নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মূখাপেক্ষী শুধুই প্রভূর দুয়ারে...

http://naboprottoy.blogspot.com www.facebook.com/naboprottoy

মুহাম্মদ ফজলে রাব্বী

মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর। আল্লাহকে ছাড়া কাউকে মানিনা, নারায়ে তাকবীর...নারায়ে তাকবীর

মুহাম্মদ ফজলে রাব্বী › বিস্তারিত পোস্টঃ

আপনার এন্টিভাইরাস ঠিকমতোন কাজ করছে কিনা দেখে নিন

১২ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫৭

আমরা কম বেশি সবাই আমাদের পিসির সুরক্ষার জন্য এ্যান্টিভাইরাস ব্যবহার করি। কিন্তু আপনার এ্যন্টিভাইরাসটি ঠিকমতোন কাজ করছে কিনা কিভাবে বুঝবেন?

চলুন খুব সহজেই আপনার এ্যান্টিভাইরাসের ক্ষমতা পরীক্ষা করা যাক।

১) প্রথমে একটি নোটপ্যাড ওপেন করুন।

২) উক্ত নোটপ্যাডে নিচের লেখা কপি করে পেস্ট করে দিন। X5O!P%@AP[4PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*

৩) এরপর সেভ করুন।

পরীক্ষা করার জন্য আপনার প্রাথমিক কাজ সম্পন্ন। এবার উক্ত সেভ করা নোটপ্যাড ফাইলটিতে রাইট বাটন ক্লিক আপনার পিসিতে ইনস্টল করা এন্টিভাইরাস দ্বারা স্ক্যান করে নিন।

দেখুন তো কোন ইফেক্টেড ফাইল ধরা পরে কিনা। যদি না পরে তাইলে আপনার এ্যান্টিভাইরাস মোটেই কাজ করছে না। পিসির সুরক্ষার জন্য এখন না হয় অন্য কোন ব্যবস্থা নিন।

ও...আরেকটা কথা। আপনার নোটপ্যাডে সেভ করা লেখাটা কিন্তু কোন ভাইরাস নয়। এ নিয়ে ভাবনার কিছু নেই।

মন্তব্য ৩৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:১৭

শোয়াইব আহেমদ বলেছেন: পরিক্ষা করলাম। নোটপ্যড সেভ করা মাত্রই এন্টিভাইরাস সেটা ডিলিট করেদিল স্ক্যান :) করার সময়ই পেলামনা :( । অসাধারন ট্রিক্সটির জন্য ধন্যবাদ।

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০৪

মুহাম্মদ ফজলে রাব্বী বলেছেন: বাহ! খুব ভাল তো। কোন এন্টিভাইরাস ব্যবহার করেন?

২| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২২

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: উপকারী পোস্টের জন্য আপনাকে ধন্যবাদ মোহাম্মদ ফজলে রাব্বী ।

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫১

মুহাম্মদ ফজলে রাব্বী বলেছেন: উপকারী জেনে ভাল লাগল। আশা করি অন্যদেরও কাজে দিবে।

৩| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২৬

অন্ধকারের রাজপুত্র বলেছেন: কাজ করেছে ! :)

+++++++

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫১

মুহাম্মদ ফজলে রাব্বী বলেছেন: ভাল!!! !:#P !:#P !:#P

৪| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৭

দূর্ভাষী বলেছেন: সেভ করার সাথে সাথে ডিলিট

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫২

মুহাম্মদ ফজলে রাব্বী বলেছেন: বাববা!! কি এ্যান্টিভাইরাস ইউস করেন?

৫| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৮

মাহমুদ হাসানাত বলেছেন: হুম ভাল ভাবে টেষ্ট করা গেল। :)

১৫ ই মার্চ, ২০১৩ সকাল ১০:০১

মুহাম্মদ ফজলে রাব্বী বলেছেন: ধন্যবাদ!

৬| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০১

বিভ্রান্ত??? বলেছেন: কাজ করতেসে। ধন্যবাদ।

৭| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০২

মুহাম্মদ ফজলে রাব্বী বলেছেন: যাক কাজে দিছে জেনে খুশি হলাম।

৮| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০৪

বিডি আমিনুর বলেছেন: দারুন

১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫১

মুহাম্মদ ফজলে রাব্বী বলেছেন: হুমম...

৯| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০৬

নীলতিমি বলেছেন: ধইন্যা। :) :)

আমার টা ডিলিট করে নাই /:)

১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৫

মুহাম্মদ ফজলে রাব্বী বলেছেন: জলদি বদলাইয়া ফেলেন...

১০| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০৭

দূর্ভাষী বলেছেন: এভিজি ইন্টারনেট সিকিউরিটি ২০১২

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২৬

মুহাম্মদ ফজলে রাব্বী বলেছেন: আচ্ছা ভাল কোন ডাউনলোড লিঙ্ক দিতে পারবেন? আমি এভাস্ট ব্যব হার করি। পারফরমেন্স খারাপ না, আজকাল এভিজির ভালই প্রসংশা শোনা যায়। তাই একটু..............

১১| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩২

দূর্ভাষী বলেছেন: http://www.avg.com এখান থেকে Trial Version ডাউনলোড করতে পারবেন। পরে Serial Key দিয়ে রেজিস্ট্রেশন করে আপডেট করে নিলেই হয়ে যাবে।

১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৫

মুহাম্মদ ফজলে রাব্বী বলেছেন: বাহ দারুন তো! ওকে ট্রাই করব।

১২| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৭

ইলুসন বলেছেন: আমার ক্যাস্পারস্কি ধরতে পারছে। B-)

১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৫

মুহাম্মদ ফজলে রাব্বী বলেছেন: তাইলেই ভালা।

১৩| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪০

শোয়াইব আহেমদ বলেছেন: microsoft security essential ডাউনলোড লিঙ্ক

১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৪

মুহাম্মদ ফজলে রাব্বী বলেছেন: ধন্যবাদ!!

১৪| ১২ ই মার্চ, ২০১৩ রাত ৮:১৯

মহামহোপাধ্যায় বলেছেন: কাজ হয়েছে ভাইয়া। ধন্যবাদ। আমি এভাস্ট ব্যবহার করি।

১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৫

মুহাম্মদ ফজলে রাব্বী বলেছেন: Thanks to you!! :D :D :D

১৫| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১:১৭

অতল গহবর বলেছেন: Kaspersky ধরতে পেরেছে ।

১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৯

মুহাম্মদ ফজলে রাব্বী বলেছেন: খুব ভাল!!! ;) ;) ;)

১৬| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ৩:০৮

টানিম বলেছেন: ধইন্যা।

১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫০

মুহাম্মদ ফজলে রাব্বী বলেছেন: হে...হে...হে.. B-) B-) B-)

১৭| ১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৩

নির্ভীক আহসান বলেছেন: ৭ লাইক, প্রিয়তে।
হেল্প করবেন

১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫১

মুহাম্মদ ফজলে রাব্বী বলেছেন: আপনাকেও......... :) :) :)

১৮| ১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৪

নির্ভীক আহসান বলেছেন: ডিলিট করে নাই।

১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫২

মুহাম্মদ ফজলে রাব্বী বলেছেন: জলদি বদলাইয়া ফেলেন...

১৯| ১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৪

লেখোয়াড় বলেছেন:
ধন্যবাদ।

১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৩

মুহাম্মদ ফজলে রাব্বী বলেছেন: আপনাকেও ধন্যবাদ... :P :P :P

২০| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ৮:১৩

কৈশর বলেছেন: হ তো !! আমার এন্টি ভ: তো তো কাম করে !!

১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৮

মুহাম্মদ ফজলে রাব্বী বলেছেন: তাইলে সব ঠিক আছে.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.