নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মূখাপেক্ষী শুধুই প্রভূর দুয়ারে...

http://naboprottoy.blogspot.com www.facebook.com/naboprottoy

মুহাম্মদ ফজলে রাব্বী

মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর। আল্লাহকে ছাড়া কাউকে মানিনা, নারায়ে তাকবীর...নারায়ে তাকবীর

মুহাম্মদ ফজলে রাব্বী › বিস্তারিত পোস্টঃ

শুধু ডোরেমন নয় সাথে আরোও বাঘা বাঘা চ্যানেল বন্ধ করতে হবে:-/:-/:-/

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৯

নানা ঘাত-প্রতিঘাতের পর অবশেষে ডোরেমন কার্টুন বন্ধ হল। এ নিয়ে অভিভাবকরা বেশ দুশ্চিন্তাতেই ছিল এতদিন। তারা যেন হাঁপ ছেড়ে বাচলেন।

মন্ত্রী-মিনিস্টার হইতে শুরু করে সাধারণ আম জনতাও মনে হয় অনেক টেনশন পোহাইছেন।কারণ, তাদেরও তো ছোট সন্তান সন্তুতি আছে:P

বাংলাদেশের একজন সচেতন নাগরিক হয়েও কিনা ছেলে-মেয়ে হিন্দিতে কথা বলবে এটা নিশ্চয় কোন বাবা-মা মেনে নিতে পারেননা। যদিও বা এখনকার আধুনিক মায়েরা সন্ধ্যা হলেই নিজের মেয়েকে সঙ্গে নিয়ে ভারতীয় সিরিয়ালগুলো গোগ্রাসে গিলতে থাকে। সেটাতে বোধহয় খুব একটা বড় প্রবলেম হয়না তাদের।

যাই হোক! আমিও যে ডোরেমনের একজন বিশাল বড় ফ্যান ছিলাম এ কথা বলে আর নিজে লজ্জা পেতে চাইনা।:((

সবই ঠিকভাবে হল, সাধারণ একটা ডোরেমন কার্টুনে বাঙ্গালী জাতির সংস্কৃতি নষ্ট হয়ে যাচ্ছে বলে বড় বড় লেকচারও নাকি দিয়েছেন বড়ো বড়ো নেতারা। কিন্তু স্টার জলসা, জলসা মুভিস, আকাশ, ই.টি.ভি. বাংলা স্টার প্লাস, স্টার গোল্ড, জি সিনেমা, ইউ.টিভি এ্যাকশন এরকম আরও কত.......................

মাননীয় ইনু সাহেবের নিকট আমার প্রশ্ন '' এগুলো কী কোন অস্ট্রেলিয়ান টিভি সেন্টার নাকি মামা?''

ভারতীয় সংস্কৃতির দ্বারা বাংলাদেশ যদি প্রভাবিত হয়েই থাকে তাহলে তা একমাত্র ওসব টিভি চ্যানেলের কারণেই।

তাই মাননীয় মন্ত্রী সাহেবদের কাছে আমার বিনীত অনুরোধ, যেন তারা এসব টিভি চ্যানেলই অতিসত্বর বন্ধ করে দেন। শুধু নামকা ওয়াস্তে ডিজনি চ্যানেলের মতো একটা চাইল্ড ক্যাটাগরির সেন্টার বন্ধ করে নাকে তেল দিয়া ঘুমাইয়েননা। নাকি আপনাদের বিবিদের প্রতি জুলুম হয়ে যাবে বলে এ ব্যাপারে মুখ খুলতে ভয় হয়?:-*:-*:-*

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৭

কায়সার ইয়াসিন বলেছেন: ভাই আমি তো এখন ও ডরিমন দেখাচ্ছে দেখলাম।বন্ধ করল কৈই?

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১২

মুহাম্মদ ফজলে রাব্বী বলেছেন: তাইলে মনে হয় সব জায়গায় এখনো করে নাই।

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৩

শেরজা তপন বলেছেন: সহমত-ডোরেমন আমারও প্রিয় কার্টুন ছিল :)
ওইটা জাপানী ভাষায় হইলে মনে হয় বন্ধ হইতনা। আমাদের পুলাপান জাপানী ভাষা শিখলে সমস্যা নাই-নিজেদের ডাবিং করার মুরোদ নাই। শুধু হিন্দি ভাষার জিগির তুলে বাচ্চাদের একটা অতিপ্রিয় কার্টূন সিরিয়াল বন্ধ হয়ে গেল :(
আমি নিশ্চিত যারা ডোরেমন নিয়ে উল্টা পাল্টা কথা বলে তারা মন দিয়ে কখনোই এই কার্টূনটা দেখেন নাই। ডোরেমন দেখে জাপানী পুলাপান নষ্ট হয়না-আমাদের গুলান নষ্ট হয়!!!

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৮

মুহাম্মদ ফজলে রাব্বী বলেছেন: আপনার সাথেও সহমত। এতে আজ পর্যন্ত খারাপ কিছুই পাইনি আমি।
যদিও বা ওনারা ছাই দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। আমি বলি তাইলে এখনো ঐ ডিস্কো মার্কা সেন্টারগুলো চালু আছে কিভাবে? যেগুলা থাইকা শুধু ভারতীয় সংস্কৃতি নয় পোলাপান রেপ করতে শেখাটাও বিচিত্র কিছু নয়।
ভাই তপন! ডোরেমনরে খুব মিস করব। আমার কিশোরের অনেক স্বপ্নই কেটেছে ডোরেমন বন্ধুদের সাথে :( :( :(

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৩

নেপোলিয়ন বলেছেন: এখন থাইকা পুলাপাইন বাপের লগে ঐ গুলা(!!!!) দেইখা আংরেজী তে পারদর্শী হইব বইলা আশা রাখতেছি....

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৭

মামুinসামু বলেছেন: ডোরেমন বন্ধ করে দিলেই তো সমস্যার সমাধান হবে না।

৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৪

মুহাম্মদ ফজলে রাব্বী বলেছেন: ঠিকই বলছেন আপনারা। হিন্দি ভাষা বলে যদি একটা বাচ্চা চ্যানেল বন্ধই করতে হয় তাইলে তো আগে মা-বাপ মার্কা চ্যানেলগুলোন আগে বন্ধ করা উচিৎ। শাহবাগের আন্দোলনে শিশু মানসিক নির্যাতনের অভিযোগে এটাও তোলা উচিৎ =p~ =p~ =p~

৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৩

শিব্বির আহমেদ বলেছেন: নাকি আপনাদের বিবিদের প্রতি জুলুম হয়ে যাবে বলে এ ব্যাপারে মুখ খুলতে ভয় হয়? B-)

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩১

মুহাম্মদ ফজলে রাব্বী বলেছেন: :D :D :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.