নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছেড়া-কুটি ব্লগ

আমি একা নই, পুরো পৃথিবী আছে আমার পিছনে

রহস্যময় ফয়সাল

মনুষ্যত্বের মরনসাক্ষী হতে বেচে আছি

রহস্যময় ফয়সাল › বিস্তারিত পোস্টঃ

সহজেই ভাংগা যাবে না ক্রিকেট বিশ্বকাপের যে রেকর্ডগুলো!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:২২

বিশ্বকাপ, ক্রিকেটের সবচেয়ে বড় আসর। নিজেদের শ্রেষ্ঠত্ব প্রকাশের আসর। কিন্তু একই সাথে খেলোয়াড়দের জন্য সবচেয়ে চাপেরও আসর। কিন্তু সেই বিশ্বকাপে কিছু কিছু মানুষ করে দেখিয়েছেন এমন কিছু যা বিস্ময়কর। তুলে ধরছি বিশ্বকাপ ক্রিকেটের সেই রেকর্ডগুলো যা ভাংগা কঠিন, কিংবা অসম্ভব!


১. বিশ্বকাপে সবচেয়ে বেশী ৫০+ ইনিংস :: টেন্ডুলকার, এতই বেশী ব্যাটিং রেকর্ড এই মানুষটির নামের পাশে যা গননা করাও কঠিন। ডিসিপ্লিন আর ট্যালেন্ট এর মিশ্রনে অনন্য এ খেলোয়ার বিশ্বকাপে ৫০+ ইনিংস খেলেছেন ২১টি! তাও মাত্র ৪৪ ইনিংসে! এজন্য তাকে অবশ্য খেলতে হয়েছে ৬টি বিশ্বকাপ। তার রেকর্ডটি কতটা দামী তা বোঝা যায়, যখন দেখা যায় খোদ রিকি পন্টিং তারচেয়ে বিশ্বকাপে এক ম্যাচ বেশী খেলেও ৫০+ ইনিংস খেলেছেন ১১টি!
হালের খেলোয়াড়দের মাঝে সবচেয়ে বেশী ৫০+ স্কোর সাংগাকারা ও মাহেলা জয়াবরধনের ৮ টি করে। এতেই বোঝা যায়, খুব টাড়াতাড়ি ভাংগছে না রেকর্ডটি ।



২. বিশ্বকাপে সবচেয়ে বেশী উইকেট :: মাত্র ২ জনই পিউর বোলার এখন পর‍্যন্ত ৫টি বিশ্বকাপ খেলেছেন, ওয়াসিম আকরাম এবং মুরালিধরন যদিনা আপনি ড্যানিয়েল ভেট্টোরীকেও হিসেবে রাখেন! যিনি কিনা পুরো '৯৯ বিশ্বকাপ কাটিয়েছেন ডাগ-আউটে।

এমনকি ৫টি বিশ্বকাপেও যদি আপনি ভাংগতে চান গ্লেন ম্যাকগ্রার বিশ্বকাপে নেওয়া উইকেটের রেকর্ড, আপনাকে নিতে হবে প্রতি বিশ্বকাপে ১৪টি করে উইকেট!

যেখানে গ্লেন ম্যাকগ্রা ৪ বিশ্বকাপেই নিয়েছেন ৭১টি উইকেট! প্রতি বিশ্বকাপে প্রায় ১৮ টি করে, ২০ এর নিচে এভারেজ এবং ৪ এর নিচে ইকোনোমি বজায় রেখে! ব্যাটিং ফ্রেন্ডলি এই খেলায় এই রেকর্ড, ভাবা যায়!

বোলিং লিজেন্ড মুরালিধরনের সমান ইনিংসে উইকেট ৬৮টি, কিন্তু তিনি বিশ্বকাপ খেলেছেন একটি বেশী। বর্তমান খেলোয়াড়দের মধ্যে বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট মালিংগার ৩১ টি।
মনে হচ্ছে না, আগামি অন্তত ৩ বিশ্বকাপে এ রেকর্ড ভাংছে!
আর ততদিন এটাকে আনব্রেকেবল উপাধি দিতে বাধা কিসে!!



৩. ক্যাপ্টেন হিসেবে সবচেয়ে বেশী জয় :: রিকি পন্টিং, এক কথায় বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল ক্যাপ্টেন। মুল কারন অবশ্যই তার অধীনে থাকদলটি , যা কিনা উপাধি পেয়েছিলো "দ্যা ইনভিনসিবল" হিসেবে। যে দলটা নিয়ে তিনি বিশ্বকাপে জিতেছেন ২৬ টি ম্যাচ, লেগেছে ২৯ টি মাত্র ম্যাচ!

উইনিং পারসেন্টেজ ৯২.৮৫! সবচেয়ে কাছাকাছি থাকা ক্লাইভ লয়েডের উইনিং পারসেন্টেজ ৮৮.২৩। সৌরভ গাংগুলী এবং ধোনীও ৮০+ পারসেন্টেজ বজায় রেখেছেন, তবে তা মাত্র ১ টি ওয়ার্ল্ডকাপে।

কিন্তু যে জিনিসটা তাকে নিয়ে গেছে ধরা ছোয়ার বাইরে, তা হলো তার ২৬ টি জয়, যেখানে ২য় স্থানে থাকা ফ্লেমিংয়ের জয় ৩ বিশ্বকাপে ১৬টি।

২০০৩ অথবা ২০০৭ এর অস্ট্রেলিয়ার মত ইনভিনসিবল দল আবার না আসাতক এ রেকর্ড অক্ষতই থাকবে বলা যায়!



৪. এক ইনিংসে সবচেয়ে সবচেয়ে ইকোনোমিকাল বোলিং :: বিষান সিং বেদী যখন ১৯৭৫ এর বিশ্বকাপে ১২ ওভারে ছয় রানের একটা স্পেল করেন, তিনি হয়তো এমন একটা রেকর্ড করেছেন, যা আর ভাংগা সম্ভব বলে মনে হচ্ছে না!

১৯৭৯ আর ১৯৯৯ এ যথাক্রমে ইংল্যান্ডের সিএম ওল্ড এবং গ্রেট কার্টলি এম্ব্রোস ফুল স্পেলে ৮ রান দেন কিন্তু ওই পর্যন্তই! ২০০০ সালের পর এখন পর্যন্ত বিশ্বকাপে সবচেয়ে কম রান দেওয়া বোলার জেসন গিলেস্পি ১০ ওভারে ১৩ রান!

মুলত হালের ব্যাটিং সহায়ক উইকেটই রেকর্ডটিকে অনুমোদন দিচ্ছে "আনব্রেকেবল" হিসেবে।



৫. বিশ্বকাপে সবচেয়ে বেশী রান :: তার অনেক রেকর্ড এর মতই আরেকটি "হয়তো আনব্রেকেবল" রেকর্ড! শচীন টেন্ডুলকার তার ওয়ার্ল্ডকাপ জার্নির পথে করেছেন ৫৬.৯৫ এভারেজে ২২৭৪ রান, খেলেছেন ৪৪ টি ইনিংস।

সবচেয়ে কাছে থাকা রিকি পন্টিং, যিনি কিনা ৫টি ওয়ার্ল্ডকাপ খেলে জিতেছেনই তিনটি, তিনিও করতে পারেননি ১৭৪৩ এর চেয়ে বেশী রান, টেন্ডুলকারের চেয়ে এক ইনিংস বেশী খেলেও! এতেই বোঝা যায় রেকর্ডটির মাহাত্ম্য।

বর্তমান খেলোয়াড়দের মধ্যে সাংগাকারার সর্বোচ্চ ৯৯১, আর স্বয়ং ব্যাটিং জিনিয়াস এবিডি ভিলিয়ারস এর ৭২৫ রান মনে করিয়ে দেয় রেকর্ডটি সহজে ভাংগার জন্য তৈরী হয়নি।





এই ছিলো সেই রেকর্ডগুলো, যা করার জন্য প্রয়োজন দৃঢ় মানসিকতা, ট্যালেন্ট আর ধারাবাহিকতার সর্বোচ্চ সমন্বয়, দেখাই যাক না, সত্যিই আনব্রেকেবল থাকে কিনা রেকর্ডগুলো!

[পূর্বে প্রকাশ করেছি bspn24.com এ]

মন্তব্য ৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২২

বিদ্রোহী বাঙালি বলেছেন: চমৎকার তথ্যবহুল পোস্ট। পড়ে মনে হল আসলেই ভাঙ্গা কষ্টকর হবে। তার উপর আবার ভাবা হচ্ছে ৫০ ওভারের খেলা বন্ধ করে দেয়া যায় কিনা। ভালো লাগলো আপনার পোস্টটি। সামনে বিশ্বকাপ ক্রিকেট। এই সময়ে এই ধরণের পোস্ট পাঠকের দৃষ্টি কাড়তে সক্ষম হবে। শুভ কামনা রইলো।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:২৮

রহস্যময় ফয়সাল বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য। :-)

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০৫

মহামহোপাধ্যায় বলেছেন: পোস্টে ভালোলাগা রইল :)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৩১

রহস্যময় ফয়সাল বলেছেন: ভালো লেগেছে জেনে ধইন্যা :D

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১৭

সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ। গুড পোস্ট।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৩১

রহস্যময় ফয়সাল বলেছেন: আপনাকেও ধন্যবাদ পড়ার জন্য :)

৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

চমৎকার তথ্যবহুল পোস্ট।+++

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩৭

রহস্যময় ফয়সাল বলেছেন: ধন্যবাদ , দোয়া রাখবেন। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.