নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চূড়ান্ত রকম ফাঁকিবাজ একজন মানুষ আমি!

ফয়সাল রকি

Know thyself.

ফয়সাল রকি › বিস্তারিত পোস্টঃ

অনুগল্প: আইসোলেটেড লাভ (রিপোষ্ট)

১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৫৯



উৎসর্গ: রাজসোহান ভাই কে।

তার হাতে একটা লাল রঙের গোলাপ ফুল দেখে ভরসা পাচ্ছে না সোহান। ভ্যালেনটাইন ডে’র দিনে কমলা রঙের শাড়ি পরে কার জন্য গোলাপ নিয়ে অপেক্ষা করছে শবনম, নাকি অন্য কেউ দিয়ে গেছে? নাহ তেমনটা তো হবার কথা নয়। সাইকোলজী থার্ড ইয়ারের মেয়েটা ক্যাম্পাসের প্রথম দশজন সুন্দরী মেয়েদের মধ্যে একজন, তার হাত থেকে গোলাপ পেতে চাইবে যে কোনো ছেলে যদিও সেই সৌভাগ্য এখনো কারো হয়নি। তবে ভাল বন্ধুর তালিকার প্রথম দিকে সোহানের নামটা থাকবেই নিশ্চিত।
দশ টাকার চীনা বাদাম কিনে পকেটে রাখলো সোহান। চিবুতে চিবুতে গিয়ে বসলো শবনমের পাশে, বললো, কি রে, কার জন্য গোলাপ নিয়ে অপেক্ষা করছিস?
- কি যে বলিস না সোহান! আমি আর কার জন্য অপেক্ষা করবো?
- তাহলে এতো সেজেগুজে বসে আছিস কেন?
- সবাই তো কম বেশি সেজেছে আর আমি সাজলেই দোষ হয়ে যায় নাকি।
- তা না। কিন্তু এত সুন্দরভাবে সেজেগুজে গোলাপ হাতে বসে আছিস দেখে একটু মায়া লাগছে তোর জন্য। মনে হচ্ছে, আহারে মেয়েটা! ছ্যাঁকা ট্যাঁকা খেলো নাকি?
- সোহান ভাল হবে না বলে দিচ্ছি...
- ভুল কি বললাম বল? আমার হাতে এখন একটা গোলাপ থাকলে কি করতাম জানিস?
- কি করতি?
- দে ফুলটা দে।
সোহান শবনমের হাত থেকে ফুলটা নিয়ে উঠে দাঁড়াল। তারপর শবনমের সামনাসামনি দাঁড়িয়ে ঝুপ করে হাঁটু গেড়ে বসে পড়লো। পুরাপুরি সিনেমা স্টাইলে ফুলটা এগিয়ে ধরলো এক হাতে আর একটা হাত ভাঁজ করে নিজের পিঠের ওপর রাখলো। তারপর বললো, তুমি জানো না তোমাকে আমি কত ভালবাসি। যেদিন তোমাকে প্রথম দেখেছি সেদিন থেকেই তোমার প্রেমে আমি পাগল। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। শবনম উইল ইউ মারি মি?
শবনম সোহান পাগলাটার আকস্মিক প্রেম নিবেদন বিস্মিত হয়ে চেয়ে রইল। চোখদুটো ছোট ছোট করে বললো, সোহান, সত্যি?
সোহান ফিক করে হেসে দিয়ে দ্রুত গতিতে আগের মতো শবনমের পাশে এসে বসলো, বললো, ভ্যাট... সত্যি হবার কোনো কারণ আছে? হা হা হা।

ফটো: গুগল মামা।

মন্তব্য ২৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৪৩

পদ্মপুকুর বলেছেন: ভ্যাটট, এইড্যা কিছু হইলো? আমি দোতালায় ইসলামিক স্টাডিজের বারান্দায় দাঁড়ায়া স্পষ্ট দেখতেছিলাম নিচের রাস্তার পাশে ইউক্যালিপটাস গাছের নিচে সোহান আর শবনমের এই কাহিনী দেখতেছিলাম, একটা সফল পরিণতি দেখার সম্ভাবনায় কেমন সুখ সুখ লাগছিলো...... আর মাঝখানে আপনি কই নিয়া ঠেকাইলেন?

ধুর... X(

তয় গল্পে প্লাস।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:০১

ফয়সাল রকি বলেছেন: শেষ পর্যন্ত প্রেমটা হয় নাই। সোহান ভাই সামনে আগায় নাই।

ধন্যবাদ।

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:০৫

হাসান মাহবুব বলেছেন: সোহানরে ধইরা দিমু এক থাবড়!

১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:০৩

ফয়সাল রকি বলেছেন: মাফ করে দিয়েন বেচারাকে B-))

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৪৫

রাজীব নুর বলেছেন: সোহান শবনম ভালো থাকুক।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:১৫

ফয়সাল রকি বলেছেন: দোয়া করবেন।

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:০২

আখেনাটেন বলেছেন: মনে রাখবেন রকি সাব, মন ভাঙা আর মন্দির ভাঙা একই কথা......খোদার কসম বলছি.....কি বলছি..... :P

চমৎকার লেখা।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:১৯

ফয়সাল রকি বলেছেন: না ভাঙলে নতুন সম্পর্ক পড়বে কী করে! ভাঙা গড়ার খেলা চলতেই থাকবে।
ধন্যবাদ।

৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:১৮

ওমেরা বলেছেন: চমৎকার গল্প !

১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৩০

ফয়সাল রকি বলেছেন: ধন্যবাদ ওমেরা। ভালো থাকবেন।

৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৪৩

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর লিখেছেন। ফাগুনের শুভেচ্ছা

১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৪৯

ফয়সাল রকি বলেছেন: আপনার প্রতিও ফাগুনের শুভেচ্ছা ... ধন্যবাদ।

৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৪৫

করুণাধারা বলেছেন: অনু গল্পের সমাপ্তিতে চমক থাকলে সেটাকে সার্থক অনু গল্প বলা যায়। এই গল্পের সমাপ্তি তা ভেবেছিলাম তা না হয়ে অন্য কিছু হলো- তাই ভালো লেগেছে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:০৪

ফয়সাল রকি বলেছেন: গল্পটা সামুতে অনেক দিন আগে দিয়েছিলাম, গতকাল হঠাৎ লগিন করতে গিয়ে মনে হলো রিপোষ্ট করি। তাই।
চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ।

৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৪৮

ঢুকিচেপা বলেছেন: মাশাআল্লাহ্ সোহানের মাথায় যা বুদ্ধি করে খেতে পারবে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:০৬

ফয়সাল রকি বলেছেন: হা হা হা, যা বলেছেন। সাহসে কুলায় না, তাই বেচারা কথা ঘুরায় আর আপনি বলছেন.....
মন্তব্যের জন্য ধন্যবাদ।

৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:০২

সোহানী বলেছেন: আপনার কঠিন খবর আছে! দেখলেন তো উপরে পদ্মপুকুর ভাই থেকে শুরু কইরা সবাই কেমনে ক্ষেপছে। ভালোই ভালোই সোহান শবনমের একটা গতি করনে কইলাম!!!!!!!!

১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:১৫

ফয়সাল রকি বলেছেন: হে হে হে.... অনেক পুরানো পোষ্ট ছিল! এতোদিনে তো শবনমের বিয়েই হয়ে গেছে। সোহান তো বেচারা সিঙ্গেল রয়ে গেল। আগামী বছর ১৪ই ফেব্রুয়ারীতে নতুন নায়িকাকে আনতে হবে দেখছি।

১০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:০২

কালো যাদুকর বলেছেন: গল্পটি শেষ হয়েও হল না। প্রশ্ন রয়েই গেল।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:১৬

ফয়সাল রকি বলেছেন: আপনি একটু কালো যাদু চালিয়ে দিন... কিছু করা যায় কিনা দেখুন।

১১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:১৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
শবনব যদি প্রপোজটা গ্রহণ করতো সুন্দর হতো।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:১৭

ফয়সাল রকি বলেছেন: সোহান তো সুযোগ দিল না, কয়েক মিনিট সময় দিলে শবনবের মনোভাবটা বোঝা যেত।

১২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৩৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: দোয়া করবেন।

দোয়ায় কি কাজ হয়?

১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:১৭

ফয়সাল রকি বলেছেন: হয় হয়, অনেক সময় দোয়ায়ও কাজ হয়। B-)

১৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৪৩

পদাতিক চৌধুরি বলেছেন: গল্প বেশ ভালো হয়েছে। শেষ চমকটি বেশ আকর্ষণীয় লাগলো।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:২২

ফয়সাল রকি বলেছেন: ধন্যবাদ চৌধুরি সাহেব।
আমি সাধারণত অনুগল্প লিখতে পারি না, এটা কেমনে কেমনে যেন হয়ে গেছে।
ভালো থাকবেন।

১৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৪৬

চাঁদগাজী বলেছেন:



এই ধরণের প্লট মাথায় আসতে সময় লাগে ১ মিনিট, ভুলতে সময় লাগে আধা মিনিট

১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৩৪

ফয়সাল রকি বলেছেন: মুরব্বী, এই দুর্বল পোষ্টে আপনার একখানা মন্তব্য পেয়ে নিজেকে গর্বিত মনে হচ্ছে।
ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.