নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চূড়ান্ত রকম ফাঁকিবাজ একজন মানুষ আমি!

ফয়সাল রকি

Know thyself.

ফয়সাল রকি › বিস্তারিত পোস্টঃ

কমলাখেকো তেলাপোকাটা এখনো চারপাশে ঘুরছেই - আমার তৃতীয় গল্পগ্রন্থ

১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:২৩



অমর একুশে গ্রন্থমেলা ২০২২-এ আমার তৃতীয় গল্গ্রন্থ কমলাখেকো তেলাপোকাটা এখনো চারপাশে ঘুরছেই আসছে নৈঋতা ক্যাফে-এর ব্যানারে। দশটি ছোটগল্প নিয়ে সাজানো হয়েছে এ সংকলনটি। গবেষক ও প্রাবন্ধিক অয়নিকা আলপনা বইয়ের ফ্ল্যাপে বই সম্পর্কে লিখতে গিয়ে যা বলেছেন-

"গল্পই জীবন জীবনের গল্প- গল্পই মানুষকে আচ্ছন্ন করে রাখে আমৃত্যু। যে জীবনে গল্প নেই সে জীবন শূন্যতায় ভরে ওঠে। গল্পহীন জীবন একটি সরলরেখা- সে রেখায় সূচক শুধু জন্ম এবং মৃত্যু। কিন্তু যে জীবন গল্পের সে জীবন সুন্দর। আনুবীক্ষণিক চাহনিতে উৎসারিত গল্প জীবনকে নাড়া দেয়- আন্দোলিত করে প্রতিপাশ ও ভুবনের সকল কিছুকে। মোহনীয় সবকিছুর আড়ালে যে যাপিত জীবন যা লোকচক্ষুর সামনে ঘটে যায় তাকে সহসাই ক্যানভাসে তুলে আনা কঠিন প্রায়। বলা হয়ে থাকে- মানুষের জটিল হয়ে ওঠাটা অনেক বেশি সরল ও স্বাভাবিক কিন্তু একজন মানুষের সরল হয়ে ওঠাটা প্রায় দুরূহ। ফয়সাল রকি গল্পকার- তিনি জীবনের এইসব সারল্যকে শব্দের ক্যানভাসে তুলে ধরেছেন। প্রথম গল্পগ্রন্থের ‘অতর্কিত ধাক্কা’ সামলে দ্বিতীয় গল্পগ্রন্থে তিনি থিতু এবং তৃতীয় এ গল্পগ্রন্থে তিনি যথাযথ ও পরিণত। শব্দ-বাক্যে তিনি জটায়ুর মতো একরোখা কিন্তু শিল্পের প্রতি অনুরক্ত। ফয়সাল রকির এই একাগ্রতা তাঁর কথাশিল্পের প্রধান কারুকাজকে মসৃণ করে। বহুকৌণিক এ গল্পগুলো সময় ও শিল্পের যৌথতাকে ধারন করে এবং দীক্ষিত পাঠককে নিমজ্জিত করে কথায় ও গল্পে। পাঠান্তে পাঠক আবিষ্কার করেন স্ববিরোধিতায় কিংবা স্বমহিমায়।"

কমলাখেকো তেলাপোকাটা এখনো চারপাশে ঘুরছেই
ফয়সাল রকি
প্রচ্ছদ: রায়হান শশী
পাওয়া যাবে: নৈঋতা ক্যাফে
স্টল নং: ৫৩৪
অমর একুশে গ্রন্থমেলা ২০২২।
রকমারী : লিংক




মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৩৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শুভেচ্ছা ফয়সাল রকি ভাই। বইয়ের নাম সুন্দর। ফ্ল্যাপের লেখাটাও দারুণ।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৫৭

ফয়সাল রকি বলেছেন: ধন্যবাদ ভাই।

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৩৯

রাজীব নুর বলেছেন: ভালো খবর।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:১৭

ফয়সাল রকি বলেছেন: দোয়া করবেন।

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:১৬

ইসিয়াক বলেছেন: শুভ কামনা রইলো প্রিয় ব্লগার।

বইটির সার্বিক সাফল্য কামনা করছি।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৩২

ফয়সাল রকি বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

৪| ১০ ই মার্চ, ২০২২ সকাল ১১:২১

স্বাধী০০০৭ বলেছেন: বইয়ের নাম সুন্দর।

আপনি যদি তামিল অ্যাকশন দেখতে পছন্দ করেন তাহলে ভিডিওটি এই মিস করবে না
যদি ভিডিও পছন্দ করেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/watch?v=teFncORcTsY&t=53s

১০ ই মার্চ, ২০২২ দুপুর ১:২৯

ফয়সাল রকি বলেছেন: ধন্যবাদ।

৫| ১৭ ই মার্চ, ২০২২ রাত ১১:০৮

প্রত্যাবর্তন@ বলেছেন: নামটা ব্যতিক্রম

২০ শে মার্চ, ২০২২ দুপুর ২:৪৭

ফয়সাল রকি বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.