নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছেড়া-কুটি ব্লগ

আমি একা নই, পুরো পৃথিবী আছে আমার পিছনে

রহস্যময় ফয়সাল

মনুষ্যত্বের মরনসাক্ষী হতে বেচে আছি

রহস্যময় ফয়সাল › বিস্তারিত পোস্টঃ

স্বপ্ন যখন বাস্তব ; উরুক্কু গাড়ী

৩১ শে মে, ২০১৪ দুপুর ২:৩৩

এমআইটি একদল গবেষক

টেরাফুগিয়া নামের একটি কোম্পানীর

সাথে যৌথভাবে কাজ করছে। এই

কোম্পানীটি বিগত কয়েক বছর যাবত উড়ন্ত

গাড়ি তৈরির চেষ্টা করছে।

এমআইটির সাথে যৌথভাবে তৈরি করা এই

উড়ন্ত গাড়ির প্রক্রিয়াটি হলো ট্রাঞ্জিশন

কার প্লেন।

টেরাফুগিয়া কোম্পানীটি পূর্বে যে উড়ন্ত

গাড়িটি তৈরি করেছিল তার জন্য

একটি ১৭০০ ফুট লম্বা রানওয়ের দরকার ছিল।

কিন্তু নতুন প্রক্রিয়ায় তারা এমআইটির

সাথে যৌথভাবে এর রানওয়েটি বাদ

দিয়ে যেকোনো স্থান

থেকে আকাশে উড়তে সক্ষম এমন

গাড়ি চিন্তা করছে।

টিএফ-এক্স হিসেবে চিহ্নিত করা হচ্ছে নতুন

গাড়িটিকে।

এটি অনুভূমিকভাবে আকাশে উড়তে এবং নামতে সক্ষম।

এর নকশার ক্ষেত্রে আকাশে উড়ার

ম্যাকানিজমটি গ্রহণ

করা হয়েছে মিলিটারি বিমান ভি-২২

অস্প্রে থেকে।

এর মধ্যে থাকবে রিচার্জেবল ব্যাটারী।

এছাড়া আরো কিছু বড় ধরনের

পরিকল্পনা রয়েছে টিএফএক্স নিয়ে যেমন

অটোমেটিক ড্রাইভিং যেখানে কোন

চালক থাকবে না। এটি স্যাটেলাইটের

মাধ্যমে ইন্টারনেট ব্যবস্থায় যাত্রা শুরু

করে গন্তব্যে পৌছে যাবে।

টিএফএক্স পুরোপুরিভাবে বাণিজ্যিক

ভিত্তিতে বাজারে নামতে সময়

লাগবে আনুমানিক ৮ থেকে ১২ বছর। কিন্তু

যখন

একে বাজারে কিনতে পাওয়া যাবে তখন

এর দাম হবে আকাশচুম্বী। বাজার

বিশেষজ্ঞরা বলছেন, এর দাম হবে আনুমানিক

২,৮০০০০ মার্কিন ডলার।





Reference

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০১৪ ভোর ৫:০৯

সকাল হাসান বলেছেন: উড়ুক্কু গাড়ি!!!!!!

বাংলাদেশের ধনী সমাজের জন্য আরেকস্বপ্নের জন্ম হচ্ছে।

০৩ রা জুন, ২০১৪ রাত ৯:২৫

রহস্যময় ফয়সাল বলেছেন: বলাই বাহুল্য :)

ধন্যবাদ মন্তব্য করার জন্য।

২| ০৪ ঠা জুন, ২০১৪ রাত ১১:৫৩

পংবাড়ী বলেছেন:

অপ্রয়োজনীয় কমোডিটি।

৩| ০৪ ঠা জুন, ২০১৪ রাত ১১:৫৩

পংবাড়ী বলেছেন:

অপ্রয়োজনীয় কমোডিটি।

০৫ ই জুন, ২০১৪ সকাল ৯:০৭

রহস্যময় ফয়সাল বলেছেন: ধনীদের বিলাসিতার নতুন একটা ক্ষেত্র আর কি !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.