![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে দিন দেখেছি তোমায় সেই সন্ধ্যারও ক্ষণে সেই থেকে আছো মিশে এই হৃদয় মন জুড়ে, আর কিছু লাগেনা ভাল, থাকি সদা আনমনে হে অপরূপ রূপবতী তোমায় দেখি সঙ্গোপনে।
জ্যোৎস্না
- ফয়েজ উল্লাহ রবি
এই চাঁদ এতোটা সুন্দর নয়, কিছুটা আছে তার কলঙ্ক,
জ্যোৎস্না আছে তাই, ভালবাসে সবাই, কবি'র হয়ে যায় প্রিয়তম।
কবিতা গানে উপমায় যদি চাঁদ না থাকে কাব্য যেন পথ হারায়,
সুর যেন বে-সুরে ককর্শ বাজে, পাখি তার নীড় হারায়।
“কবি কবিতায় নিজেকে বিলিয়ে চাঁদ বেঁচে আছে জ্যোৎস্নায়”।
.
৮/৮/২০১৬ ইং
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২৯
ফয়েজ উল্লাহ্ রবি বলেছেন: অজস্র ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:১৪
ভ্রমরের ডানা বলেছেন: দারুন!