![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে দিন দেখেছি তোমায় সেই সন্ধ্যারও ক্ষণে সেই থেকে আছো মিশে এই হৃদয় মন জুড়ে, আর কিছু লাগেনা ভাল, থাকি সদা আনমনে হে অপরূপ রূপবতী তোমায় দেখি সঙ্গোপনে।
তুমি না থাকলে
- ফয়েজ উল্লাহ রবি
তুমি না থাকলে আকাশ থাকেনা নীল, মেঘে ঢাকা কালো
মন খারাপের দলে একেলা আমি, কিছুই লাগে না ভালো।
তোমার শূন্যতা আমাকে কাঁদায় সকাল-সন্ধ্যা-রাত,
ভাল্লাগেনা কোন কিছুই যখন তুমি দাও না সাথ।
ভেবেছি তোমার হরিণী চোখে স্বপ্ন বুনে কাটবে আমার বেলা,
চলে যাও রেখে আমায় যখন একা, পাইনা আর সুখের দেখা,
কষ্ট গাঙ্গে ঢেউ তোলে যে, চলে গেলে, এখন শুধুই দুঃখের মেলা।
যেন তুমি নেই বলে, ধ্বংস হয়েছে ব্যাবিলনের শূন্য উদ্যান,
প্রেয়সী জান কি ? তোমায় ভালবেসে দিতে পারি বলিদান।
তোমার শূন্যতায় এভারেস্টের দেয়ালে তুষার ধস্ নামে
ভিসুভিয়াস ফুজিয়ামা যায় নিভে, গ্যালাক্সি দিকভ্রান্ত,
আগ্নেয়গিরি অগ্নিপাতে আফ্রিকা জ্বলে ছারখার,
উল্কাপিণ্ড আছড়ে পরে পৃথিবী হলো বিরান ভূমি,
ধুলোময় মরুর বুকে দমকা হাওয়া জীবন উষ্ঠাগত না থাকলে তুমি।
তোমার বিরহে ভিক্টোরিয়া, নায়েগ্রা জল শূন্যতায় ভোগে,
------------------------টেমস নদী শুকিয়ে যায়
তোমার দেখা না পেয়ে চীনের প্রাচীর ভঙ্গুর প্রায়।
পিরামিডের মাটির তলে ঘুমিয়ে থাকা হাজার বছরের মমি,
-------------------শ্বাস নিতে উপরে এসে হাঙ্গামা বাড়ায়।
রোম-পারস্য সভ্যতায় ভুল ইতিহাস ঢুকে যাচ্ছে তোমার অভাব তাই,
তুমি না এলে ভূ-স্বর্গ কাশ্মীর, আগ্রা, সুন্দরবন সৌন্দর্য হারায়।
তোমার শূন্যতায় পাখি ভুলে গেছে সুর, সূর্যের রশ্মিতে নেই যেন নূর,
ভোরের শিশির ঝরে না দূর্বাঘাসে, রুক্ষ সকাল তুমি যখন থাক দূর।
১৭ ই আগস্ট, ২০১৬ রাত ২:০০
ফয়েজ উল্লাহ্ রবি বলেছেন: আপনাকেও অজস্র ধন্যবাদ।
২| ১৭ ই আগস্ট, ২০১৬ রাত ২:১৩
শাহরিয়ার কবীর বলেছেন: খুব সুন্দর লিখেছেন !
শুভ ব্লগিং.......
ভালো থাকুন
১৭ ই আগস্ট, ২০১৬ রাত ২:১৮
ফয়েজ উল্লাহ্ রবি বলেছেন: আপনিও ভাল থাকুন।শুভেচ্ছা শুভ কামনা রইল শুভ রাত্রী।
৩| ১৮ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:২১
খায়রুল আহসান বলেছেন: তুমিময় কবিতা, আবেগে ভরপুর!
তোমায় ভালবাসে দিতে পারি বলিদান - এখানে ভালবাসে কথাটা ভালবেসে হবে বোধ হয়।
ব্লগিং এর এ আসরে আপনাকে সুস্বাগতম! এখানে আপনার বিচরণ স্বচ্ছন্দ হোক, আনন্দময় হোক, দীর্ঘস্থায়ী হোক!
১৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৩১
ফয়েজ উল্লাহ্ রবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা রইল।
ভাল থাকবেন সুস্থ থাকবেন।
ভাল থাকা হয় যেন।
©somewhere in net ltd.
১|
১৬ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৩৭
প্রামানিক বলেছেন: ------------------------টেমস নদী শুকিয়ে যায়
তোমার দেখা না পেয়ে চীনের প্রাচীর ভঙ্গুর প্রায়।
দারুণ কাব্য কথামালা। ধন্যবাদ