বর, ২০২০ রাত ৮:০৪৩

করুণাধারা বলেছেন: এগারো বছর চার মাসে মন্তব্য করেছেন ২৯৮০টা।

এগারো বছর চার মাস= ১১*১২+৪ মাস= ১৩৬ মাস = ১৩৬*৩০দিন= ৪০৮০ দিন= ৪০৮০*২৪ ঘন্টা= ৯৭,৯২০ ঘন্টা।

৯৭৯২০ ঘন্টায় মন্তব্য করেছেন ২৯৮০, আর এখন চার ঘণ্টায় মন্তব্য করেছেন নয়টা!! কচ্ছপকে রকেট বানানো- চাঁদগাজীর এলেম আছে!!


দারুন একটা মন্তব্য

তবে সবকিছুর রং ই আসলে ফিকে হয়ে যায়।

সে যত বড় নেশাই হোক না কেনো....

১৮ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:৪২

ফয়সাল রকি বলেছেন: আমার ব্লগ বাড়িতে আপনাকে স্বাগতম।
নেশা থেকে বের হয়ে আসাটাও খুব কঠিন একটা বিষয়। দীর্ঘ কুড়ি বছর ধুমপানের অভ্যাস ছেড়েছি, ফেসবুক ছাড়াটা ততটা মারাত্মক হবে না আশা করি। তবে সামুতে বারবার ফিরে আসি। সামু একটা ভালোবাসা।

২৪| ১৮ ই নভেম্বর, ২০২০ রাত ৯:১৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সুস্বাগতম কচ্ছপ ভায়াকে । ;)
অনেকদিন পর ব্লগে এলেন।

১৯ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:০৬

ফয়সাল রকি বলেছেন: আবার কচ্ছপে পরিণত হবো দ্রুতই আশাকরি।

২৫| ২২ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:৩৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আশা করি ভাল আছেন। ব্লগে নভোনীল গল্প সম্পর্কে আপনি জানেন কিনা জানিনা ?

১৩ জন ১৩টি পর্ব লিখেছে ? লিংক দিলাম। আমাদের আসা ছিল ২০ তম পর্ব পর্যন্ত লিখে রেকর্ড করা এক গল্পের ২০ লেখক।

কিন্তু এ নিয়ে অনেক উচ্ছাস থাকলেও কেউ এগিয়ে আসছেনা। আপনি যদি একটা পর্ব
লিখতেন দারুন হতো।

নভোনীল পর্ব ১৩ (রিম সাবরিনা জাহান সরকারের অসম্পূর্ণ গল্পের ধারাবাহিকতায়)

২২ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:১০

ফয়সাল রকি বলেছেন: আমি অফলাইনে কয়েকটা পর্ব পড়েছি। মন্তব্য করা হয়নি বোধহয়।
আপনার আমন্ত্রণ গ্রহণ করলাম। একটু সময় লাগবে। অন্তত ১৩টা পর্ব পড়তে তো হবে!
ধন্যবাদ।

২৬| ২৩ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:৫৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আসিতেছে ১৪তম পর্ব এটা নিয়ে একটা রম্য পোস্ট দিব আজ। কিছুটা বিজ্ঞাপনের মত। যাতে নভোনীল নিয়ে আবারও সবাই সজাগ হয়। অনুরোধ গ্রহণ করায় আন্তরিক ধন্যবাদ। আপনার নামটা উল্লেখ করব না , কবে আসতে নতুন পর্ব সেটাও উল্লেখ করবো না, চমক থাকুক।

২৫ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:৫৭

ফয়সাল রকি বলেছেন: জানি না কেমন হলো! পরীক্ষায় পাশ না ফেল তা আপনারা বিচার করতে চাইলে করতে পারেন, কিন্তু পরীক্ষাটা শেষ করতে পেরে বড়ো রিল্যাক্স লাগছে!
আরেকটা ভয় পাচ্ছিলাম। দেখা গেল, আমি পোস্ট করার আগেই কেউ একজন ১৪ তম পর্ব পোষ্ট করে দিল! তখন কেমন হতো!!! বিপদ না একটা!

২৭| ২৪ শে নভেম্বর, ২০২০ রাত ১১:০৭

ঢুকিচেপা বলেছেন: নভোনীল টিমে যোগ দিচ্ছেন জেনে অভিনন্দন।
আর কচ্ছপ গতি হলেও নিয়মিত হবেন সেই কারণে লাইক দিয়ে গেলাম।

২৫ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:৫৮

ফয়সাল রকি বলেছেন: কচ্ছপ গতিতেই যোগ দিলাম।
ধন্যবাদ ঢুকিচেপা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.