নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ফয়েজ উল্লাহ রবি ০৬ সেপ্টেম্বর ১৯৮২ ইং বাংলাদেশের কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার অর্ন্তগত রামচন্দ্রপুর গ্রামে জন্ম গ্রহন করি। ছোট বেলা থেকে লেখা-লেখি করে আসতেছি। বিভিন্ন পত্রিকায় লেখা ছাপা হয়েছে, এছাড়াও অন-লাইন মিডিয়ায় লেখা-লেখি করে থাকি।

ফয়েজ উল্লাহ্‌ রবি

যে দিন দেখেছি তোমায় সেই সন্ধ্যারও ক্ষণে সেই থেকে আছো মিশে এই হৃদয় মন জুড়ে, আর কিছু লাগেনা ভাল, থাকি সদা আনমনে হে অপরূপ রূপবতী তোমায় দেখি সঙ্গোপনে।

ফয়েজ উল্লাহ্‌ রবি › বিস্তারিত পোস্টঃ

আঁধার

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:১০



রোজ তোমাদের শহরে আমি জাগে থাকি
ভোরের পায়ে সবার আগে পরিয়ে দিতে নূপুর।
সুর্য উঠার আগেই আমি জাগিয়ে দেই
নিয়ে আসি ঊষার আলোয় ভোর।
আলোর মিছিলে যদি আঁধারই থাকে এই কি আমারই দোষ
কবে ভাঙবে ঘুম, আসবে তোমাদের হুশ।
যখন আমি থাকবো না তোমাদের এই শহর আঁধারে যাবে ডুবে
জানি তখন ঠিকই আমায় খুঁজবে তোমরা শুধুই খুঁজবে।

আলোর আড়ালে আঁধারের খেলা, সেই আদি কাল ধরে
জানি না কেন ফের মানুষ যাচ্ছে আদি কালে ফিরে,
সামনে ঊষার আলো, জানি যদিও আছে কিছুটা কালো
তবু কেন বারংবার দূরে সরে যায় সব গুলো ভাল।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:১৩

শাহরিয়ার কবীর বলেছেন: দারুন লিখেছেন।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১৭

ফয়েজ উল্লাহ্‌ রবি বলেছেন: অজস্র ধন্যবাদ শুভেচ্ছা ভালবাসা রইল।

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:১৩

ভ্রমরের ডানা বলেছেন: ভাল লিখেছেন!

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১৭

ফয়েজ উল্লাহ্‌ রবি বলেছেন: সহস্র ধন্যবাদ শুভেচ্ছা।

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৫৯

মাকার মাহিতা বলেছেন: মন্তব্যে একরাশ ভাললাগা রেখে গেলুম...!!!

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২০

ফয়েজ উল্লাহ্‌ রবি বলেছেন: অফুরান ধন্যবাদ শুভেচ্ছা ভালবাসা রইল। :-B

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.