নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইনিংসের প্রথম বলটা করার জন্য দৌড় শুরু করার আগমুহূর্তে দাঁড়িয়ে পড়লো অধিনায়ক।
মিরাজ দৌড়ে আসে- ইঞ্জেকশন সবগুলা নিছো তো?
অধিনায়ক উত্তর না দিয়ে হাসে।
মিরাজ ফিরে যায়।
ব্যাটিং ক্রিজে রোহিত শর্মা অপেক্ষা করে।
স্ট্যাম্পের পেছন থেকে মুশি হাঁক দেয়- ম্যাশ, খায়া দাও!
তামিম ছুটে আসে- ভাই কোনো সমস্যা? তাসকিনরে দিবা ওভারটা?
অধিনায়ক হাসে।
টিভি পর্দার সামনে কোটি দর্শক অপেক্ষা করে করোনা যুগের প্রথম ওডিআই উপভোগের জন্য!
সুমির হাত থেকে গ্লাসটা নিয়ে দ্রুত পানি খেয়ে গেমিং কনসোলটা হাতে নিতেই মাঠে ম্যাশকে দৌড়াতে দেখা গেল!
ইএ-স্পোর্টসের তৈরি করা সর্বাধুনিক গেমিং কনসোল ব্যবহার করে খেলোয়াররা ঘরে বসেই খেলতে যাচ্ছে ইতিহাসের প্রথম ভার্চুয়াল ওডিআই!
****
নোট: গল্পটা লিখেছিলাম ০৮ এপ্রিল, ২০২০, পুরামাত্রায় লকডাউন চলাকালীন সময়ে।
ছবি: গুগলমামা।
১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:২১
ফয়সাল রকি বলেছেন: কোন ক্যাটাগরীতে ফেললে ভালো হয়?
২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:০৫
কাছের-মানুষ বলেছেন: ভাল! আমরা আসতে আসতে ভার্চুয়ালের দিকেই যাচ্ছি। সপ্তাহে দুটা মিটিং থাকে আমার, দুটি ভার্চুয়ালি চলে গত এক বছর যাবত। ডিজিটাল কন্টেল, ওয়েব সিরিজ এগুলোতে ইনভেষ্ট হচ্ছে এখন, থিয়েটার থেকে এখন এগুলোর ডিমান্ড বেশী! করোনা বেপারটা ভালভাবে বুঝিয়ে দিয়েছে।
১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:২৫
ফয়সাল রকি বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
থিয়েটার বলতে কি সিনেমাকে বোঝাচ্ছেন নাকি মঞ্চ? যদি সিনেমা বলেন তাহলে ব্যাপারটা আপনার সাথে সহমত পোষণ করি। কারণ মানুষজন তো ঘরে বসেই সব সুবিধা পেতে চাচ্ছে, হল পর্যন্ত যেতে অনেকেই আগ্রহ হারিয়ে ফেলছে। আর আমাদের দেশের প্রেক্ষাপটে ব্যাপারটা তো ভয়াবহ! একের পর এক হল বন্ধ হয়ে গেল/যাচ্ছে, কারো কোনো মাথা ব্যথা নেই।
আর ভার্চুয়ালী বিভিন্ন কাজকর্মে আমরাও অভ্যস্ত হয়ে উঠছি।
ভালো থাকবেন।
৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:২৬
এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: পৃথিবীতে যুদ্ধগুলিও যদি ভার্চুয়ালি করা হত, তাহলে কতই না ভালো হত!
১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:১২
ফয়সাল রকি বলেছেন: ভার্চুয়াল যুদ্ধও তো চলে! সামনে আরো আসবে।
৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:২৯
জুল ভার্ন বলেছেন: বাহ! ভিন্ন ধরনের লেখা!!
ভালো লাগলো।
১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:১৫
ফয়সাল রকি বলেছেন: ধন্যবাদ জুল ভার্ন।
ভালো থাকবেন।
৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৩৫
চাঁদগাজী বলেছেন:
লেখক বলেছেন, " কোন ক্যাটাগরীতে ফেললে ভালো হয়? "
-আমার মনে হয়, "ফল্প লেখার প্রচেষ্টা"র ক্যাটেগরীতে।
১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৩৭
ফয়সাল রকি বলেছেন: মুরব্বী, এটা ফল্প হবে নাকি ফ্লপ হবে?
এরকম ক্যাটাগরীর নাম তো জীবনেও শুনি নাই।
৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৩৬
নীল আকাশ বলেছেন: অন্যরকম। ভালোই তো লাগলো।
১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:১৫
ফয়সাল রকি বলেছেন: ধন্যবাদ নীল আকাশ ভাই।
ভালো থাকবেন।
৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:১৬
খায়রুল আহসান বলেছেন: অনুগল্পটি অন্যরকম, ব্যতিক্রমী ধারণা, যুগের সাথে যুতসই।
ভাল লেগেছে।
১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:১৬
ফয়সাল রকি বলেছেন: ধন্যবাদ খায়রুল ভাই।
ভালো থাকবেন।
৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৪১
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো
১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:১৬
ফয়সাল রকি বলেছেন: ধন্যবাদ আপু। ভালো থাকবেন।
৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৫৭
রাজীব নুর বলেছেন: চাঁদগাজী বলেছেন, ''ফল্প''।
হাসতেই আছি।
১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:০২
ফয়সাল রকি বলেছেন: উনি মুরব্বী মানুষ, হয়তো লিখতে গিয়ে টা্ইপো হয়ে গেলো।
১০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৪২
নেওয়াজ আলি বলেছেন: এখন লিখতে পারেন ক্রিকেটার টিকা নিয়েছে তা নিয়ে
১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:০৪
ফয়সাল রকি বলেছেন: টীকা নিয়ে তো বলেছে- কাজটা জরুরী!
ভালোই বলেছে।
ধন্যবাদ নেওয়াজ আলি ভাই।
১১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:০৩
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: উনি মুরব্বী মানুষ, হয়তো লিখতে গিয়ে টা্ইপো হয়ে গেলো।
হ্যা এরকমও হতে পারে।
২২ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৩৭
ফয়সাল রকি বলেছেন: সেটাই।
১২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৫৮
রামিসা রোজা বলেছেন:
ভিন্নধারার অনুগল্প খুবই ভালো লেগেছে এবং সেইসাথে
কিছু মন্তব্য উপভোগ্য ।
২২ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:০৭
ফয়সাল রকি বলেছেন: ধন্যবাদ রামিসা রোজা, ভালো থাকবেন।
১৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৪৮
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ভাষায় সত্যতার নিশ্চয়তা নিয়ে গল্পটি যথেষ্ট মুগ্ধতা নিজেতে লালন করছে বলে মনে হচ্ছে। প্লাস+++
২২ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৫৬
ফয়সাল রকি বলেছেন: ধন্যবাদ তাজুল ভাই।
১৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:০২
সোহানী বলেছেন: কি আর করা রোবটের পর এখন ক্রেজ অনলাইন। তাই এখন জীবনের অংশ। হলেও হতে পারে ভার্চুয়াল ওডিআই
২২ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:২০
ফয়সাল রকি বলেছেন: ভার্চুয়াল ওডিআই না হলেও অনলাইন ক্রেজ এখন তুঙ্গে!
মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।
১৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৮:৩২
জুন বলেছেন: মাশরাফি শুধু তার খেলা দিয়েই নয় তার দেশপ্রেম, তার বিশাল হৃদয়ের উদারতা দিয়েও আমাদের দেশের সব ক্রীড়া প্রেমিকের মন জয় করতে পেরেছে ফয়সাল রকি। সুন্দর ছোট গল্প ম্যাশকে নিয়ে।
২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:০৬
ফয়সাল রকি বলেছেন: ধন্যবাদ জুন আপু মন্তব্যের জন্য্।
ম্যাশকে আমরা সবাই খুব ভালোবাসি।
©somewhere in net ltd.
১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:০২
চাঁদগাজী বলেছেন:
ইহাকে আপনি গল্প বলছেন কেন? ইহা পড়ে গল্প বলে মনে হয়নি।