নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চূড়ান্ত রকম ফাঁকিবাজ একজন মানুষ আমি!

ফয়সাল রকি

Know thyself.

ফয়সাল রকি › বিস্তারিত পোস্টঃ

গল্প: প্রপঞ্চিত জীবন পর্ব-১/৪

০২ রা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:৫৪



এক.
প্রথমবার রিং বাজার সাথে সাথেই মায়া কল রিসিভ করে অনুযোগ করে বলল, ‘এতবার কল দিলাম, রিসিভ করো না কেনো?’
কিছুটা অস্বস্তি নিয়ে মাথা চুলকায় শুভ। বলল, লাইব্রেরিতে ছিলাম। ফোন সাইলেন্ট ছিল।
- এখন কোথায়?
- লাইব্রেরিতে, বারান্দায়।
- আর তোমার প্রেমিকা, যে তোমাকে যাদু করে রেখেছে, সে কোথায়?
- জানি না।
- তুমি ইদানীং আমাকে সময় দিচ্ছ না একদম!
- কই, দিই তো!
- কচু। বুঝি, আমি তো তোমার কেউ না। শোনো, এই ‘কেউ না’টার বিয়ে ঠিক হয়ে যাচ্ছে।
- সুসংবাদ। অভিনন্দন।
- বাজে বোকো না। তুমি চিরকালই এমন থাকবে?
- কেমন থাকবো? তোমার বিয়েতে অভিনন্দন জানাতে পারব না?
- আমার এখন বিয়ে করতে ইচ্ছা করছে না।
- তাহলে কবে করবে? বাসায় জানিয়ে দাও- এখন ইচ্ছে নেই, ইচ্ছে হলে তোমাদের জানিয়ে দেবো! তখন তোমরা আয়োজন শুরু কোরো।
- ইয়ার্কি করবে না।
- আচ্ছা। পাত্র কে? পরিচিত কেউ?
- না, চিনি না।
- আর ঐ যে তোমার যে আশিক একজন ছিল, কী নাম ছিল ওর?
- নাম দিয়ে কী করবে? ওকে তো আমি ভালোবাসি না।
- তাহলে কাকে ভালোবাসো সুন্দরী?
- কাউকে না। আচ্ছা, তোমার সাথে শেষ কবে দেখা হয়েছিল মনে আছে?
- উম, গ্রীষ্মের ছুটিতে কি?
- না, গ্রীষ্মের ছুটিতে আমি বাড়িই যাইনি। বড়োদিদির বাসায় গিয়েছিলাম।
- ও, তাহলে আরো আগে।
- তোমার কি মনে পড়ে ছেলেবেলার কথা? দল বেঁধে স্কুলে যেতাম। নতুনপাড়া পেরিয়ে যাবার সময় হরিকাকার জলপাই গাছ থেকে জলপাই পারতাম! বকুল ফুল কুড়িয়ে বুনোলতা দিয়ে গাঁথা মালা দিয়ে বর-বউ খেলতাম!
মায়া আরো অনেক কিছু বলছিল কিন্তু শুভ সেদিকে মন দিতে পারলো না। একটু দূরে চোখ পড়তেই দেখলো, সিতিমা এদিকেই আসছে। সে হঠাৎ বলল, শোনা মায়া, আমি জানি- তোমার বিয়ে-টয়ে কিচ্ছু না, তুমি অকারণেই ঝামেলা করছ। এখন রাখো তো। আমার মাথা ধরে যাচ্ছে।
- কী বললে? বিয়ে-টিয়ে কিচ্ছু না? আমি তোমার মাথা ধরিয়ে দিচ্ছি?
- তাই কি বললাম নাকি? আপাতত রাখো, আমি পরে কল দিচ্ছি।
- ও বুঝেছি। শাঁকচুন্নিটা এসে গেছে, তাই না?
কথোপকথন আর বেশি এগোয় না। অনেকটা বিরক্তি নিয়েই ফোন রেখে দেয় সে। দ্রæত কল লিস্ট থেকে মায়ার নম্বর মুছে দিয়ে সিতিমার নম্বরে মিসকল দেয়। কিছুক্ষণের মধ্যে সিতিমা এসে পড়ে। ওকে দেখে হাসার চেষ্টা করে শুভ কিন্তু সিতিমা তখন রণমূর্তিতে জেরা শুরু করল, কার সাথে কথা বলছিলে?
- কারো সাথে না।
- দূর থেকে দেখেছি তোমার কানে ফোন-
- তোমাকেই কল দিচ্ছিলাম, পরে দেখলাম তুমি এদিকে আসছো। তাই কেটে দিলাম।
- তোমাকে আমি বিশ্বাস করি না। দাও ফোন দাও।
শুভ ফোন এগিয়ে দেয়। সিতিমা কল লিস্ট দেখে। নিজের নম্বর পায় রিসেন্ট কল-এ। তার আগের নম্বরটা ডায়াল করা হয়েছিল ঘণ্টাখানেক আগে। তারমানে কল লিস্ট থেকে নাম্বার মুছে ফেলা হয়েছে।
একটা দীর্ঘশ্বাস ছেড়ে সিতিমা বলল, ‘তুমি কি তোমার ঐ বান্ধবী মায়ার সাথে কথা বলছিলে?’
- না। মোটেই না।
- প্লিজ শুভ, প্লিজ!
- আমি কী করলাম?
- কিছু করতে হবে না। আজকের মতো তোমার ফোন আমার ব্যাগে থাকবে। সকল যোগাযোগ বন্ধ।
সিতিমা ফোনটা হাতব্যাগের মধ্যে চালান করে দিলো। শুভর পাশে প্রায় দুই ফুট ব্যবধানে বসল। বলল, কাছাকাছি আসার চেষ্টা করবে না।

(চলবে)
ফটো: গুগল/শাটারস্টক।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:৪০

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো লাগছে।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:২৬

ফয়সাল রকি বলেছেন: ধন্যবাদ।

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:৫৩

রাজীব নুর বলেছেন: চলুক।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:২৯

ফয়সাল রকি বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই।

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৫৬

মোহামমদ কামরুজজামান বলেছেন: এক মাঝি যদি একসাথে দুই নৌকা চালাতে যায় তাহলে এমন ছ্যাড়া-ব্যাড়ার সাথে ;) ঢুবে মড়ারও সম্ভাবনা আছে তা সে যত বড় খিলাড়ী ( সাতারুই ) হোক না কেন

০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:০৭

ফয়সাল রকি বলেছেন: হা হা হা ভালো বলেছেন! সাবধান থাকা দরকার।
সাথে থাকুন অবশিষ্ট পর্বগুলোতে।
ধন্যবাদ।

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:৫৬

ইসিয়াক বলেছেন: বেচারা শুভ... তারপর?

০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:০৮

ফয়সাল রকি বলেছেন: তারপরের পর্ব দিয়ে দিয়েছি, দেখবেন।
ধন্যবাদ।

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৪৯

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: শুভ
জাদুকরী সিতিমা
বান্ধবী মায়া
২য় পর্বের অপেক্ষায় ।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৩৫

ফয়সাল রকি বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ তামীন ভাই।
দ্বিতীয় পর্ব দিয়েছি, সময় করে দেখে আসবেন।

৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ২:২৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: শুভ'র দিন হয়ে গেল অশুভ। দেখি পরের পর্বে কি হয়।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৫৪

ফয়সাল রকি বলেছেন: হে হে হে... যা বলেছেন!
মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.