নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছেড়া-কুটি ব্লগ

আমি একা নই, পুরো পৃথিবী আছে আমার পিছনে

রহস্যময় ফয়সাল

মনুষ্যত্বের মরনসাক্ষী হতে বেচে আছি

রহস্যময় ফয়সাল › বিস্তারিত পোস্টঃ

থ্রিডি প্রিন্টিং ; এক বিস্ময়

৩০ শে মে, ২০১৪ সকাল ১০:৩১

থ্রিডি প্রিন্টার এর নাম শুনেছেন নিশ্চয়? এরিমধ্যে অনেক বিস্ময় উপহার দেয়া এ যন্ত্র দ্বারা কিডনি থেকে শুরু করে বন্দুক, গাড়ি, কৃত্রিম হাত-

পা সংযোজন, শিল্পকর্মের প্রতিরূপ (রেপ্লিকা) তৈরির

মতো কাজে থ্রিডি প্রিন্টিং প্রযুক্তির

ব্যবহারে আগামী কয়েক দশকে আমাদের জীবনযাত্রায়

অভাবনীয় পরিবর্তন হবে বলে ধারণা করা হচ্ছে।

ব্যাপারটা অনেকটা ইন্টারনেটের বহুমাত্রিক প্রভাবের

সঙ্গে তুলনীয়।



যেভাবে কাজ করে :

ডিজিটাল অনুরূপ থেকে ত্রিমাত্রিক (থ্রিডি) কঠিন বস্তু

হুবহু তৈরি করতে পারে এই বিশেষ প্রিন্টার। যন্ত্রাংশ

উৎপাদন শিল্পে বৈপ্লবিক পরিবর্তন আনবে এই প্রযুক্তি।



১. কম্পিউটার -সহায়ক সফটওয়্যার ব্যবহার

করে একটি থ্রিডি ছবি তৈরি করা হয়।



২. প্রিন্টারে সিএডি ফাইল পাঠানো হয়।

প্লাস্টিক ফিলামেন্টে মোটরের মাধ্যমে প্লাস্টিক

গলিয়ে একটি সরু মুখ (নজল) দিয়ে বের করা হয়।



৩. প্রিন্টারটি তরল, গুঁড়া, কাগজ বা ধাতব বস্তুর স্তর

তৈরি করে এবং পর্যায়ক্রমে একটি কাঙ্ক্ষিত বস্তুর অনুরূপ

গঠন করে।



যেসব পরিবর্তন আসবে :



অস্ত্রসস্ত্র :

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের

একটি প্রতিষ্ঠান চলতি মাসের শুরুতে একটি বন্দুকের

(শটগান) রেপ্লিকা তৈরি করেছে। শটগানটি ১৯১১ সালের

তৈরি। তবে থ্রিডি প্রিন্টারে অস্ত্র তৈরির

প্রক্রিয়াটি এখনো অনেক ব্যয়বহুল, জটিল, সময়সাপেক্ষ

এবং বিপজ্জনক বলে গবেষকেরা জানিয়েছেন।



শিল্পকলা:

ফ্রান্সের ল্যুভর জাদুঘরের বিখ্যাত কোনো ভাস্কর্যের

রেপ্লিকা থ্রিডি প্রিন্টারে তৈরি করা সম্ভব?

গবেষকেরা সেই চেষ্টা করে চলেছেন। তবে সমস্যা হলো,

জাদুঘর কর্তৃপক্ষের কড়া নিয়মকানুনের কারণে বিভিন্ন

ধ্রুপদি শিল্পকর্ম গবেষকদের ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে।



মোটরগাড়ি :

কানাডায় প্লাস্টিক ও স্টিল ব্যবহার

করে থ্রিডি প্রিন্টারে একটি ত্রিমাত্রিক

মোটরগাড়ি (উর্বি) তৈরি করা হয়েছে। নির্মাতা জিম কর

বলছেন, ভবিষ্যতে তিনি এই গাড়ির দাম ১৬ হাজার মার্কিন

ডলারে সীমিত রাখতে পারবেন।



অলংকার :

থ্রিডি প্রিন্টার সাশ্রয়ী ও দ্রুততর সময়ে বিভিন্ন অলংকার

তৈরি করতে পারে। এ প্রযুক্তিতে একটি গয়না থেকে সহজেই

শত শত প্রতিরূপ তৈরি করা সম্ভব।



কৃত্রিম হাত-পা :

নিখুঁতভাবে স্থাপনযোগ্য কৃত্রিম হাত-

পা তৈরিতে থ্রিডি প্রিন্টার কার্যকর হতে পারে। এসব

অঙ্গপ্রত্যঙ্গ সঠিকভাবে নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয়

বৈদ্যুতিক যন্ত্রাংশও তৈরি করবে থ্রিডি প্রিন্টার।



প্রতিস্থাপনযোগ্য যন্ত্রাংশ :

মহাকাশযানের যন্ত্রাংশ থেকে শুরু করে সাধারণ মানুষের

ব্যবহার্য পোশাকের বিরল বোতাম পর্যন্ত

তৈরি করতে পারবে থ্রিডি প্রিন্টার!!

Click This Link Click This Link Click This Link

মন্তব্য ১৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০১৪ দুপুর ১২:২০

নাভিদ কায়সার রায়ান বলেছেন: আমি ভাই এই জিনিষের নাম প্রথম শুনলাম। শুনে তো ভালই মনে হচ্ছে।

৩০ শে মে, ২০১৪ দুপুর ১২:৫১

রহস্যময় ফয়সাল বলেছেন: দারুন একটা জিনিশ :) বিজ্ঞানী দের ধারনা নতুন একটি যুগ শুরু করতে যাচ্ছে বিজ্ঞান, এই থ্রিডি প্রিন্টার এর মাধ্যমে। শুধু আশা করি এর অপব্যবহার করা হবে না মারনাস্ত্র তৈরীর মাধ্যমে।

ধন্যবাদ, পোষ্টটি কষ্ট করে পড়ার জন্য।

২| ৩০ শে মে, ২০১৪ দুপুর ২:০৩

নাভিদ কায়সার রায়ান বলেছেন: পড়তে কষ্ট হয় নাই ভাই। কয়টা রেফারেন্স লিঙ্ক দিলে ভালো হতো

৩০ শে মে, ২০১৪ দুপুর ২:০৭

রহস্যময় ফয়সাল বলেছেন: ফিডব্যাক এর জন্য ধন্যবাদ।
পোস্ট ইডিট করে দিচ্ছি ।
ভালো থাকুন :)

৩০ শে মে, ২০১৪ দুপুর ২:৪০

রহস্যময় ফয়সাল বলেছেন: লিংক Added :)

৩| ৩১ শে মে, ২০১৪ রাত ১২:৩৬

ভালোবাসার কাঙাল বলেছেন: ভাবাই যায় না :-*

৩১ শে মে, ২০১৪ সকাল ১০:৫৪

রহস্যময় ফয়সাল বলেছেন: :)

৪| ৩১ শে মে, ২০১৪ রাত ৩:৪২

সকাল হাসান বলেছেন: অপেক্ষায় রইলাম থ্রিডি প্রিন্টারের।
আসলে ভালই হবে।

৩১ শে মে, ২০১৪ সকাল ১০:৫৫

রহস্যময় ফয়সাল বলেছেন: আমি ও :) ধন্যবাদ মন্তব্য করার জন্য ।

৫| ৩১ শে মে, ২০১৪ সকাল ১১:১৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: থ্রীডি প্রিন্টার সম্পর্কে অনেক কিছু জানা হলো।

ধন্যবাদ, রহস্যময় ফয়সাল।

৩১ শে মে, ২০১৪ সকাল ১১:২৩

রহস্যময় ফয়সাল বলেছেন: আপনাকেও ধন্যবাদ সময় করে পড়ার জন্য ।

৬| ৩১ শে মে, ২০১৪ দুপুর ১২:২৭

সময়ের ডানায় বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।

৩১ শে মে, ২০১৪ দুপুর ১:৩১

রহস্যময় ফয়সাল বলেছেন: আপনাকেও ধন্যবাদ সময় করে পড়ার জন্য :)
ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.