নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আত্মায় প্রবেশ নিষেধ

ফজলে রাব্বী শরীফ

আমি এক অন্য আমি ৷ আমাতে প্রবেশ দন্ডনীয় ৷

ফজলে রাব্বী শরীফ › বিস্তারিত পোস্টঃ

পরিবর্তন হোক শিক্ষাব্যবস্থা

২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:০৬

“একটি পরীক্ষার খাতা কারও ভবিষ্যত নির্ধারন করতে পারে না” ৷

মনীষী কতৃক এরূপ উক্তিকে আমাদের শিক্ষা ব্যবস্থা পাততাই দেয় না ৷ আমাদের শিক্ষা ব্যবস্থার প্রধানরা নবীন মনীষী কি না! সারা বছরের প্রস্তুতির পরে মাত্র ২ ঘন্টার পরীক্ষাতেই জীবন বদলে যায় ৷ রাতারাতি আঙুল ফুলে কলা গাছ হওয়ার মত ৷ একটি ৬০ মিনিটের পরীক্ষা দিয়ে পুরো একটি জীবন নির্ধারন শুধু মাত্র এ দেশটাতেই হয় ৷ এ ব্যবস্থা কী করে রাতারাতি এতো জনপ্রিয় হলো সেটাই ভাবনার বিষয় ৷ ক্ষমতা পেয়ে একধরনের চাপিয়ে দেয়ার মতো ৷ আপনারা দিচ্ছেন আমরা গিলছি.. অবশেষে সবকিছু একসাথে গলাধঃকরনের পর পরীক্ষায় অংশগ্রহন ও করছি ৷ অতঃপর হেরে যাই আপনাদের ব্যবস্থার কাছে ৷ আর যারা পারে তারা হয়তো সুপার হিউম্যান নয়তো এলিয়েন ৷ আমাদের দেশে মেধাবি অনেক তবে মেধাবিদের সুযোগ নেই কোথাও ৷ সবকিছুই ঠিক আছে ৷ শুধু ব্যবস্থাটার পরিবর্তন দরকার ৷ এ জাতির উন্নতি ৬০ মিনিটের পরীক্ষা দিয়ে কোনোদিনই হবে না ৷ যদি হওয়ার কথা ভাবেন তবে আকাশকুসুমটাই ভাবছেন ৷ অনেক তো ঘুমালেন! আর কতো? এ জাতির পিছিয়ে পরার এটিও একটি প্রধান কারন.. আপনারা আমাদের তো প্যারালাইজড্ রোগী বানিয়ে রেখেছেন ৷ এখন শুধু কথা বলতেই জানি ৷ ক্ষমতা নেই কিছু করার ৷ তবে আপনাদের এ ব্যবস্থা সুস্থ ব্যক্তিদের মেনে নেয়ার কথা নয় ৷ সুতরাং পরিবর্তন বাঞ্চনীয় ৷

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.