নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
.
আগের পোষ্ট:
তিনটি পরমাণু গল্প
আরো তিনটি পরমাণু গল্প
.
.
১.
নুপুরের শব্দে ঘুম ভাঙলো পেশাদার খুনি রসুখাঁ'র।
শ্রাগ করলো সে।
নববুধূর শেষ ছবিটা ভেসে উঠলো মানসপটে, রক্তে মাখামাখি আলতা পায়ে নুপুরও ছিল।
চোখের পাতা সামান্য কেঁপে উঠলো রসুখাঁ'র।
.
.
২.
শিক্ষাসফরে গিয়ে সুযোগ বুঝে প্রেমিকাকে নিয়ে দল থেকে আলাদা হলো সৌম্য।
পাহাড়ের আড়াল হতেই চাঁদের আলোয় প্রেমিকার বড়ো দাঁতদুটো চকচক করে উঠলো।
পরদিন সকালে ডরমেটরির কাছাকাছি সৌম্যর রক্তশূণ্য লাশটা পাওয়া গেল!
.
.
৩.
রাত্রিবেলা বড়ো গাছটার নীচ দিয়ে হেঁটে যাওয়া নিষেধ।
সাহসী আমি, কোনোরাতেই কিছু দেখিনি।
অদ্ভুত শব্দ।
ঘাড় ঘুরিয়ে দেখি গাছটা উধাও!
.
৩.১.
চোখ বন্ধ করে আবার খুলতেই দেখি গাছটা আগের জায়গাতেই আছে।
মগডালে সাদা মতো কিছু একটা ঝুলছে।
সরসর করে নীচ নামতে লাগলো।
.
৩.২.
ছুটে পালাতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে গেলাম!
চোখ মেলতেই দেখি, আমি মাটিতে নেই। গাছের মগডালে ঝুলে আছি আর নীচ থেকে কে যেন ড্যাব ড্যাব চোখে চেয়ে আছে!
ছবি: গুগল মামা ।
১৮ ই জুলাই, ২০২২ বিকাল ৩:২০
ফয়সাল রকি বলেছেন: আমারো ভালো লাগে! ফাঁকিবাজি পোষ্ট, দ্রুত লিখে ফেলা যায়।
কেমন আছেন?
মন্তব্যের জন্য ধন্যবাদ।
২| ১৮ ই জুলাই, ২০২২ বিকাল ৪:৩৬
মিরোরডডল বলেছেন:
সেকেন্ডটা ভালো আর তিনের সিরিজ জোস হয়েছে রকি ।
১৮ ই জুলাই, ২০২২ বিকাল ৫:১৭
ফয়সাল রকি বলেছেন: মন্তব্য আর লাইকের জন্য ধন্যবাদ।
৩| ১৮ ই জুলাই, ২০২২ বিকাল ৫:০৪
মোগল সম্রাট বলেছেন: ইলিউশানের গল্পগুলো এরকম ছোট্র হয় ক্যা?
১৮ ই জুলাই, ২০২২ বিকাল ৫:১৮
ফয়সাল রকি বলেছেন: খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর আমারো জানা নাই।
তবে মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভালো থাকবেন মোগল সম্রাট ভাই।
৪| ১৮ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৫৩
পান্হপাদপ বলেছেন: সুন্দর লেখা ।
১৮ ই জুলাই, ২০২২ রাত ৮:১৮
ফয়সাল রকি বলেছেন: ধন্যবাদ।
৫| ১৮ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:২৭
মনিরা সুলতানা বলেছেন: ১নাম্বারের টা ভাল্লাগসে।
শেষের সিরিজ ও ।
১৮ ই জুলাই, ২০২২ রাত ৮:১৮
ফয়সাল রকি বলেছেন: ধন্যবাদ মনিরা আপা।
৬| ১৮ ই জুলাই, ২০২২ রাত ১০:৪২
শায়মা বলেছেন: সবগুলোই ভূত পেত্নী!
১৯ শে জুলাই, ২০২২ সকাল ১১:০৭
ফয়সাল রকি বলেছেন: এক্কেবারে... সব ভূত-পেত্নি-ভ্যাম্পায়ার!
৭| ১৮ ই জুলাই, ২০২২ রাত ১০:৪৬
জ্যাকেল বলেছেন: লাস্টেরটাই ভাল্লাগলো।
১৯ শে জুলাই, ২০২২ দুপুর ১:১২
ফয়সাল রকি বলেছেন: ধন্যবাদ।
৮| ২১ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৪৮
জুল ভার্ন বলেছেন: চমৎকার লিখেছেন! +
২৪ শে জুলাই, ২০২২ সকাল ১১:৪৩
ফয়সাল রকি বলেছেন: ধন্যবাদ।
৯| ২৬ শে জুলাই, ২০২২ সকাল ১০:৪১
অপু তানভীর বলেছেন: দুই আর তিন নম্বরটা বেশ লাগলো আমার কাছে । দুই নম্বর টা নিয়ে একটা বড় গল্প লেখা হতে পারে ।
২৬ শে জুলাই, ২০২২ সকাল ১১:৪৪
ফয়সাল রকি বলেছেন: ধন্যবাদ অপু।
দুই নম্বরটা নিয়ে একটা বড় গল্প লিখে ফেলেন।
১০| ৩১ শে জুলাই, ২০২২ রাত ১১:১৬
আমি তুমি আমরা বলেছেন: তৃতীয়টা অসাধারণ। ব্রিলিয়ান্ট।
০১ লা আগস্ট, ২০২২ সকাল ১০:৩০
ফয়সাল রকি বলেছেন: হে হে হে... ধন্যবাদ।
১১| ০৯ ই জুলাই, ২০২৩ রাত ১:১৩
খায়রুল আহসান বলেছেন: শেষেরটা অত্যন্ত চমৎকার হয়েছে। বাকি দুটোও ভালো।
পোস্টে দশম প্লাস। + +
©somewhere in net ltd.
১| ১৮ ই জুলাই, ২০২২ বিকাল ৩:১৮
রাজীব নুর বলেছেন: চমৎকার হয়েছে।
এরকম পোষ্ট গুলো আমার ভালো লাগে।