নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চূড়ান্ত রকম ফাঁকিবাজ একজন মানুষ আমি!

ফয়সাল রকি

Know thyself.

ফয়সাল রকি › বিস্তারিত পোস্টঃ

আরো তিনটি পরমাণু গল্প

২৩ শে মে, ২০২২ সকাল ১১:৩৯


.
১.
সুইসাইড নোটে লেখা ছিল- কর্তৃপক্ষ দায়ী নয়।
অথচ কর্তৃপক্ষ নোটটা পড়েই দেখলো না!
.
.
.
.
.
২. রেবার একটা রঙিন সানগ্লাস আছে।
সেটা পড়লে কারো দুঃখ-কষ্ট চোখে পড়েনা।
তেমনি ওর কান্নাগুলোও সানগ্লাসটা শুষে নেয়।
কেউ কিছু দেখেনা।
.
.
.
.
.
৩. ঝুম বৃষ্টি মাথায় ছাতা নিয়ে মোড়টা পাড় হবার সময় কিশোরী মেয়েটি কাকে যেন খুঁজছে।
ক'দিন ধরেই অচেনা ছেলেটির লাজুক হাসি দেখছে না।
কিশোরটি তখন কোভিড পজিটিভ হয়ে আইসিইউতে।

ছবি: গুগলমামা।

তিনটি পরমাণু গল্প

মন্তব্য ২৯ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০২২ দুপুর ১২:১৯

মরুভূমির জলদস্যু বলেছেন: পরমাণু গল্প ভালো হয়েছে।

২৩ শে মে, ২০২২ দুপুর ১:১৭

ফয়সাল রকি বলেছেন: ধন্যবাদ জলদস্যু ভাই।

২| ২৩ শে মে, ২০২২ দুপুর ১২:২০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: পরমাণু থেকে অনুতে ফেরেন। ভালো লেগেছে।

২৩ শে মে, ২০২২ দুপুর ১:২২

ফয়সাল রকি বলেছেন: একটা বড় গল্প পোষ্ট করেছি কয়েকদিন আগে। সময় পেলে দেখবেন।
ধন্যবাদ।

৩| ২৩ শে মে, ২০২২ দুপুর ১২:২৩

জুল ভার্ন বলেছেন: চমতকার গল্প!

২৩ শে মে, ২০২২ দুপুর ১:২৩

ফয়সাল রকি বলেছেন: ধন্যবাদ ভার্ন।

৪| ২৩ শে মে, ২০২২ দুপুর ১২:৫১

রাজীব নুর বলেছেন: সুন্দর।

২৩ শে মে, ২০২২ দুপুর ১:২৩

ফয়সাল রকি বলেছেন: B-)

৫| ২৩ শে মে, ২০২২ দুপুর ১:১৯

অপু তানভীর বলেছেন: ২য়টা সব থেকে বেশি ভাল হয়েছে

২৩ শে মে, ২০২২ দুপুর ১:২৪

ফয়সাল রকি বলেছেন: ধন্যবাদ অপু। ভালো থাকবেন।

৬| ২৩ শে মে, ২০২২ দুপুর ২:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: পরমানু গল্প ভালো লেগেছে

২৩ শে মে, ২০২২ বিকাল ৩:১৬

ফয়সাল রকি বলেছেন: ধন্যবাদ ছবি আপা।

৭| ২৩ শে মে, ২০২২ বিকাল ৩:১৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভালই হয়েছে গল্পগুলা।

২৩ শে মে, ২০২২ বিকাল ৩:১৬

ফয়সাল রকি বলেছেন: ধন্যবাদ মাইদুল ভাই।

৮| ২৩ শে মে, ২০২২ বিকাল ৪:০৫

একজন নিষ্ঠাবান বলেছেন: দারুণ।

২৩ শে মে, ২০২২ বিকাল ৪:২৪

ফয়সাল রকি বলেছেন: ধন্যবাদ।

৯| ২৩ শে মে, ২০২২ বিকাল ৪:১৭

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ভালো লাগলো।

২৩ শে মে, ২০২২ বিকাল ৪:২৪

ফয়সাল রকি বলেছেন: ধন্যবাদ।

১০| ২৩ শে মে, ২০২২ রাত ৯:০৩

লাবণ্য প্রভা গল্পকার বলেছেন:
রঙিন চশমটা পরে থাকে বলে, রেবা কারো কান্না দেখতে পায় না। কিংবা রেবা কারো কান্না দেখতে চায় না।
ফয়সাল রকি বলে, মেয়ে, রঙিন চশমা কি কেবল অন্যের কান্না না দেখতে চাওয়ার জন্য! নাকি, নিজেকেও লুকাও!

আরো অণু গল্প হোক।
শুভ কামনা

৩০ শে মে, ২০২২ বিকাল ৩:০০

ফয়সাল রকি বলেছেন: কমবেশি আমরা সবাই রঙিন চশমা পড়ে থাকি। অন্যের দুঃখকষ্টের সাথে যেমন একাত্মতা প্রকাশ করতে চাই না, তেমনি আবার নিজেকে লুকিয়ে রাখতেও পছন্দ করি। অথচ মানুষ এক সময় এমন ছিল না, তারা মানুষ ছিল।
ধন্যবাদ লাবণ্য প্রভা গল্পকার আপু। ভালো থাকবেন।

১১| ২৩ শে মে, ২০২২ রাত ৯:৩৭

জুন বলেছেন: আরেব্বাস এযে দেখছি সত্যি সত্যি পরমানু!!
ভালো লাগলো গল্প তিনটিই রকি।
+

৩০ শে মে, ২০২২ বিকাল ৩:০১

ফয়সাল রকি বলেছেন: হে হে হে, বেশি ছোট হয়ে গেল কি!
অনেক অনেক ধন্যবাদ জুন আপু মন্তব্যের জন্য।

১২| ১২ ই জুন, ২০২২ রাত ৯:০৮

আমি তুমি আমরা বলেছেন: দ্বিতীয় গল্পটা অসাধারণ হয়েছে। ভাল লাগা রইল।

১৫ ই জুন, ২০২২ সকাল ১০:১৯

ফয়সাল রকি বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৩| ০৭ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৫৩

খায়রুল আহসান বলেছেন: তিনটে পরমাণু গল্পই ভালো হয়েছে; দ্বিতীয়টা বেশি।
পোস্টে প্লাস। + +

১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৫

ফয়সাল রকি বলেছেন: ধন্যবাদ ভাই।
ভালো থাকবেন।

১৪| ০৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১২:১২

রূপক বিধৌত সাধু বলেছেন: সানগ্লাস আছে দুটো। পরা হয় না।

১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৬

ফয়সাল রকি বলেছেন: একটা ধার দিয়েন।

১৫| ০৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১২:৩৪

আঁধারের যুবরাজ বলেছেন: সুন্দর লিখেছেন, দ্বিতীয়টি বেশি ভালো হয়েছে। "তেমনি ওর কান্নাগুলোও সানগ্লাসটা শুষে নেয়। কেউ কিছু দেখেনা। " -- চমৎকার !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.