নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সৌদি আরবের নারীদের ৫ নিষিদ্ধ কাজের মধ্যে একটি গাড়ি চালানো যাবে না। বিশ্বের একমাত্র দেশ সৌদি আরব যেখানে মেয়েদের গাড়ি চালানোর অনুমতি নেই এবং এ কারণে ক্ষোভও বাড়ছিল। 'মেয়েদের গাড়ি চালানোর মত বুদ্ধি নেই'- এক সপ্তাহ আগে একজন ধর্মীয় নেতার করা এমন মন্তব্য অসন্তোষ আরও উসকে দেয়।
অবশেষে বহু বছর ধরে চলা প্রচারণার প্রেক্ষিতে সৌদি আরবের ইতিহাসে এই প্রথম মেয়েরা গাড়ি চালানোর অনুমতি পেতে যাচ্ছে।
সৌদি বাদশাহ সালমান এ সংক্রান্ত একটি ডিক্রি/ফরমান জারি করেছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ খবর দিচ্ছে।
দেশটির শীর্ষ ধর্মীয় নেতাদের কাউন্সিল এই পদক্ষেপকে সমর্থন দিয়েছে। সৌদি আরবের চরম রক্ষণশীল সমাজে মেয়েদের গাড়ি চালানোর অনুমতি দেয়ার দাবিতে মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরে সোচ্চার। গাড়ি চালানোর অভিযোগে অনেক নারীকে কারাগারেও যেতে হয়েছে।
সৌদি সরকারের নতুন এই উদ্যোগকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র স্বাগত জানিয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হিদার নাওর্ট বলেন, "আমি মনে করি সেদেশের জন্য এটি সঠিক দিক-নিদের্শনার মহান পদক্ষেপ। তারা যে এ ধরনের উদ্যোগ নিচ্ছে সেজন্য আমরা উচ্ছ্বসিত। আমি মনে করি এটি খুবই ইতিবাচক লক্ষণ"।
সৌদি প্রেস এজেন্সির খবরে জানানো হয়েছে রাজকীয় এই ডিক্রি মোতাবেক নারী ও পুরুষ উভয়ের জন্যই গাড়ির ড্রাইভিং লাইসেন্স ইস্যু করা হবে।
সূত্র-নিউজ
২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১০
ফয়েজ উল্লাহ রবি বলেছেন: ভালো মন্দ কিছু দিন পরে দেখা যাবে, আধুনিকতার নামে পশ্চিমা সংস্কৃতির ঢুকে যাচ্ছে এই অশনি সংকেত!
২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৫
তাতিয়ানা পোর্ট বলেছেন: Meyera gari chalale onnoder jole keno.
২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫৭
ফয়েজ উল্লাহ রবি বলেছেন: মেয়েদের গাড়ি চালানোর মধ্যে আমি ব্যক্তিগত ভাবে কোন দোষ দেখিনা
শুধু শালীনতা বজায় চললেই হলো, সর্বক্ষেত্রে। ধন্যবাদ মন্তব্য দানে।
৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:২০
খায়রুল আহসান বলেছেন: বিজ্ঞানকে অস্বীকার করে কেউ বেশীদিন টিকে থাকতে পারেনা। সবকিছুর মাঝে একটা সমন্বয় বজায় রেখে যারা চলতে পারে, তারাই সুখী হয়।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩৭
ফয়েজ উল্লাহ রবি বলেছেন: আধুনিকতার নামে আবার অপসংস্কৃতিতে ডুবে গেলে চলবেনা, পশ্চিমা সংস্কৃতি কিন্তু আরব ভুমে অনেক আগেই ঢুকে গেছে। ইসলামের সঠিক শিক্ষা নিয়ে সবাই যেন জীবন গড়তে পারে এটাই এখন মূল বিষয় হওয়া উচিৎ। ধন্যবাদ খায়রুল ভাই।
৪| ০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ২:২৫
সচেতনহ্যাপী বলেছেন: অর্থাৎ মুসলিম বিশ্ব ধীরে ধীরে চলে আসছে নূতন বিশ্বসমাজে!!
৫| ০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ২:২৬
সচেতনহ্যাপী বলেছেন: শুভকামনা রইলো তাদের জন্য।।
০৩ রা অক্টোবর, ২০১৭ ভোর ৪:৩৮
ফয়েজ উল্লাহ রবি বলেছেন: সাময়িক ভাবে স্থগিত করা হয়েছে।
©somewhere in net ltd.
১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২০
হাফিজ হুসাইন বলেছেন: ভালো খবর না