![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনুষ্যত্বের মরনসাক্ষী হতে বেচে আছি
মুভি দেখার নেশা কখনোই ছিলো না । কিন্তু, ধন্যবাদ আমার বন্ধু সানিকে কোরিয়ান মুভির সাথে আমাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য । যার কারনে হঠাত করে এক-আধটা মুভি দেখা আমি হয়ে উঠলাম মুভি ফ্রীক, বলতে গেলে কোরিয়ান মুভি ফ্রীক । আমার কোরিয়ান মুভি দেখা শুরু হয়েছিলো এখন পর্যন্ত ওদের ইন্ডাস্ট্রির অন্যতম সেরা একটি মুভি দিয়ে , "Memories Of Murder", সেটার রিভিউ নাহয় অন্য কোনদিন দেওয়া হবে (যদি এখনো না দেখে থাকেন আরকি!) । আজকের পোস্টে যে দুটি মুভির রিভিউ দেবো তা হলো So-Won (Hope/Wish) আর Failan (Pairan) ।
চলুন পাঠক জেনে নিই মুভি দুটোর সম্বন্ধে!
#১.
Title: So-Won
English Title : Wish/Hope
Release : 2013
Director: Joon-ik Lee
Writer: Ji-hye Kim
Stars: Lee Re, Hae-suk Kim, Sang-ho Kim
_______________________________________________________
বানিজ্যিকভাবে আগের মুভিটা হিট না হওয়ার পর, ২ বছর স্বেচ্ছায় ফিল্মমেকিং থেকে সরে ছিলেন তিনি, ফিরলেন ২০১৩ তে, বানালেন এমন ফিল্ম যা কমার্শিয়ালি যেমন হিট হলো, ঠিক সমানতালে ক্রিটিকস সাক্সেসও পেলো, ঘরে তুললো সম্মানজনক ব্লু ড্রাগন ফিল্ম এওয়ার্ডসে ২০১৩ এর সেরা ফিল্মের খেতাব ।
নাহ , এটা ছবির কাহিনী নয়, Jo Joong-hoon আর Kim Ji-hye এর লেখা কাহিনীটা আরও অনেক বেশীই আকর্ষনীয়, Lee Joon-ik এর পরিচালনা আর অসাধারন অভিনেতা Sol Kyung-gu এর অনবদ্য অভিনয় শুধু ফিল্মটাকে করেছে আরও টাচিং । মুভির প্রধান চরিত্রে অবশ্য এই জনপ্রিয় অভিনেতা নন বরঞ্চ তার ছোট্ট মেয়ের চরিত্রে অভিনয় করা Lee Re, কিংবা মুভির নামেই ডাকি, So Won । মুভিতে আমার চোখে সেরা অভিনয় এই কিউট বাচ্চাটাই করেছে ।
গল্পটা এক টিপিক্যাল চাইল্ড এবিউস নিয়ে, পুলিস যার আসামীকে খুজে বের করতে পারবে কিংবা পারবে না তা নিয়ে । হ্যা, তাই ভেবেছিলাম শুরুটা দেখে । কিন্তু না, গতানুগতিক কোরিয়ান মুভিতে অভ্যস্ত আমাকে বিস্মিত করে কাহিনীটা মোড় নেয় এক বাবার আকুতিতে, মেয়ের প্রিয় কিংবা ভালো লাগার মানুষ হওয়ার জন্য এক বাবার প্রচেষ্টায় । কিংবা, মেয়েটার বাকী জীবন কিভাবে যাবে, সেই দিকে । স্কুলের সবাই কি তারপরও এই বাচ্চা মেয়েটিকে আগের চোখেই দেখবে? কিভাবে সারাজীবন যাবে এই মেয়েটির এই অপবাদ ঘাড়ে নিয়ে?
সবচেয়ে খারাপ লেগেছিলো, বাবার সার্চ কিওয়ার্ডটা, যেখানে তিনি লিখছেন "How to talk with your daughter", কিংবা বাচ্চা মেয়েটির কথা "Why did i born?"
কিংবা বাচ্চা মেয়েটির মায়ের বলা "Of all the kids in this world, why'd this happen to our little girl?"
মুভিটা দেখে কাঁদতে হবে সেটা মাথায় রেখেই মুভি দেখবেন ।
মনে হবে এত কিউট একটা বাচ্চা আপনার থাকলে কি ভালোই না হতো!
কিংবা মনে হবে, এরকম যেনো আর কোন বাচ্চার সাথে না হয়!
হয়তোবা নতুন করে ভাবতে শিখবেন একজন বাবা কিংবা একটি ছোট্ট মেয়ের মনস্তত্ব !
এত কিছুর পর একটা কথাই বাকি, ইটস আ মাস্টারপিস, আ মাস্ট ওয়াচ মুভি ।
IMDB Link : http://www.imdb.com/title/tt3153634/
IMDB Rating : 8
#২.
Title: Failan (Pairan)
Director: Hae-sung Song
Writer: Jirô Asada
Stars: Min-sik Choi, Cecilia Cheung, Dae-Hoon Jeong |
_________________________________________________________________
প্রথমেই বলে নেই মুভিটি আপনাকে বের করে নেবে ভালোবাসা সম্পর্কে আপনার অভ্যস্ত চিন্তাধারা থেকে । প্রচলিত সব ভালোবাসার গল্প, দুজনের দেখা কিংবা পরিনয়ে । কিন্তু কেমন হয় যদি প্রেমিক কিংবা প্রেমিকার কোনোদিন দেখাই না হয় । কোনোদিন কথাই না হয় , এমনকি একটি চিঠিও না! তাহলেও কি ভালোবাসা সম্ভব? উত্তরটা যদি আপনি নিতে চান Hae-sung Song এর পরিচালনায় তৈরী Pairan মুভি থেকে, তবে হ্যা, সম্ভব, খুব বেশীই সম্ভব । অসাধারন এই সিনেমাটির শুরু দেখে ভাবছিলাম এটা হয়তো হতে যাচ্ছে একটি গ্যাং নিয়ে মুভি । কিন্তু নায়ক Kang Jae এর শক্ত বাচন কিংবা চলনের নিচে থাকা একটি নরম হৃদয় কিছুক্ষনের মধ্যেই চোখে পড়ে । একসাথে শুরু করা তার পার্টনার যখন একটা গ্যাংয়ের কর্তা, তখনও তিনি পড়ে থাকেন সেই নিচেই । জীবন চালানোর জন্যে, অনেক বছরধরে স্বপ্ন একটি মাছ ধরার নৌকা কিনে বাড়ী ফেরার জন্য তাকে এমনকি কখনো না দেখা মানুষদের ফেক ম্যারেজও করতে হয় । টাকার বিনিময়ে অবৈধ অধিবাসীদের, চুক্তি বিয়ে । ঘটনাক্রমে এদেশে থাকতে ইচ্ছুক এক চাইনিজ মেয়েকেও ফেক ম্যারেজ করেন তিনি । আর সব সময়ের মতই যার সাথে তার কখনো দেখা হয়নি । কিন্তু মেয়েটি মারা গেলেই হয় বিপত্তি, পুলিস এসে লাশ সনাক্ত করতে বলে, তিনি যান ইনচন থেকে দুরের এক ছোট্ট শহরে । প্রেমে পড়েন, Kang Failan এর । তার স্ত্রী, তার মৃত স্ত্রী ।
মুভিটাতে অসাধারন অভিনয় করেছেন Kang Je চরিত্রে অভিনয় করা কোরিয়ান জনপ্রিয় অভিনেতা Min-sik Choi, কম যাননি বাকীরাও । অসাধারন এই মুভিটি এক বসাতে দেখার মতই । দুবার না ভেবে দেখে ফেলুন ।
IMDB Link :
http://www.imdb.com/title/tt0289181/
IMDB Rating : 7.8
আজ এ পর্যন্তই, ভবিষ্যতে হয়তো আরো কিছু ভালো মুভির রিভিউ নিয়ে আসবো, ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য ।
২৬ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩
রহস্যময় ফয়সাল বলেছেন: দুঃখিত, আমি জানতাম না । সরিয়ে ফেলছি ভাইয়া । অন্য ডাউনলোড লিংক কি দেওয়া যাবে?
২| ২৬ শে আগস্ট, ২০১৫ রাত ৮:০৪
অনন্ত জীবন বলেছেন: ডাউনলোড লিংক দিলেন নাহ!!!!!!!!
২৭ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৫২
রহস্যময় ফয়সাল বলেছেন: টরেন্টে সার্চ করুন পাবেন, যেহেতু টরেন্ট লিংক দেওয়া নিষিদ্ধ তাই...
৩| ২৭ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৪৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: না ভাইয়া, এই টরেন্ট ডাউনলোড নিয়ে আমরা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অনেক অভিযোগ পাই। তাই আমরা বর্তমানে যে কোন প্রকার টরেন্ট ডাউনলোড লিংক অনুমোদন করি না। তবে যদি কোন মুক্ত সফটওয়্যার হয় তাহলে তা ডাউনলোড করার লিংক দেয়া যেতে পারে।
শুভেচ্ছা জানবেন। আর বড় কথা হচ্ছে আপনার রিভিউ ভালো লেগেছে।
২৮ শে আগস্ট, ২০১৫ ভোর ৪:৫৫
রহস্যময় ফয়সাল বলেছেন: এবং ইহা শুনিয়াই ধইন্যা
শুভেচ্ছা জানবেন, আশা করি মুভি দুটোও দেখে ফেলবেন ।
(দেরী করে রিপ্লাই দেওয়ার জন্য খুউব দুঃখিত)
©somewhere in net ltd.
১|
২৬ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৩০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনুগ্রহ করে টরেন্ট ডাউনলোড লিংক সরিয়ে নিন। বর্তমানে টরেন্ট ডাউনলোড লিংক অনুমোদন করা হচ্ছে না।