নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি খুব ভালো মানুষ না। নিজের সম্পর্কে এরচেয়ে ভালো কিছু লেখা উচিত না।

ফাইজুল ইসলাম নিরব

নিজের প্রতি আস্থা নেই বলে অনেক দিন লেখালেখি করিনি। ফিরে এসেছি ভিন্ন নিজেকে নিয়ে। যা কিছুই লেখি না কেন আমি আমার দেশের প্রতি সর্বদাই শ্রদ্ধাশীল।

ফাইজুল ইসলাম নিরব › বিস্তারিত পোস্টঃ

শরণার্থীদের আশ্রয় দেয়াই মানবতার শ্রেষ্ঠ উদাহরণ হতে পারে না। পশ্চিমাদের আরও কিছু করার আছে..।

০৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:০০

শরণার্থীদের ইউরোপে আশ্রয় দেয়া এই বছরের অন্যতম আলোচ্য বিষয়। ইউরোপীয়রা শরণার্থীদের আশ্রয় দেয়ার পেছনে অনেক কারণ আছে। তার মধ্যে মানবতা থাকতে পারে না। মানবতার বিন্দুমাত্রও যদি তাদের মধ্যে থকতো তাহলে ইরাক যুদ্ধ, আফগান যুদ্ধ, লিবিয়া যুদ্ধ, সিরিয়া যুদ্ধ হতো না। পশ্চিমাদের জন্যই আজ মধ্যপ্রাচ্যের ঘরে ঘরে শরণার্থী। মানবতার নামে এরা যা করছে তা শুধুমাত্র লোক দেখানো ছাড়া আর কিছুই নয়। যুদ্ধ যুদ্ধ খেলা খেলে আবার এরাই শরণার্থীদের আশ্রয় দেয়। এটা হচ্ছে এক ধরণের বড়লোকি খেলা। যদি শরণার্থীদের আশ্রয় দেয়ার পরিকল্পনা এদের থাকতো তাহলে প্রথম দিকেই আশ্রয় দিত। শেষে যখন দেখা গেল এখানে নিজেদের মান সম্মানের কিছু ব্যাপার আছে তখন পশ্চিমারা আশ্রয় দিতে রাজি হল। এখানে মানবতার থেকেও বেশি গুরুত্ব পেয়েছে পশ্চিমাদের মান সম্মান। আর আমি মনে করি পশ্চিমাদের কাছে শরণার্থীদের আশ্রয় পাওনা ছিল। প্রাণের ঝুঁকি নিয়ে তারা এই পাওনা আদায় করছে। এখানে মানবতার কোনো গন্ধও খোঁজে পাওয়া যায় না।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:১৪

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: মানবতার নামে এরা যা করছে তা শুধুমাত্র লোক দেখানো ছাড়া আর কিছুই নয়। সহমত।

২| ০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ২:৩৭

বিপরীত বাক বলেছেন: এটাই মুসলমান দের এক্কেরে ধর্মগত বৈশিষ্ট্য।।
বিপদে পড়ে কাতর কণ্ঠে কাকুতি মিনতি করে প্রতিবেশী বা পাশের মানুুষ টার কাছে সাহায্য চাওয়া।।।

আর সাহায্য পেয়ে বিপদ কেটে যাওয়ার পর বলা'. তুই কেঠারে।।?? আমার আল্লায় আমারে বাচাইছে যা ভাগ।।। আর তোর সয়সম্পত্তি গুলা আমারে দিয়া দে।। ওগুলো তো আল্লায় দিছে।।। মোর ভাগ বেশি।।।। দে।। দেকইতাছি।।। নিজেরা কিছু বানানোর যোগ্যতা রাখে না।।।

৩| ০৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:০১

ফাইজুল ইসলাম নিরব বলেছেন: আপনি যা বলছেন এই কথা ভেবে অনুচ্ছেদটি লেখা হয় নি। আপনার মন্তব্যের মাধ্যমেই আপনার পরিচয় পাওয়া যায়। মুসলিম বিদ্বেষী মনোভাবের কারণে আপনি কথার লজিক হারাচ্ছেন।

৪| ১০ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩০

বিপরীত বাক বলেছেন: কথা টা বেশ খানিক টা অমার্জিত হয়ে গেছে মানছি।। শেষ রাতে মাথা গরম হয়ে গিয়েছিল।। কিন্তু কথা কিন্তুক বেশ সত্য।। কেননা সিরিয়া ইরাকের ঘটনায় হাঙ্গেরি জার্মান গ্রীস জড়িত নয়।। সুতরাং তারা কেন বোঝা টানবে?

বরং এইসব বোঝা টানা দরকার অামেরিকা রাশিয়ার দোসর অামিরাত, সৌদি, কাতার এইসব দেশের।।

অার যা বলেছি তা অামার অাশেপাশের বাঙাল মুসলিম দের কার্যকলাপের অভিজ্ঞতা থেকে বলছি।। অামি জানি না অাপনি কোথা থেকে বলছেন।। তবে বাংলাদেশে অাসলে বা থাকলে বা ভাল করে পেপার পত্রিকা পড়লে অাশে পাশে অামার বর্ণিত ঘটনা অনেক দেখতে পারবেন।।।

বাংগাল মুসলমান জাত হলো পলাশীর কাহিনীতে বর্ণিত , " মোহাম্মদী বেগ " র মত। সিরাজের মা অামিনার প্রিয় চাকর।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.